অশোকনগর, 29 জুন : বাড়ির সামনেই টোটো করে মদ বিক্রি করছিলেন এক ব্যক্তি ৷ অভিযোগ, তার প্রতিবাদ করায় স্থানীয় গৃহবধূর বাড়ি লক্ষ্য করে অ্যাসিড হামলা করেন ওই ব্যক্তি ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সূত্রের খবর, ঘটনায় ধৃতের নাম নারায়ণ মধু ওরফে নাড়ু ৷ এই ঘটনায় প্রতিবাদী গৃহবধূ সামান্য আহত হয়েছেন ৷ সেইসঙ্গে, বাড়ির বেশ কিছু গাছপালা পুড়ে গিয়েছে ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার হরিপুর এলাকায় ৷
আরও পড়ুন : ছিনতাইয়ে বাধা, বারাসতে যুবকের পেটে ছুরি ঢোকাল দুষ্কৃতীরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হরিপুর এলাকায় একটি টোটো করে ঘুরে ঘুরে মদ বিক্রি করেন অভিযুক্ত নারায়ণ মধু ৷ সোমবার রাতে স্থানীয় ওই গৃহবধূর বাড়ির সামনেই টোটো দাঁড় করিয়ে মদ বিক্রি করছিলেন তিনি ৷ তার প্রতিবাদ করেন গৃহবধূ ৷ যা নিয়ে মদ বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ৷ কিন্তু তখনকার মতো এলাকা ছেড়ে চলে যান নারায়ণ ৷
অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর আবার ফিরে আসেন নারায়ণ ৷ গৃহবধূর বাড়ি লক্ষ্য করে অ্যাসিড ছুড়তে শুরু করেন তিনি ৷ প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান ওই গৃহবধূ ৷ তবে তাঁর পায়ের কিছুটা জায়গায় অ্যাসিড লাগে ৷ সেই অংশটি পুড়ে যায় ৷ এরপর সোমবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নারায়ণকে গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন : মল্লিকপুরে স্টাফ স্পেশাল ট্রেনে মহিলা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা
আক্রান্ত গৃহবধূ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আমার বাড়ির সামনে টোটো রেখে মদ বিক্রি করছিল নাড়ু ৷ আমি দেখতে পেয়ে তার প্রতিবাদ করি এবং বাড়ির সামনে গাড়ি রাখতে বারণ করি ৷ সেই নিয়ে সারাদিন অশান্তি চলে। রাতে অ্যাসিড ছুড়ে মারে সে। পরিবার নিয়ে প্রচণ্ড আতঙ্কে আছি ৷’’