গোপালনগর, 4 এপ্রিল : আন্তর্জাতিক মোবাইল ফোন পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করলো পুলিশ । ধৃতদের নাম রবিউল সর্দার, দীন ইসলাম, সাইদুল্লা মণ্ডল ও রহিম সর্দার। তারা সকলেই স্বরূপনগরের ও বনগাঁ থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। গতকাল মাঝরাতে উত্তর 24 পরগনার গোপালনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কয়েকজন দুষ্কৃতী ওই এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছে ৷ তারা মূলত আন্তর্জাতিক মোবাইল পাচারের সঙ্গে যুক্ত ৷
![Gopalnagar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-mobile-trafficking-cycle-viz1-wbc10017_04042021162023_0404f_1617533423_107.jpg)
আরও পড়ুন- "কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার
এরপর গভীর রাতে গোপালনগর থানার 16 নম্বর রেলগেট এলাকায় হানা দেয় পুলিশ। তল্লাশি শুরু হয় ৷ সেখানে চাকদা থেকে বনগাঁর দিকে আসা একটি সুমো গাড়িতে তল্লাশি চালিয়ে চার দুষ্কৃতীকে ধরে ফেলে ৷ তাদের কাছ থেকে 38 টি মোবাইল ফোন ও দুটি 2000 টাকা ও চারটি বাংলাদেশি 500 টাকার নোট উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত চার যুবক আন্তর্জাতিক মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল সংগ্রহ করে বাংলাদেশে পাচার করত। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে আদালত তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য় জানার চেষ্টা করছে ৷