ETV Bharat / state

উত্তর 24 পরগনায় ডেঙ্গি মোকাবিলায় বরাদ্দ অতিরিক্ত প্রায় 76 লাখ

ডেঙ্গি মোকাবিলার জন্য চলতি বছরে 300 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু এবছর উত্তর 24 পরগনায় ডেঙ্গির প্রকোপ বাড়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করল স্বাস্থ্য দপ্তর ৷

author img

By

Published : Aug 11, 2019, 9:58 PM IST

Updated : Aug 11, 2019, 11:34 PM IST

ফাইল ফোটো

কলকাতা, 11 অগাস্ট : উত্তর 24 পরগনায় ডেঙ্গি মোকাবিলায় আরও সদর্থক ভূমিকা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর ৷ ইতিমধ্যেই অতিরিক্ত 75 লাখ বরাদ্দ করা হয়েছে ৷ দুই দফায় এই অর্থ দেওয়া হবে ৷

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে 3 জনের মৃত্যু হয়েছে । যদিও বেসরকারি হিসাবে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য স্বাস্থ্য দপ্তর সচেষ্ট বলেও দাবি করা হয়েছে । ডেঙ্গি মোকাবিলায় অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত 450 জন কর্মী নিয়োগ করা হবে ৷ যার জন্য ইতিমধ্যেই 40 লাখ 50 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ৷ হাবরা পৌরসভা ও সংলগ্ন বিভিন্ন স্থানে ডেঙ্গি মোকাবিলার জন্য 35 লাখের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে । দুই দফায় সব মিলিয়ে অতিরিক্ত প্রায় 76 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ।

এই অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ডেঙ্গি মোকাবিলার জন্য চলতি বছরে 300 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বরাদ্দের টাকা পৌঁছে গেছে । উত্তর 24 পরগনার জন্য ডেঙ্গি মোকাবিলায় অর্থের প্রয়োজন বেশি ৷ এই জন্য অতিরিক্ত প্রায় 76 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ।"

উত্তর 24 পরগনার হাবড়া, গাইঘাটা, বনগাঁ, অশোকনগর, বারাসত, ব্যারাকপুর এলাকাগুলি ডেঙ্গুপ্রবণ ৷ তবে, এ বছর হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এইসব এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল । তাই ডেঙ্গি মোকাবিলায় উত্তর 24 পরগনার হাবড়া 1, হাবড়া 2, গাইঘাটা, ব্যারাকপুর 2 -এই ব্লকগুলির জন্য অতিরিক্ত 450 জন কর্মী নিয়োগ করা হয়েছে । ব্লিচিং পাউডার ছড়ানো থেকে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব এই কর্মীদের উপরেই দেওয়া হয়েছে ৷ রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম-সহ চিকিৎসার জন্য অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে ।

কলকাতা, 11 অগাস্ট : উত্তর 24 পরগনায় ডেঙ্গি মোকাবিলায় আরও সদর্থক ভূমিকা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর ৷ ইতিমধ্যেই অতিরিক্ত 75 লাখ বরাদ্দ করা হয়েছে ৷ দুই দফায় এই অর্থ দেওয়া হবে ৷

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে 3 জনের মৃত্যু হয়েছে । যদিও বেসরকারি হিসাবে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য স্বাস্থ্য দপ্তর সচেষ্ট বলেও দাবি করা হয়েছে । ডেঙ্গি মোকাবিলায় অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত 450 জন কর্মী নিয়োগ করা হবে ৷ যার জন্য ইতিমধ্যেই 40 লাখ 50 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ৷ হাবরা পৌরসভা ও সংলগ্ন বিভিন্ন স্থানে ডেঙ্গি মোকাবিলার জন্য 35 লাখের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে । দুই দফায় সব মিলিয়ে অতিরিক্ত প্রায় 76 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ।

এই অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ডেঙ্গি মোকাবিলার জন্য চলতি বছরে 300 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বরাদ্দের টাকা পৌঁছে গেছে । উত্তর 24 পরগনার জন্য ডেঙ্গি মোকাবিলায় অর্থের প্রয়োজন বেশি ৷ এই জন্য অতিরিক্ত প্রায় 76 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ।"

