বারাসত, 19 অক্টোবর : অনলাইনে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে প্রায় 67 হাজার টাকা খোয়ালেন দত্তপুকুরের এক যুবক ৷ এই মর্মে তিনি বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ৷
বেসরকারি একটি হাসপাতালে ওয়ার্ড বয় সৌরভ হালদার নিয়মিত অনলাইনে কেনাকাটি করেন ৷ বুধবার একটি অনলাইন ওয়ালেটের নামে তাঁর ফোনে একটি মেসেজ আসে ৷ বলা হয়, লাকি ড্র প্রতিযোগিতায় তিনি একটি গাড়ি জিতেছেন ৷ কিছুক্ষণ পর একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে ৷ ফোনের ওপার থেকে বলা হয়, গাড়ি নিতে না চাইলে দাম বাবদ নগদ 12 লাখ 60 হাজার টাকা মিটিয়ে দেওয়া হবে ৷ তবে সেজন্য সৌরভকে তিন হাজার 500 টাকা জমা দিতে হবে ৷ তাঁর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয় ৷ প্রথমে অবশ্য রাজি হননি সৌরভ ৷ দোনামনা করছিলেন ৷ কিন্তু, পরে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে তাঁর সাম্প্রতিক কিছু অর্ডার সঠিকভাবে বলায় সেইসব তথ্য দেন সৌরভ ৷ এরপরই মোবাইলে পাঠানো মেসেজ থেকে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে 67 হাজার 600 টাকা তুলে নেওয়া হয়েছে ৷
প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে সৌরভ দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ একটি জেনেরাল ডায়েরি করে তাঁকে বারাসত থানার সাইবার সেলে যেতে বলা হয় ৷ গতকাল বারাসত থানায় অভিযোগ জানাতে যান সৌরভ ও তাঁর স্ত্রী অনামিকা ৷ পরে সৌরভ বলেন, "আমি ওই অনলাইন ওয়ালেট সংস্থাটিতে ফোন করি ৷ ওরা বলে, অনলাইন ওয়ালেট সংস্থা থেকে কোনও মেসেজ আসেনি ৷ কিন্তু, আমার প্রশ্ন তাহলে কী ভাবে প্রতারকরা আমার কেনাকাটার তথ্য পেল ? একাধিকবার ফোন করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷" অনামিকার বক্তব্য, তিন মাসের কন্যাকে নিয়ে অথৈ জলে পড়েছেন তাঁরা ৷ তিনি বলেন, "আমাদের সব টাকা শেষ হয়ে গেছে ৷ আমরা দিন আনি, দিন খাই ৷ খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে ৷ " বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে ৷ যদি এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"