ETV Bharat / state

Ham Radio: এক যুগ পর সীতার কাছে রামকে ফেরাল হ্যাম রেডিয়ো

ফের হ্যাম রেডিয়োর কামাল(Ham Radio)৷ দীর্ঘ 12 বছর পর এক প্রৌঢ়কে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো ৷ কীভাবে সম্ভব হল ? জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
12 বছর পর সীতার কাছে রামকে ফেরাল হ্যাম রেডিয়ো
author img

By

Published : Aug 31, 2022, 9:57 PM IST

হিঙ্গলগঞ্জ, 31 অগস্ট: এক যুগ পর স্ত্রী ও পরিবারকে খুঁজে পেলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি ৷ সৌজন্যে হ্যাম রেডিয়ো(a person returned his home after 12 years with the help of Ham Radio)৷ নাম শঙ্কর রাম ৷ বাড়ি বিহারের খাগাড়িয়া জেলার উত্তর হাজিপুর থানা এলাকায় । আজ থেকে 12 বছর আগে ছট পুজোর দিনে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি ৷

এরপর হন্যে হয়ে তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও কোনও হদিশ পায়নি পরিবারের লোকেরা । শেষে নিরুপায় হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন তাঁরা । করা হয় মিসিং ডায়েরিও । এদিকে ভাগ্যের ফেরে বিভিন্ন জায়গায় ঘুরে শেষমেশ ওই প্রৌঢ়ের ঠাঁই হয় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে । ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন বসিরহাটের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় । সেখানেই প্রায় তিনমাস অপরিচিতর মতো জীবনযাপন করতে হয় শঙ্করকে । কখনও রাস্তার পাশে তো কখনও আবার বাড়ির বারান্দায় পড়ে থেকে দিন কাটাতে হচ্ছিল ওই প্রৌঢ়কে । বিষয়টি নজরে আসতেই স্থানীয় সমাজসেবী সুশান্ত ঘোষ প্রৌঢ়ের সেবা শুশ্রূষা করে দু'বেলা খাবারের ব্যবস্থা করেন । এরপর একদিন শঙ্করের বাড়ির ঠিকানা জানার পাশাপাশি শোনেন তাঁর হারিয়ে যাওয়ার উপাখ‍্যানও ।

আরও পড়ুন : হ্য়াম রেডিয়োর উদ্যোগে চার বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

প্রৌঢ়ের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে সুশান্তবাবু যোগাযোগ করেন হ‍্যাম রেডিওর সঙ্গে(Ham Radio returned home a person after 12 years)। এরপর ওই সংস্থার পক্ষ থেকে ওই প্রৌঢ়ের ছবি ও তথ্য-সহ যোগাযোগ করা হয় বিহারের উত্তর হাজিপুর থানার সঙ্গে। এরপরই সেখানকার পুলিশ যোগাযোগ করে শঙ্করের পরিবারের সঙ্গে । নিরুদ্দেশ হওয়া স্বামীর ছবি দেখে এক লহমায় চিনতে পারেন শঙ্করের স্ত্রী সীতা । ভিডিয়ো কলে শঙ্করের গলা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি । এক মুহূর্তও দেরি না-করে বুধবার পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে সোজা বসিরহাটের হিঙ্গলগঞ্জে পৌঁছে যান সীতা । 12 বছর পর স্ত্রী এবং পরিবারের লোকজনকে দেখতে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা শঙ্কর রাম । স্ত্রীকে আলিঙ্গনও করতে দেখা যায় তাঁকে ।

হ্যাম রেডিয়ো এভাবে অনেক নিখোঁজ ব্যক্তিকেই তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ৷ সুতরাং, হ্যাম রেডিয়োর গুরুত্ব অনস্বীকার্য ৷

আরও পড়ুন : 37টি বসন্ত পার, উমাপদর কাছে ভবানীকে ফেরাল হ্যাম রেডিয়ো

হিঙ্গলগঞ্জ, 31 অগস্ট: এক যুগ পর স্ত্রী ও পরিবারকে খুঁজে পেলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি ৷ সৌজন্যে হ্যাম রেডিয়ো(a person returned his home after 12 years with the help of Ham Radio)৷ নাম শঙ্কর রাম ৷ বাড়ি বিহারের খাগাড়িয়া জেলার উত্তর হাজিপুর থানা এলাকায় । আজ থেকে 12 বছর আগে ছট পুজোর দিনে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি ৷

এরপর হন্যে হয়ে তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও কোনও হদিশ পায়নি পরিবারের লোকেরা । শেষে নিরুপায় হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন তাঁরা । করা হয় মিসিং ডায়েরিও । এদিকে ভাগ্যের ফেরে বিভিন্ন জায়গায় ঘুরে শেষমেশ ওই প্রৌঢ়ের ঠাঁই হয় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে । ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন বসিরহাটের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ বাজার এলাকায় । সেখানেই প্রায় তিনমাস অপরিচিতর মতো জীবনযাপন করতে হয় শঙ্করকে । কখনও রাস্তার পাশে তো কখনও আবার বাড়ির বারান্দায় পড়ে থেকে দিন কাটাতে হচ্ছিল ওই প্রৌঢ়কে । বিষয়টি নজরে আসতেই স্থানীয় সমাজসেবী সুশান্ত ঘোষ প্রৌঢ়ের সেবা শুশ্রূষা করে দু'বেলা খাবারের ব্যবস্থা করেন । এরপর একদিন শঙ্করের বাড়ির ঠিকানা জানার পাশাপাশি শোনেন তাঁর হারিয়ে যাওয়ার উপাখ‍্যানও ।

আরও পড়ুন : হ্য়াম রেডিয়োর উদ্যোগে চার বছর পর ঘরে ফিরলেন নিখোঁজ বৃদ্ধ

প্রৌঢ়ের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে সুশান্তবাবু যোগাযোগ করেন হ‍্যাম রেডিওর সঙ্গে(Ham Radio returned home a person after 12 years)। এরপর ওই সংস্থার পক্ষ থেকে ওই প্রৌঢ়ের ছবি ও তথ্য-সহ যোগাযোগ করা হয় বিহারের উত্তর হাজিপুর থানার সঙ্গে। এরপরই সেখানকার পুলিশ যোগাযোগ করে শঙ্করের পরিবারের সঙ্গে । নিরুদ্দেশ হওয়া স্বামীর ছবি দেখে এক লহমায় চিনতে পারেন শঙ্করের স্ত্রী সীতা । ভিডিয়ো কলে শঙ্করের গলা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি । এক মুহূর্তও দেরি না-করে বুধবার পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে সোজা বসিরহাটের হিঙ্গলগঞ্জে পৌঁছে যান সীতা । 12 বছর পর স্ত্রী এবং পরিবারের লোকজনকে দেখতে পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা শঙ্কর রাম । স্ত্রীকে আলিঙ্গনও করতে দেখা যায় তাঁকে ।

হ্যাম রেডিয়ো এভাবে অনেক নিখোঁজ ব্যক্তিকেই তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ৷ সুতরাং, হ্যাম রেডিয়োর গুরুত্ব অনস্বীকার্য ৷

আরও পড়ুন : 37টি বসন্ত পার, উমাপদর কাছে ভবানীকে ফেরাল হ্যাম রেডিয়ো

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.