ETV Bharat / state

Addicted to stealing: দেশজুড়ে 1200 মামলায় অভিযুক্ত, চুরির নেশায় ফের শ্রীঘরে ব্যক্তি - Kleptomania

চুরি করা বাতিক ৷ সারাদেশের বিভিন্ন জায়গায় চুরি করত সে ৷ একাধিকবার জেল খেটেও শিক্ষা হয়নি ৷ জেল থেকে বেরিয়েই ফের চুরি করত ৷ সেই চোর এবার বিধাননগর পূর্ব থানায় ৷

Etv Bharat
ধৃতকে নিয়ে যাচ্ছে পুলিশ
author img

By

Published : Jul 25, 2023, 1:33 PM IST

সল্টলেক, 25 জুলাই: ছোটবেলা থেকেই চুরির প্রতি আসক্তি ৷ সারা দেশজুড়ে প্রায় 1200টি মামলায় অভিযুক্ত ৷ এমনই চোরকে সোমবার নাগালে পেল বিধাননগর পূর্ব থানার পুলিশ । ধৃতের নাম নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগী ৷

2021 সাল ৷ সল্টলেক সিএল ব্লকের সৌরভ আবাসনে পরপর দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় 12 লক্ষ টাকা নগদ ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল ৷ ঘটনার তদন্তে নেমে বিধাননগর পূর্ব থানার পুলিশ 55 বছরের নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগীর খোঁজ পায় ৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও রাজস্থান-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে যার বিরুদ্ধে মামলা চলছে ৷ জানা গিয়েছে, সুট বুট পড়ে দামি গাড়ি চড়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় তালা ভেঙে চুরি করত এই নাদিম কুরেশি ৷ 20 বছর কেটেছে জেলে ৷ কিন্তু তাতে কী, জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই ফের চুরি করা শুরু করে ৷

এমনই এক চুরির ঘটনা সল্টলেকের সিএল ব্লকে, যার তদন্তে নেমে এই নাদিম কুরেশিকে হাতে পেতে কালঘাম ছুটে যায় পুলিশের ৷ তাকে নাগালে পেতে গিয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ দেখে সে অন্য মামলায় জেলে রয়েছে ৷ অবশেষে গাজিয়াবাদ পুলিশ প্রোডাকশন ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে বিধাননগর কোর্টে পেশ করা হয় ৷ সেখান থেকে তাকে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয় বিধাননগর পূর্ব থানায় ৷

আরও পড়ুন : গুলি বিক্রির সময় গ্রেফতার 2 বিজেপি প্রার্থী ! 40 রাউন্ড কার্তুজ উদ্ধার

তবে সল্টলেক, নিউটাউন, নারায়ণপুরে একই ধরনের আরও চুরির ঘটনা ঘটেছে ৷ সেক্ষেত্রে এই নাদিম কুরেশি জড়িত কি না, সেই নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, একেবারে সিনেমার মতোই চুরি করত নাদিম কুরেশি । দামি গাড়ি চড়ে সুটেড বুটেড হয়ে যে কোনও আবাসনে ঢুকে যাওয়াতে নাদিম ছিল সিদ্ধহস্ত । ড্রাইভার এবং বাউন্সার নিয়ে চুরি করতে যেত এবং যে কোনও আবাসনের টপ ফ্লোরে লিফটে উঠে যেত ৷ তারপরেই একের পর এক চুরি করে যেত অনায়াসে ।

সল্টলেক, 25 জুলাই: ছোটবেলা থেকেই চুরির প্রতি আসক্তি ৷ সারা দেশজুড়ে প্রায় 1200টি মামলায় অভিযুক্ত ৷ এমনই চোরকে সোমবার নাগালে পেল বিধাননগর পূর্ব থানার পুলিশ । ধৃতের নাম নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগী ৷

2021 সাল ৷ সল্টলেক সিএল ব্লকের সৌরভ আবাসনে পরপর দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় 12 লক্ষ টাকা নগদ ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছিল ৷ ঘটনার তদন্তে নেমে বিধাননগর পূর্ব থানার পুলিশ 55 বছরের নাদিম কুরেশি ওরফে কপিল ত্যাগীর খোঁজ পায় ৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি ও রাজস্থান-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে যার বিরুদ্ধে মামলা চলছে ৷ জানা গিয়েছে, সুট বুট পড়ে দামি গাড়ি চড়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় তালা ভেঙে চুরি করত এই নাদিম কুরেশি ৷ 20 বছর কেটেছে জেলে ৷ কিন্তু তাতে কী, জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই ফের চুরি করা শুরু করে ৷

এমনই এক চুরির ঘটনা সল্টলেকের সিএল ব্লকে, যার তদন্তে নেমে এই নাদিম কুরেশিকে হাতে পেতে কালঘাম ছুটে যায় পুলিশের ৷ তাকে নাগালে পেতে গিয়ে বিধাননগর পূর্ব থানার পুলিশ দেখে সে অন্য মামলায় জেলে রয়েছে ৷ অবশেষে গাজিয়াবাদ পুলিশ প্রোডাকশন ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে বিধাননগর কোর্টে পেশ করা হয় ৷ সেখান থেকে তাকে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয় বিধাননগর পূর্ব থানায় ৷

আরও পড়ুন : গুলি বিক্রির সময় গ্রেফতার 2 বিজেপি প্রার্থী ! 40 রাউন্ড কার্তুজ উদ্ধার

তবে সল্টলেক, নিউটাউন, নারায়ণপুরে একই ধরনের আরও চুরির ঘটনা ঘটেছে ৷ সেক্ষেত্রে এই নাদিম কুরেশি জড়িত কি না, সেই নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে বিধাননগর পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, একেবারে সিনেমার মতোই চুরি করত নাদিম কুরেশি । দামি গাড়ি চড়ে সুটেড বুটেড হয়ে যে কোনও আবাসনে ঢুকে যাওয়াতে নাদিম ছিল সিদ্ধহস্ত । ড্রাইভার এবং বাউন্সার নিয়ে চুরি করতে যেত এবং যে কোনও আবাসনের টপ ফ্লোরে লিফটে উঠে যেত ৷ তারপরেই একের পর এক চুরি করে যেত অনায়াসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.