ETV Bharat / state

চায়ের দোকানে বচসা, গুলি-বোমাবাজির অভিযোগ

চা খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে গুলি, বোমাবাজির অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় জখম দুই ৷ আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

author img

By

Published : Dec 23, 2019, 11:54 PM IST

N24 Bombing
প্রতীকী ছবি

হাড়োয়া, 23 ডিসেম্বর : চা খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে গুলি। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । ঘটনায় জখম দুই ব্যক্তি। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকার ঘটনা। আহতরা কলকাতা RG কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল 10টা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রবীণ। সেই চায়ের দোকানে বসেছিল শেখ নাদু ও শেখ মোশারফ নামে দুই যুবক । কাকে প্রথমে চা দেবে দোকানদার, তা নিয়ে তর্ক বাধে সঞ্জয় ও নাদুর মধ্যে ৷ কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থানে লুটিয়ে পড়ে সঞ্জয়। ঘটনায় শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন ব্যক্তি জখম হয় । আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা । শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে এই ঘটনার পর শেখ নাদুর দল সামলা বাজারে বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী । তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফসহ সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার । ঘটনার পর থেকে পলাতক ওই দুই দুষ্কৃতী।

হাড়োয়া, 23 ডিসেম্বর : চা খাওয়া নিয়ে গন্ডগোলের জেরে গুলি। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ । ঘটনায় জখম দুই ব্যক্তি। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকার ঘটনা। আহতরা কলকাতা RG কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল 10টা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রবীণ। সেই চায়ের দোকানে বসেছিল শেখ নাদু ও শেখ মোশারফ নামে দুই যুবক । কাকে প্রথমে চা দেবে দোকানদার, তা নিয়ে তর্ক বাধে সঞ্জয় ও নাদুর মধ্যে ৷ কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থানে লুটিয়ে পড়ে সঞ্জয়। ঘটনায় শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন ব্যক্তি জখম হয় । আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা । শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে এই ঘটনার পর শেখ নাদুর দল সামলা বাজারে বোমাবাজি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী । তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফসহ সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার । ঘটনার পর থেকে পলাতক ওই দুই দুষ্কৃতী।

Intro:চা খাওয়া নিয়ে গোলমাল, চলল গুলি, বোমাবাজি, গুরুতর জখম দুই


হাড়োয়াঃ মামুলি চা খাওয়া নিয়ে গোলমালের জেরে চলল গুলি। বোমাবাজি। তাতে গুরুতর জখম হলেন দু'জন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকায়। আহত দু'জন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল দশটা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রৌঢ়। সেখানে চা খাচ্ছিলেন শেখ নাদু ও শেখ মোশারফ। তখন সঞ্জয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয়। শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর য়েখ নাদুর বাহিনী সামলা বাজারে বোমাবাজি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী নামে পরিচিত। তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফ-সহ সাত জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বেপাত্তা শেখ নাদু ও মোশারফরা।Body:চা খাওয়া নিয়ে গোলমাল, চলল গুলি, বোমাবাজি, গুরুতর জখম দুই


হাড়োয়াঃ মামুলি চা খাওয়া নিয়ে গোলমালের জেরে চলল গুলি। বোমাবাজি। তাতে গুরুতর জখম হলেন দু'জন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকায়। আহত দু'জন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল দশটা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রৌঢ়। সেখানে চা খাচ্ছিলেন শেখ নাদু ও শেখ মোশারফ। তখন সঞ্জয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয়। শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর য়েখ নাদুর বাহিনী সামলা বাজারে বোমাবাজি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী নামে পরিচিত। তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফ-সহ সাত জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বেপাত্তা শেখ নাদু ও মোশারফরা।Conclusion:চা খাওয়া নিয়ে গোলমাল, চলল গুলি, বোমাবাজি, গুরুতর জখম দুই


হাড়োয়াঃ মামুলি চা খাওয়া নিয়ে গোলমালের জেরে চলল গুলি। বোমাবাজি। তাতে গুরুতর জখম হলেন দু'জন। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা এলাকায়। আহত দু'জন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল দশটা নাগাদ সামলা বাজারে চা খেতে যান সঞ্জয় রায় নামে এক প্রৌঢ়। সেখানে চা খাচ্ছিলেন শেখ নাদু ও শেখ মোশারফ। তখন সঞ্জয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। আচমকা শেখ নাদু কোমর থেকে পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয়। শেখ গিয়াসউদ্দিন নাম আরও একজন গুরুতর জখম হন। গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর য়েখ নাদুর বাহিনী সামলা বাজারে বোমাবাজি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ নাদু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী নামে পরিচিত। তার নামে আগেও বেশ কয়েকটি অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় শেখ নাদু ও শেখ মোশারেফ-সহ সাত জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বেপাত্তা শেখ নান্নু ও মোশারফরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.