ETV Bharat / state

পনের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চাই ।"

accused of murder of a young woman against her husband family
পনের দাবিতে যুবতীকে খুনের অভিযোগ
author img

By

Published : Oct 31, 2020, 11:11 PM IST

মধ্যমগ্রাম, 31 অক্টোবর : পণের দাবিতে যুবতিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম মেহেন্দি পারভিন(20) । ঘটনার জেরে আজ বিকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড়ের চৌঘুরিপাড়ায় । ঘটনার পরই দেহ আটকে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবারের লোকেরা । পরে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় । সেই সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই যুবতির শওহর সহ শ্বশুর বাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

দত্তপুকুরের কদম্বগাছি ইসলামপুরের বাসিন্দা শেখ হাকিমের মেয়ে মেহেন্দি পারভিন । জানা গেছে, বছর তিনেক আগে তাঁর বিয়ে হয় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের চৌঘুরিয়ার মনিরুল ইসলামের সঙ্গে । দম্পতির দু-বছরের একটি মেয়েও আছে । বিয়ের সময় শ্বশুর বাড়ির চাহিদা মতো সমস্ত জিনিসপত্র দিয়েছিলেন মেহেন্দির পরিবার । তা সত্বেও বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ । টাকা আনতে অস্বীকার করলেই মেহেন্দির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শ্বশুর বাড়ির লোকেরা । এই নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত ।

এরই মধ্যে আজ দুপুরে মনিরুল শ্বশুরবাড়িতে ফোন করে জানায় অসুস্থ হয়ে পড়েছে তাঁর বিবি । দ্রুত মধ্যমগ্রামে চলে আসতে বলা হয় তাঁদের । জামাইয়ের কথা শুনে তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসেন মেহেন্দির আব্বা শেখ হাকিম সহ পরিবারের অন্যান্যরা । গিয়ে দেখেন,দোতলার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেহেন্দির দেহ । হাঁটু দুটি ছিল মোড়ানো অবস্থায় । এমন অবস্থায় দেখে সন্দেহ হয় মেয়ের পরিবারের লোকেদের ।খুনের অভিযোগ তোলা হয় শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

এরপরই আজ বিকেলে যুবতির দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিবারের লোকেরা ।তারই মধ্যে বিক্ষোভকারীদের একাংশ ব্যাপক ভাঙচুর চালায় মৃতার শ্বশুর বাড়িতে । যা ঘিরে উত্তেজনা ছড়ায় সেখানে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ । আসে RAF-ও । তাঁদের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপরই মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ । পরে,তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।

এই বিষয়ে মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চায় ।"

আজ সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার আব্বা শেখ হাকিম । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

মধ্যমগ্রাম, 31 অক্টোবর : পণের দাবিতে যুবতিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম মেহেন্দি পারভিন(20) । ঘটনার জেরে আজ বিকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড়ের চৌঘুরিপাড়ায় । ঘটনার পরই দেহ আটকে শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবারের লোকেরা । পরে বিশাল পুলিশবাহিনী ও RAF ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় । সেই সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার পর থেকেই যুবতির শওহর সহ শ্বশুর বাড়ির লোকেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

দত্তপুকুরের কদম্বগাছি ইসলামপুরের বাসিন্দা শেখ হাকিমের মেয়ে মেহেন্দি পারভিন । জানা গেছে, বছর তিনেক আগে তাঁর বিয়ে হয় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড় পঞ্চায়েতের চৌঘুরিয়ার মনিরুল ইসলামের সঙ্গে । দম্পতির দু-বছরের একটি মেয়েও আছে । বিয়ের সময় শ্বশুর বাড়ির চাহিদা মতো সমস্ত জিনিসপত্র দিয়েছিলেন মেহেন্দির পরিবার । তা সত্বেও বাপের বাড়ি থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য তাঁকে চাপ দেওয়া হত বলে অভিযোগ । টাকা আনতে অস্বীকার করলেই মেহেন্দির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন শ্বশুর বাড়ির লোকেরা । এই নিয়ে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত ।

এরই মধ্যে আজ দুপুরে মনিরুল শ্বশুরবাড়িতে ফোন করে জানায় অসুস্থ হয়ে পড়েছে তাঁর বিবি । দ্রুত মধ্যমগ্রামে চলে আসতে বলা হয় তাঁদের । জামাইয়ের কথা শুনে তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসেন মেহেন্দির আব্বা শেখ হাকিম সহ পরিবারের অন্যান্যরা । গিয়ে দেখেন,দোতলার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মেহেন্দির দেহ । হাঁটু দুটি ছিল মোড়ানো অবস্থায় । এমন অবস্থায় দেখে সন্দেহ হয় মেয়ের পরিবারের লোকেদের ।খুনের অভিযোগ তোলা হয় শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

এরপরই আজ বিকেলে যুবতির দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিবারের লোকেরা ।তারই মধ্যে বিক্ষোভকারীদের একাংশ ব্যাপক ভাঙচুর চালায় মৃতার শ্বশুর বাড়িতে । যা ঘিরে উত্তেজনা ছড়ায় সেখানে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ । আসে RAF-ও । তাঁদের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপরই মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ । পরে,তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে ।

এই বিষয়ে মৃতার আব্বা শেখ হাকিম বলেন, "পণের অতিরিক্ত টাকা দিতে না পারার কারণেই জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে । যাতে সবাই ভাবে মেয়ে আত্মহত্যা করেছে । আমরা খুনিদের কঠোর শাস্তি চায় ।"

আজ সন্ধ্যায় শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতার আব্বা শেখ হাকিম । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.