ETV Bharat / state

চায়ের দোকানের আড়ালে অস্ত্র কারবার, গ্রেপ্তার কুখ্যাত ল্যাংড়া মামা

ফুলতলা কলোনি এলাকা থেকে গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র কারবারি ল্যাংড়া মামা ওরফে তাপস খাঁ সহ আরও এক।

ধৃত ল্যাংড়া মামা
author img

By

Published : Mar 2, 2019, 8:58 PM IST

বনগাঁ, ২ মার্চ : ফুলতলা কলোনি এলাকা থেকে গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র কারবারি ল্যাংড়া মামা ওরফে তাপস খাঁ। তার সঙ্গেই গ্রেপ্তার হয়েছে বিজয় বিশ্বাস নামে আরও এক দুষ্কৃতী। ঘটনায় উদ্ধার হয় 7mm পিস্তল, একটি ম্যাগাজ়িনসহ চার রাউন্ড কার্তুজ।

ধৃত তাপস খাঁয়ের বাড়ি ফুলতলা এলাকায়। পেট্রাপোল সীমান্তে একটি চায়ের দোকান আছে তার। এই দোকানের আড়ালেই চলত অস্ত্র কারবার। অপরিচিত লোকেরা খদ্দের সেজে ওই দোকানে আসত। তারপর সুযোগ বুঝে অস্ত্র কেনাবেচা চলত। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে ফুলতলা কলোনি এলাকায় অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেইসময় ওখান থেকে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় তাপস খাঁ ও বিজয় বিশ্বাস।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাংলাদেশে অস্ত্র সরবরাহের ঘটনায় যোগ আছে ধৃত তাপসের। শুধু তাই নয়, পেট্রাপোলের পাশ্ববর্তী এলাকার দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে অপরাধমূলক কাজে লিপ্ত থাকত সে। ধৃতদের জেরা করে অস্ত্র কারবার চক্রের হদিশ পাওয়া যেতে পারে বলে অনুমান করছে বনগাঁ পুলিশ।

বনগাঁ, ২ মার্চ : ফুলতলা কলোনি এলাকা থেকে গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র কারবারি ল্যাংড়া মামা ওরফে তাপস খাঁ। তার সঙ্গেই গ্রেপ্তার হয়েছে বিজয় বিশ্বাস নামে আরও এক দুষ্কৃতী। ঘটনায় উদ্ধার হয় 7mm পিস্তল, একটি ম্যাগাজ়িনসহ চার রাউন্ড কার্তুজ।

ধৃত তাপস খাঁয়ের বাড়ি ফুলতলা এলাকায়। পেট্রাপোল সীমান্তে একটি চায়ের দোকান আছে তার। এই দোকানের আড়ালেই চলত অস্ত্র কারবার। অপরিচিত লোকেরা খদ্দের সেজে ওই দোকানে আসত। তারপর সুযোগ বুঝে অস্ত্র কেনাবেচা চলত। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে ফুলতলা কলোনি এলাকায় অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেইসময় ওখান থেকে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় তাপস খাঁ ও বিজয় বিশ্বাস।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাংলাদেশে অস্ত্র সরবরাহের ঘটনায় যোগ আছে ধৃত তাপসের। শুধু তাই নয়, পেট্রাপোলের পাশ্ববর্তী এলাকার দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে অপরাধমূলক কাজে লিপ্ত থাকত সে। ধৃতদের জেরা করে অস্ত্র কারবার চক্রের হদিশ পাওয়া যেতে পারে বলে অনুমান করছে বনগাঁ পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.