ETV Bharat / state

ISF TMC Clash : তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা, জখম শাসকদলের 5 সমর্থক

author img

By

Published : May 2, 2022, 10:39 PM IST

ফের উত্তপ্ত আমডাঙা ৷ আইএসএফ-তৃণমূল সংঘর্ষে আহত হন পাঁচজন তৃণমূল সমর্থক (ISF TMC Clash) ৷ ঘটনাটি ঘটেছে আমডাঙার রায়পুর গ্রামে ৷

amdanga
হামলা প্রসঙ্গে যা বললেন আহত তৃণমূল কর্মী

আমডাঙা, 2 মে : রাজনৈতিক সংঘর্ষে আবারও রক্ত ঝরল উত্তর 24 পরগনার আমডাঙায় । তৃণমূল ও আইএসএফ সংঘর্ষের জেরে আহত হয়েছেন অন্তত পাঁচজন তৃণমূল সমর্থক (5 injured in ISF tmc clash at Amdanga) । ঘটনার জেরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় আমডাঙার রায়পুর গ্রামে । তৃণমূলের অভিযোগ, "হামলার পিছনে আইএসএফের হাত রয়েছে । তারাই পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দলের কর্মী-সমর্থকদের উপর ।" যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ নেতৃত্ব ।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল স্থানীয় দুই পরিবারের মধ্যে । এক পরিবার তৃণমূল সমর্থক এবং অপর পরিবারটি আইএসএফ ৷ দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে । সোমবার দুপুরে জমি সংক্রান্ত সেই বিবাদ সংঘর্ষের আকার নেয় । লাঠি, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ । হামলায় রক্তারক্তি কাণ্ড হয় সেখানে । জখম হন পাঁচজন । তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেওয়া হলেও এক মহিলা-সহ বাকিরা এখনও চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা

সূত্রের খবর, আপাতদৃষ্টিতে পারিবারিক ঝামেলা মনে হলেও জমি সংক্রান্ত এই বিবাদের মূলে রয়েছে এলাকার কর্তৃত্ব দখলের প্রয়াস । রায়পুর গ্রাম সংলগ্ন যে বুথটি রয়েছে সেখানে এখনও দাপট আইএসএফের । শত চেষ্টা করেও তৃণমূল দাঁত ফোটাতে পারেনি সেখানে । যার ফলে বারবার সংঘর্ষে জড়াচ্ছে দুই রাজনৈতিক দল । যা ফের স্পষ্ট হল এদিনের ঘটনায় ৷ এই ঘটনায় সিপিএম, আইএসএফের সঙ্গে নিজের দলের একাংশকেও দায়ী করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের দলনেতা মোস্তাক আহমেদ মণ্ডল । তাঁর কথায়, "সদ্য দলে যোগ দেওয়া কিছু নেতা পিছন থেকে মদত দিচ্ছে আইএসএফকে । যার জেরে ওখানে বারবার আক্রান্ত হতে হচ্ছে দলের নিচুতলার কর্মীদের । এর তীব্র নিন্দা করছি । নেতৃত্বকে বলব এদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ।"

যদিও ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে মানতে নারাজ আমডাঙা থানার পুলিশ । তাঁদের বক্তব্য, এটি সম্পূর্ণ পারিবারিক ঝামেলা । এদিন সন্ধ্যায় একপক্ষ অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত 7

আমডাঙা, 2 মে : রাজনৈতিক সংঘর্ষে আবারও রক্ত ঝরল উত্তর 24 পরগনার আমডাঙায় । তৃণমূল ও আইএসএফ সংঘর্ষের জেরে আহত হয়েছেন অন্তত পাঁচজন তৃণমূল সমর্থক (5 injured in ISF tmc clash at Amdanga) । ঘটনার জেরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় আমডাঙার রায়পুর গ্রামে । তৃণমূলের অভিযোগ, "হামলার পিছনে আইএসএফের হাত রয়েছে । তারাই পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দলের কর্মী-সমর্থকদের উপর ।" যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ নেতৃত্ব ।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল স্থানীয় দুই পরিবারের মধ্যে । এক পরিবার তৃণমূল সমর্থক এবং অপর পরিবারটি আইএসএফ ৷ দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে । সোমবার দুপুরে জমি সংক্রান্ত সেই বিবাদ সংঘর্ষের আকার নেয় । লাঠি, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ । হামলায় রক্তারক্তি কাণ্ড হয় সেখানে । জখম হন পাঁচজন । তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে ছেড়ে দেওয়া হলেও এক মহিলা-সহ বাকিরা এখনও চিকিৎসাধীন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তাল আমডাঙা

সূত্রের খবর, আপাতদৃষ্টিতে পারিবারিক ঝামেলা মনে হলেও জমি সংক্রান্ত এই বিবাদের মূলে রয়েছে এলাকার কর্তৃত্ব দখলের প্রয়াস । রায়পুর গ্রাম সংলগ্ন যে বুথটি রয়েছে সেখানে এখনও দাপট আইএসএফের । শত চেষ্টা করেও তৃণমূল দাঁত ফোটাতে পারেনি সেখানে । যার ফলে বারবার সংঘর্ষে জড়াচ্ছে দুই রাজনৈতিক দল । যা ফের স্পষ্ট হল এদিনের ঘটনায় ৷ এই ঘটনায় সিপিএম, আইএসএফের সঙ্গে নিজের দলের একাংশকেও দায়ী করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের দলনেতা মোস্তাক আহমেদ মণ্ডল । তাঁর কথায়, "সদ্য দলে যোগ দেওয়া কিছু নেতা পিছন থেকে মদত দিচ্ছে আইএসএফকে । যার জেরে ওখানে বারবার আক্রান্ত হতে হচ্ছে দলের নিচুতলার কর্মীদের । এর তীব্র নিন্দা করছি । নেতৃত্বকে বলব এদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ।"

যদিও ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে মানতে নারাজ আমডাঙা থানার পুলিশ । তাঁদের বক্তব্য, এটি সম্পূর্ণ পারিবারিক ঝামেলা । এদিন সন্ধ্যায় একপক্ষ অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা, আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে আহত 7

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.