বাগদা, 27 জানুয়ারি: সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন 31 জন মতুয়া ৷ আজ বিকেলে উত্তর 24 পরগনার বাগদায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে৷
আজ বিকেলে বনগাঁয় সম্মেলনে যোগ দিতে বাগদার বেয়াড়া গ্রাম থেকে প্রায় 100 জন মতুয়া গাড়িতে রওনা দিয়েছিলেন ৷ বলিদাপুকুরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ আহত হন 31 জন ৷ তাঁদের মধ্যে 8 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু ৷ আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাত ৷
আহতদের দেখতে হাসপাতালে যান মতুয়া মহাসংঘের সঙ্ঘাপতি তথা BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ তিনি বলেন, "আহতদের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি ৷"