ETV Bharat / state

রেললাইনে বসে মোবাইল ফোনে গেম, ট্রেনের ধাক্কায় মৃত্যু 2 যুবকের - রেললাইনে বসে মোবাইলে গেম

আজ সন্ধের পর ওই তিন যুবক রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল । সেই সময় আপ বনগাঁ লোকাল ঢুকে পড়ে । ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিন যুবকই । দুই যুবকের ঘটনাস্থানেই মৃত্যু হয়।

playing mobile game on railway track
ট্রেনের ধাক্কায় মৃত দুই, আহত এক
author img

By

Published : Jan 7, 2021, 6:27 AM IST

ঠাকুরনগর, 6 জানুয়ারি : রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু'জনের । আরও একজনের অবস্থা আশঙ্কাজনক । শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর মেলার মাঠ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটেছে । মৃত দুই যুবকের নাম অতনু বিশ্বাস ও শুভ বিশ্বাস ।

আজ সন্ধের পর ওই তিন যুবক রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল । সেই সময় আপ বনগাঁ লোকাল ঢুকে পড়ে । ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিন যুবকই । দুই যুবকের ঘটনাস্থানেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । তিন জনেরই বাড়ি ঠাকুরনগরে ।

আরও পড়ুন : আত্মহত্যা, খুন ; পাবজি যখন প্রাণঘাতী

স্থানীয় বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন,"ওই তিন যুবক সন্ধের পর রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন। কানে হেডফোন ছিল । তখন ট্রেন ঢুকে পড়ে । দু'জন সরতে পারেনি ।"

ঠাকুরনগর, 6 জানুয়ারি : রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু'জনের । আরও একজনের অবস্থা আশঙ্কাজনক । শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর মেলার মাঠ সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটেছে । মৃত দুই যুবকের নাম অতনু বিশ্বাস ও শুভ বিশ্বাস ।

আজ সন্ধের পর ওই তিন যুবক রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিল । সেই সময় আপ বনগাঁ লোকাল ঢুকে পড়ে । ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিন যুবকই । দুই যুবকের ঘটনাস্থানেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । তিন জনেরই বাড়ি ঠাকুরনগরে ।

আরও পড়ুন : আত্মহত্যা, খুন ; পাবজি যখন প্রাণঘাতী

স্থানীয় বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন,"ওই তিন যুবক সন্ধের পর রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন। কানে হেডফোন ছিল । তখন ট্রেন ঢুকে পড়ে । দু'জন সরতে পারেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.