উত্তর 24 পরগনার হাবড়া, গাইঘাটা, বনগাঁ, অশোকনগর, বারাসত, ব্যারাকপুর এলাকাগুলি ডেঙ্গুপ্রবণ ৷ তবে, এ বছর হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এইসব এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল । তাই ডেঙ্গি মোকাবিলায় উত্তর 24 পরগনার হাবড়া 1, হাবড়া 2, গাইঘাটা, ব্যারাকপুর 2 -এই ব্লকগুলির জন্য অতিরিক্ত 450 জন কর্মী নিয়োগ করা হয়েছে । ব্লিচিং পাউডার ছড়ানো থেকে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব এই কর্মীদের উপরেই দেওয়া হয়েছে ৷ রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম-সহ চিকিৎসার জন্য অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে ।

Intro:কলকাতা, ১১ অগাস্ট: অতিরিক্ত লোকবল নিয়োগের পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় উত্তর ২৪ পরগনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হল। দুই দফায় বরাদ্দ সাম্প্রতিক এই অর্থের পরিমাণ ৭৫ লক্ষ, ৯৫ হাজার ৮০০ টাকা। এবং, লোকজনের সংখ্যা ৪৫০।Body:এই জেলার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের অন্য বিভিন্ন প্রান্তের জন্যেও প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর সচেষ্ট বলেও জানানো হয়েছে। যদিও বেসরকারি হিসাবে ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

এই অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "ডেঙ্গি মোকাবিলার জন্য চলতি বছরে ৩০০ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বরাদ্দের টাকা পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনার জন্য প্রয়োজন দেখা দিয়েছে। এই জন্য অতিরিক্ত আরও প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।" উত্তর ২৪ পরগনার হাবড়া, গাইঘাটা, বনগাঁ, অশোকনগর, বারাসত, ব্যারাকপুরে সহ অন্য বিভিন্ন স্থানে ডেঙ্গি আক্রান্তের খোঁজ এ বছর বেশি পাওয়া যাচ্ছে। এর মধ্যে হাবড়ায় বেশি খোঁজ পাওয়া যাচ্ছে। ডেঙ্গি মোকাবিলায় বছরভর কর্মসূচি থাকা সত্ত্বেও এই ধরনের পরিস্থিতি কেন দেখা দিল? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যে সব স্থানে ডেঙ্গির প্রকোপ বেশি দেখা যাচ্ছে, সে সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল।Conclusion:উত্তর ২৪ পরগনা হাবড়া১, হাবড়া২, গাইঘাটা ব্যারাকপুর২, ডেঙ্গি মোকাবিলায় এই ব্লকগুলির জন্য অতিরিক্ত লোকবল নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত এই লোকবলের সংখ্যা ৪৫০। বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি মোকাবিলার বিষয়টি এই অতিরিক্ত লোকবলের মাধ্যমে দেখা হচ্ছে। অগাস্ট থেকে অক্টোবর, এই তিন মাসে অতিরিক্ত এই লোকবলের জন্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকার কথা সম্প্রতি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন জেলাশাসক। যার জেরে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। হাবড়া মিউনিসিপ্যালিটি এবং সংলগ্ন বিভিন্ন স্থানে ডেঙ্গি মোকাবিলার জন্য ৩৫ লক্ষ ৪৫ হাজার ৮০০ টাকা অতিরিক্ত অর্থ সম্প্রতি বরাদ্দ করা হয়েছে। এই দুই দফায় সব মিলিয়ে অতিরিক্ত প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ডেঙ্গি মোকাবিলার জন্য। যে সব স্থানে ডেঙ্গির প্রকোপ ছড়িয়ে পড়েছে, সে সব স্থানে ঝোপঝাড়, জঞ্জালের পাশাপাশি নিকাশি নালা, খাল পরিষ্কারের কাজ চলছে। রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ চিকিৎসার জন্য অন্যান্য ব্যবস্থাও রাখা রাখা হয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রচেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।
_______
Last Updated : Aug 11, 2019, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.