ETV Bharat / state

চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী কিশোর - A boy committed suicide after theft accusation, theft

চোর অপবাদ দিয়েছিল। তাই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা কিশোরের

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 10, 2019, 3:23 PM IST

অশোকনগর, 10 এপ্রিল : চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী হল এক কিশোর। নাম নিজ়ামউদ্দিন মণ্ডল (11)। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর মানিকতলার।

মাস দেড়েক আগে নিজ়ামের পরিবার মানিকনগরে ভাড়া আসে। সোমবার বাড়িওয়ালার ঘরে ঢুকে সে জিনিসপত্র নাড়াচাড়া করছিল। তা দেখে মালিকের ছেলে চোর অপবাদ দেয় বলে অভিযোগ। বিষয়টি তার বাবা-মাকে জানিয়ে দেবে বলে।

পরে ঘরে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নিজ়াম। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

পরে একটি ভিডিয়ো সামনে আসে। তাতে নিজ়ামকে বলতে শোনা যায়, "আমি চুরি করিনি।" তবে, নিজ়ামের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অশোকনগর, 10 এপ্রিল : চোর অপবাদ দেওয়ায় আত্মঘাতী হল এক কিশোর। নাম নিজ়ামউদ্দিন মণ্ডল (11)। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর মানিকতলার।

মাস দেড়েক আগে নিজ়ামের পরিবার মানিকনগরে ভাড়া আসে। সোমবার বাড়িওয়ালার ঘরে ঢুকে সে জিনিসপত্র নাড়াচাড়া করছিল। তা দেখে মালিকের ছেলে চোর অপবাদ দেয় বলে অভিযোগ। বিষয়টি তার বাবা-মাকে জানিয়ে দেবে বলে।

পরে ঘরে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নিজ়াম। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।

পরে একটি ভিডিয়ো সামনে আসে। তাতে নিজ়ামকে বলতে শোনা যায়, "আমি চুরি করিনি।" তবে, নিজ়ামের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

sample description

For All Latest Updates

TAGGED:

accusation
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.