ব্যারাকপুর, 22 সেপ্টেম্বর : যুবককে খুনের অভিযোগ তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে ৷ ব্যারাকপুরের মণিরামপুরের ঘটনা ৷ অভিযুক্তদের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তবে কাকে আটক করা হয়েছে তা নিয়ে পুলিশ কিছু জানাতে চায়নি ৷
মৃত যুবকের নাম আমন যাদব ৷ ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ত সে ৷ 20 তারিখ সন্ধে থেকে নিখোঁজ ছিল আমন ৷ পরিবারের বক্তব্য, বিকেলে বন্ধুদের সঙ্গেই বেরিয়েছিল সে ৷ কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেনি ৷ পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয় ৷ কিন্তু খোঁজ না মেলায় অবশেষে পরিবারের পক্ষ থেকে ব্যারাকপুর থানায় মিসিং ডায়রি করা হয় ৷
এরপর আজ সকালে মণিরামপুরের একটি পুকুরে আমনের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ঘটনাস্থান থেকে বেশ খানিকটা দূরে আমনের বাইকটিও উদ্ধার করে পুলিশ ৷ আমনের হাত, পা ও শরীর দড়ি দিয়ে বাঁধা ছিল যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান আমনকে খুন করা হয়েছে ৷ পরিবারের অভিযোগ তাঁর তিন বন্ধু দীপ, অর্ক ও বিনয়ের হাত রয়েছে এই খুনের পিছনে ৷
পুলিশ জানিয়েছে, যেখান থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে সেখানকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তবে কাকে আটক করা হয়েছে সে বিষয়ে জানানো হয়নি ৷ কে বা কারা, কী উদ্দেশ্যে এই খুন করেছে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে ৷ তদন্ত চলছে ৷ পরিবারের বক্তব্য, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ৷