ETV Bharat / state

পাঁচ দিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী

author img

By

Published : Jun 18, 2021, 6:21 PM IST

পাঁচ দিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী ৷ 14 জুন নিখোঁজ হন তিনি ৷ তারপর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন ব্যবসায়ীর পরিবার ৷ ঘটনার তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ ৷

পাঁচদিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী
পাঁচদিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী

বসিরহাট , 18 জুন : গত পাঁচ দিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী কৌশিক বসু ৷ 14 জুন তিনি ব্যবসার টাকা আনতে গিয়েছিলেন স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ৷ তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকে তাঁর ফোনও সুইচড অফ ৷ ছেলের জন্য চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবার ৷

বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাইপালা এলাকায় বাড়ি বছর আঠাশের ওই ব্যবসায়ীর। বাড়ির কাছেই ভ্যারাইটি জিনিসপত্রের দোকান রয়েছে তাঁর। পরিবারে আছেন বাবা-মা ৷ 14 জুন বিকেল গড়িয়ে রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকেই উদ্বিগ্ন তাঁর পরিবার ৷ তাঁর নিখোঁজ হওয়ার পিছনে কি কোনও ব্যবসায়িক কারণ আছে ? নাকি অন্যকিছু ? খুঁজে কুল পাচ্ছেন না তাঁরা ৷ সঙ্গে সঙ্গেই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বসিরহাট থানায় ৷ ইতিমধ্যেই বসিরহাট পুলিশের তরফে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তদন্তরত পুলিশের দাবি , যেহেতু ব্যবসায়ীর ফোন সুইচড অফ , তাই কোনওভাবেই তাঁর লোকেশন জানা যাচ্ছে না ৷ তাই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ীর মা রীতা বসু বলেন," কী কারণে ছেলে নিখোঁজ হল, তার কারণ ঠিক বলতে পারব না। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনও বিবাদের কথাও শুনিনি ছেলের মুখে। সেরকম কিছু হলে ও নিশ্চয়ই আমাকে জানাত। এতদিন হয়ে গেল, ছেলের কোনও হদিস পাচ্ছি না। পুলিশ তো সবরকমভাবে চেষ্টা করছে। তারপরও কেন কোনও হদিশ পাওয়া যাচ্ছে না জানি না ৷ "

কী বলছেন নিখোঁজ ব্যবসায়ীর মা ?

আরও পড়ুন :Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

সুলতা সরকার নামে এক প্রতিবেশী বলেন,"কৌশিক খুব ভাল ছেলে। পরিবারে কোনও অশান্তি আজ অবধি দেখেনি। নিশ্চয় কোনও সমস্যার মধ্যে পড়েছে। তা না হলে এতদিনে ও বাড়ি ফিরে আসত। " অন্যদিকে বিষয়টি নিয়ে বসিরহাট থানার তদন্তকারী পুলিশ জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সন্ধান পেতে সরকমের চেষ্টা চলছে । এর পিছনে যাবতীয় কারণ খতিয়ে দেখা হচ্ছে । সেই মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।

বসিরহাট , 18 জুন : গত পাঁচ দিন ধরে নিখোঁজ বসিরহাটের ব্যবসায়ী কৌশিক বসু ৷ 14 জুন তিনি ব্যবসার টাকা আনতে গিয়েছিলেন স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ৷ তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকে তাঁর ফোনও সুইচড অফ ৷ ছেলের জন্য চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবার ৷

বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সাইপালা এলাকায় বাড়ি বছর আঠাশের ওই ব্যবসায়ীর। বাড়ির কাছেই ভ্যারাইটি জিনিসপত্রের দোকান রয়েছে তাঁর। পরিবারে আছেন বাবা-মা ৷ 14 জুন বিকেল গড়িয়ে রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি ৷ তারপর থেকেই উদ্বিগ্ন তাঁর পরিবার ৷ তাঁর নিখোঁজ হওয়ার পিছনে কি কোনও ব্যবসায়িক কারণ আছে ? নাকি অন্যকিছু ? খুঁজে কুল পাচ্ছেন না তাঁরা ৷ সঙ্গে সঙ্গেই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় বসিরহাট থানায় ৷ ইতিমধ্যেই বসিরহাট পুলিশের তরফে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তদন্তরত পুলিশের দাবি , যেহেতু ব্যবসায়ীর ফোন সুইচড অফ , তাই কোনওভাবেই তাঁর লোকেশন জানা যাচ্ছে না ৷ তাই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ীর মা রীতা বসু বলেন," কী কারণে ছেলে নিখোঁজ হল, তার কারণ ঠিক বলতে পারব না। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত কোনও বিবাদের কথাও শুনিনি ছেলের মুখে। সেরকম কিছু হলে ও নিশ্চয়ই আমাকে জানাত। এতদিন হয়ে গেল, ছেলের কোনও হদিস পাচ্ছি না। পুলিশ তো সবরকমভাবে চেষ্টা করছে। তারপরও কেন কোনও হদিশ পাওয়া যাচ্ছে না জানি না ৷ "

কী বলছেন নিখোঁজ ব্যবসায়ীর মা ?

আরও পড়ুন :Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের

সুলতা সরকার নামে এক প্রতিবেশী বলেন,"কৌশিক খুব ভাল ছেলে। পরিবারে কোনও অশান্তি আজ অবধি দেখেনি। নিশ্চয় কোনও সমস্যার মধ্যে পড়েছে। তা না হলে এতদিনে ও বাড়ি ফিরে আসত। " অন্যদিকে বিষয়টি নিয়ে বসিরহাট থানার তদন্তকারী পুলিশ জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সন্ধান পেতে সরকমের চেষ্টা চলছে । এর পিছনে যাবতীয় কারণ খতিয়ে দেখা হচ্ছে । সেই মতো তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.