ETV Bharat / state

পনের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - শেখ হাকিম

মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চাই ।"

accused of murder of a young woman against her husband family
পনের দাবিতে যুবতীকে খুনের অভিযোগ
author img

By

Published : Oct 31, 2020, 11:11 PM IST

মধ্যমগ্রাম, 31 অক্টোবর : পণের দাবিতে যুবতিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম মেহেন্দি পারভিন(20) । ঘটনার জেরে আজ বিকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড়ের চৌঘুরিপাড়ায় । ঘটনার পরই দেহ আটকে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবারের লোকেরা । পরে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় । সেই সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই যুবতির শওহর সহ শ্বশুর বাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

দত্তপুকুরের কদম্বগাছি ইসলামপুরের বাসিন্দা শেখ হাকিমের মেয়ে মেহেন্দি পারভিন । জানা গেছে, বছর তিনেক আগে তাঁর বিয়ে হয় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের চৌঘুরিয়ার মনিরুল ইসলামের সঙ্গে । দম্পতির দু-বছরের একটি মেয়েও আছে । বিয়ের সময় শ্বশুর বাড়ির চাহিদা মতো সমস্ত জিনিসপত্র দিয়েছিলেন মেহেন্দির পরিবার । তা সত্বেও বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ । টাকা আনতে অস্বীকার করলেই মেহেন্দির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শ্বশুর বাড়ির লোকেরা । এই নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত ।

এরই মধ্যে আজ দুপুরে মনিরুল শ্বশুরবাড়িতে ফোন করে জানায় অসুস্থ হয়ে পড়েছে তাঁর বিবি । দ্রুত মধ্যমগ্রামে চলে আসতে বলা হয় তাঁদের । জামাইয়ের কথা শুনে তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসেন মেহেন্দির আব্বা শেখ হাকিম সহ পরিবারের অন্যান্যরা । গিয়ে দেখেন,দোতলার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেহেন্দির দেহ । হাঁটু দুটি ছিল মোড়ানো অবস্থায় । এমন অবস্থায় দেখে সন্দেহ হয় মেয়ের পরিবারের লোকেদের ।খুনের অভিযোগ তোলা হয় শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

এরপরই আজ বিকেলে যুবতির দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিবারের লোকেরা ।তারই মধ্যে বিক্ষোভকারীদের একাংশ ব্যাপক ভাঙচুর চালায় মৃতার শ্বশুর বাড়িতে । যা ঘিরে উত্তেজনা ছড়ায় সেখানে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ । আসে RAF-ও । তাঁদের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপরই মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ । পরে,তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।

এই বিষয়ে মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চায় ।"

আজ সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার আব্বা শেখ হাকিম । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

মধ্যমগ্রাম, 31 অক্টোবর : পণের দাবিতে যুবতিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম মেহেন্দি পারভিন(20) । ঘটনার জেরে আজ বিকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড়ের চৌঘুরিপাড়ায় । ঘটনার পরই দেহ আটকে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবারের লোকেরা । পরে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় । সেই সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই যুবতির শওহর সহ শ্বশুর বাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

দত্তপুকুরের কদম্বগাছি ইসলামপুরের বাসিন্দা শেখ হাকিমের মেয়ে মেহেন্দি পারভিন । জানা গেছে, বছর তিনেক আগে তাঁর বিয়ে হয় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের চৌঘুরিয়ার মনিরুল ইসলামের সঙ্গে । দম্পতির দু-বছরের একটি মেয়েও আছে । বিয়ের সময় শ্বশুর বাড়ির চাহিদা মতো সমস্ত জিনিসপত্র দিয়েছিলেন মেহেন্দির পরিবার । তা সত্বেও বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ । টাকা আনতে অস্বীকার করলেই মেহেন্দির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শ্বশুর বাড়ির লোকেরা । এই নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত ।

এরই মধ্যে আজ দুপুরে মনিরুল শ্বশুরবাড়িতে ফোন করে জানায় অসুস্থ হয়ে পড়েছে তাঁর বিবি । দ্রুত মধ্যমগ্রামে চলে আসতে বলা হয় তাঁদের । জামাইয়ের কথা শুনে তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসেন মেহেন্দির আব্বা শেখ হাকিম সহ পরিবারের অন্যান্যরা । গিয়ে দেখেন,দোতলার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেহেন্দির দেহ । হাঁটু দুটি ছিল মোড়ানো অবস্থায় । এমন অবস্থায় দেখে সন্দেহ হয় মেয়ের পরিবারের লোকেদের ।খুনের অভিযোগ তোলা হয় শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

এরপরই আজ বিকেলে যুবতির দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিবারের লোকেরা ।তারই মধ্যে বিক্ষোভকারীদের একাংশ ব্যাপক ভাঙচুর চালায় মৃতার শ্বশুর বাড়িতে । যা ঘিরে উত্তেজনা ছড়ায় সেখানে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ । আসে RAF-ও । তাঁদের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপরই মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ । পরে,তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।

এই বিষয়ে মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চায় ।"

আজ সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার আব্বা শেখ হাকিম । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.