ETV Bharat / state

সম্মেলনে যাওয়ার পথে গাড়ি উলটে আহত 31 জন মতুয়া

আজ বিকেলে বনগাঁয় সম্মেলনে যোগ দিতে বাগদার বেয়াড়া গ্রাম থেকে প্রায় 100 জন মতুয়া গাড়িতে রওনা দিয়েছিলেন ৷ বলিদাপুকুরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ আহত হন 31 জন ৷ তাঁদের মধ্যে 8 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু ৷

31 Matua injured
আহতদের দেখতে হাসপাতালে শান্তনু ঠাকুর
author img

By

Published : Jan 27, 2020, 11:44 PM IST

বাগদা, 27 জানুয়ারি: সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন 31 জন মতুয়া ৷ আজ বিকেলে উত্তর 24 পরগনার বাগদায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে৷


আজ বিকেলে বনগাঁয় সম্মেলনে যোগ দিতে বাগদার বেয়াড়া গ্রাম থেকে প্রায় 100 জন মতুয়া গাড়িতে রওনা দিয়েছিলেন ৷ বলিদাপুকুরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ আহত হন 31 জন ৷ তাঁদের মধ্যে 8 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু ৷ আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাত ৷

আহতদের দেখতে হাসপাতালে যান মতুয়া মহাসংঘের সঙ্ঘাপতি তথা BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ তিনি বলেন, "আহতদের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি ৷"

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

আমডাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের

বাগদা, 27 জানুয়ারি: সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন 31 জন মতুয়া ৷ আজ বিকেলে উত্তর 24 পরগনার বাগদায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে৷


আজ বিকেলে বনগাঁয় সম্মেলনে যোগ দিতে বাগদার বেয়াড়া গ্রাম থেকে প্রায় 100 জন মতুয়া গাড়িতে রওনা দিয়েছিলেন ৷ বলিদাপুকুরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ৷ আহত হন 31 জন ৷ তাঁদের মধ্যে 8 জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু ৷ আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার শঙ্কর প্রসাদ মাহাত ৷

আহতদের দেখতে হাসপাতালে যান মতুয়া মহাসংঘের সঙ্ঘাপতি তথা BJP সাংসদ শান্তনু ঠাকুর ৷ তিনি বলেন, "আহতদের চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি ৷"

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

আমডাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা ম্যাটাডোরের

Intro:দুর্ঘটনায় জখম ৩১ মতুয়াভক্ত


বাগদাঃ মতুয়া সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উলটে জখম হলেন ৩১ জন মতুয়া ভক্ত। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার বলিদাপুকুর গ্রামে। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর একটি মতুয়া সম্মেলনে যোগ দিতে আসছিলেন বাগদার বেয়াড়া গ্রামের মতুয়া সম্প্রদায়ের মানুষ। এদিন বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে বাগদার বলিদাপুকুর গ্রামের রাস্তার ধারে উলটে পড়ে মতুয়াদের একটি গাড়ি। তাতে জখম হন ৩১ জন মতুয়াভক্ত। স্থানীয় বাসিন্দারাই জখমদের উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁয় মতুয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য দু'টি গাড়ি করে বাগদা বেয়াড়া গ্রাম থেকে প্রায় একশো মতুয়াভক্ত আসছিলেন। তার মধ্যে মহিলা ও শিশুও ছিল। বনগাঁর আরএস মাঠে এদিন মতুয়া সম্মেলনে যোগ দিতেই তাঁরা আসছিলেন। পথে বলিদাপুকুর গ্রামের কাছেই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে পড়ে রাস্তার পাশে। ওই গাড়িতে অধিকাংশই ছিলেন মহিলা। শিশু ও পুরুষ অল্প ছিলেন। আহতদের সকলকেই নিয়ে আসা হয়েছে বনগাঁ হাসপাতালে।
হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো বলেন, 'জখম ৩১ জন মতুয়াভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জন পুরুষ। বাকিরা মহিলা ও শিশু। আহত দুই মহিলার অবস্থা গুরুতর। তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেদ হাসপাতালে। বাকিদের হাত, পা ও মাথায় আঘাত রয়েছে।' মতুয়াভক্তরা দুর্ঘটনায় জখম হওয়ার খবর পেয়ে এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে ছুটে যান সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, 'এটা একটা আকস্মিক দুর্ঘটনা। আমরা চাই আহতরা সকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক। তাঁদের চিকিৎসার জন্য যা যা করণীয় তা আমরা করব।'Body:দুর্ঘটনায় জখম ৩১ মতুয়াভক্ত


