ETV Bharat / state

আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃতের 4 দিনের পুলিশ হেপাজত - bjp

আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃত মহম্মদ রাকেশকে 4 দিন পুলিশের হেপাজতের নির্দেশ দিল আদালত । গতকাল BJP কর্মী নাজমুল করিমের মৃত্যুর ঘটনায় রাকেশকে গ্রেপ্তার করে পুলিশ ।

রাকেশ
author img

By

Published : Jun 23, 2019, 9:03 PM IST

Updated : Jun 23, 2019, 11:10 PM IST

বারাসত, 23 জুন : আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃত মহম্মদ রাকেশকে 4 দিন পুলিশের হেপাজতের নির্দেশ দিল আদালত । গতকাল আমডাঙার বহিসগাছি গ্রামে খুন হন BJP কর্মী নাজমুল করিম । শুক্রবার ওষুধ আনতে গিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নাজিমুল । এরপর তৃণমূল কর্মী মহম্মদ রাকেশ তাঁর মাথায় কাঠ দিয়ে আঘাত করে বলে অভিযোগ । পরে মৃত্যু হয় নাজিমুলের ।

এই সংক্রান্ত আরও পড়ুন : স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই, দাবি BJP কর্মীর স্ত্রীর

এই খবর চাউর হতেই এলাকার বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । BJP সাংসদ অর্জুন সিং নাজিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস‌ দেন । গতকাল এই ঘটনার পর রাকেশকে গ্রেপ্তার করে হাবরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ । আজ তাকে বারাসত আদালতে তোলা হয় । আদালত সূত্রে খবর, ধৃতকে ১০ দিনের পুলিশে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় । দু'পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর রাকেশকে 4 দিনের পুলিশের হেপাজতে পাঠান বিচারক ।

এই সংক্রান্ত আরও পড়ুন : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল


এদিকে, আজ দুপুরে নিহত নাজমুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP-র সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র ও BJP নেতা অরিন্দম দে । সংখ্যালঘু মোর্চার ওই প্রতিনিধিদলের সদস্যরা নিহতের পরিবারের পাশে থাকার পাশাপাশি তৃণমূলের শাসনে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, খুনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেন ।

বারাসত, 23 জুন : আমডাঙায় BJP কর্মী খুনের ঘটনায় ধৃত মহম্মদ রাকেশকে 4 দিন পুলিশের হেপাজতের নির্দেশ দিল আদালত । গতকাল আমডাঙার বহিসগাছি গ্রামে খুন হন BJP কর্মী নাজমুল করিম । শুক্রবার ওষুধ আনতে গিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নাজিমুল । এরপর তৃণমূল কর্মী মহম্মদ রাকেশ তাঁর মাথায় কাঠ দিয়ে আঘাত করে বলে অভিযোগ । পরে মৃত্যু হয় নাজিমুলের ।

এই সংক্রান্ত আরও পড়ুন : স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই, দাবি BJP কর্মীর স্ত্রীর

এই খবর চাউর হতেই এলাকার বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । BJP সাংসদ অর্জুন সিং নাজিমুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস‌ দেন । গতকাল এই ঘটনার পর রাকেশকে গ্রেপ্তার করে হাবরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আমডাঙা থানার পুলিশ । আজ তাকে বারাসত আদালতে তোলা হয় । আদালত সূত্রে খবর, ধৃতকে ১০ দিনের পুলিশে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় । দু'পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর রাকেশকে 4 দিনের পুলিশের হেপাজতে পাঠান বিচারক ।

এই সংক্রান্ত আরও পড়ুন : BJP কর্মী খুন আমডাঙায়, অভিযুক্ত তৃণমূল


এদিকে, আজ দুপুরে নিহত নাজমুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP-র সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাত্র ও BJP নেতা অরিন্দম দে । সংখ্যালঘু মোর্চার ওই প্রতিনিধিদলের সদস্যরা নিহতের পরিবারের পাশে থাকার পাশাপাশি তৃণমূলের শাসনে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, খুনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেন ।

Last Updated : Jun 23, 2019, 11:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.