কলকাতা, 8 সেপ্টেম্বর: বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা । খুনের সময় ব্যবহৃত ওই লাল রঙের গাড়িটির ফরেনসিক পরীক্ষা করানো হয় সিআইডি-র তরফে । সেই গাড়ি থেকেই এবার মিলল সাতটি আঙুলের ছাপ (7 fingerprints found on the car used in Baguiati double murder case)। এমনটাই খবর সিআইডি সূত্রে ৷ সেই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
ইতিমধ্যেই বাগুইআটি থানা এবং বসিরহাট জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন সিআইডির গোয়েন্দারা । এছাড়াও বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন্যাজাট থানার শিশিরতলা এলাকায় যেখানে ওই দুই ছাত্রের মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেখানে পৌঁছয় সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল ৷ সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেন গোয়েন্দারা (Baguiati Murder Incident)। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডির ফিঙ্গারপ্রিন্ট নিউরোকে দেওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর ৷ গাড়ি থেকে পাওয়া ওই সাতটি আঙুলের ছাপ কাদের, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।
বুধবার রাতেই উত্তর 24 পরগনার বসিরহাট এবং বাসন্তী হাইওয়ের ধারে ঘটনাস্থলে গাড়িটি যেখানে দাঁড় করানো হয়েছিল সেখানে গিয়ে তদন্ত করেন সিআইডির গোয়েন্দারা । এছাড়াও এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত চারজনের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ৷
আরও পড়ুন : খুনের পর ভাড়া করা গাড়ি ধুয়ে-মুছে সংস্থাকে ফিরিয়ে দেয় সত্যেন্দ্র !