বাগদাঃ মতুয়া সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উলটে জখম হলেন ৩১ জন মতুয়া ভক্ত। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার বলিদাপুকুর গ্রামে। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর একটি মতুয়া সম্মেলনে যোগ দিতে আসছিলেন বাগদার বেয়াড়া গ্রামের মতুয়া সম্প্রদায়ের মানুষ। এদিন বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে বাগদার বলিদাপুকুর গ্রামের রাস্তার ধারে উলটে পড়ে মতুয়াদের একটি গাড়ি। তাতে জখম হন ৩১ জন মতুয়াভক্ত। স্থানীয় বাসিন্দারাই জখমদের উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁয় মতুয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য দু'টি গাড়ি করে বাগদা বেয়াড়া গ্রাম থেকে প্রায় একশো মতুয়াভক্ত আসছিলেন। তার মধ্যে মহিলা ও শিশুও ছিল। বনগাঁর আরএস মাঠে এদিন মতুয়া সম্মেলনে যোগ দিতেই তাঁরা আসছিলেন। পথে বলিদাপুকুর গ্রামের কাছেই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে পড়ে রাস্তার পাশে। ওই গাড়িতে অধিকাংশই ছিলেন মহিলা। শিশু ও পুরুষ অল্প ছিলেন। আহতদের সকলকেই নিয়ে আসা হয়েছে বনগাঁ হাসপাতালে।
হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো বলেন, 'জখম ৩১ জন মতুয়াভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জন পুরুষ। বাকিরা মহিলা ও শিশু। আহত দুই মহিলার অবস্থা গুরুতর। তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেদ হাসপাতালে। বাকিদের হাত, পা ও মাথায় আঘাত রয়েছে।' মতুয়াভক্তরা দুর্ঘটনায় জখম হওয়ার খবর পেয়ে এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে ছুটে যান সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, 'এটা একটা আকস্মিক দুর্ঘটনা। আমরা চাই আহতরা সকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক। তাঁদের চিকিৎসার জন্য যা যা করণীয় তা আমরা করব।'Conclusion:দুর্ঘটনায় জখম ৩১ মতুয়াভক্ত


বাগদাঃ মতুয়া সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গাড়ি উলটে জখম হলেন ৩১ জন মতুয়া ভক্ত। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার বলিদাপুকুর গ্রামে। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর একটি মতুয়া সম্মেলনে যোগ দিতে আসছিলেন বাগদার বেয়াড়া গ্রামের মতুয়া সম্প্রদায়ের মানুষ। এদিন বিকেলে নিয়ন্ত্রন হারিয়ে বাগদার বলিদাপুকুর গ্রামের রাস্তার ধারে উলটে পড়ে মতুয়াদের একটি গাড়ি। তাতে জখম হন ৩১ জন মতুয়াভক্ত। স্থানীয় বাসিন্দারাই জখমদের উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁয় মতুয়া সম্মেলনে যোগ দেওয়ার জন্য দু'টি গাড়ি করে বাগদা বেয়াড়া গ্রাম থেকে প্রায় একশো মতুয়াভক্ত আসছিলেন। তার মধ্যে মহিলা ও শিশুও ছিল। বনগাঁর আরএস মাঠে এদিন মতুয়া সম্মেলনে যোগ দিতেই তাঁরা আসছিলেন। পথে বলিদাপুকুর গ্রামের কাছেই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে পড়ে রাস্তার পাশে। ওই গাড়িতে অধিকাংশই ছিলেন মহিলা। শিশু ও পুরুষ অল্প ছিলেন। আহতদের সকলকেই নিয়ে আসা হয়েছে বনগাঁ হাসপাতালে।
হাসপাতালের সুপার শংকরপ্রসাদ মাহাতো বলেন, 'জখম ৩১ জন মতুয়াভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জন পুরুষ। বাকিরা মহিলা ও শিশু। আহত দুই মহিলার অবস্থা গুরুতর। তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেদ হাসপাতালে। বাকিদের হাত, পা ও মাথায় আঘাত রয়েছে।' মতুয়াভক্তরা দুর্ঘটনায় জখম হওয়ার খবর পেয়ে এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে ছুটে যান সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, 'এটা একটা আকস্মিক দুর্ঘটনা। আমরা চাই আহতরা সকলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক। তাঁদের চিকিৎসার জন্য যা যা করণীয় তা আমরা করব।'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.