ETV Bharat / state

রেড জ়োন বারাসতে বিক্ষোভ যুব মোর্চার, গ্রেপ্তার 10

রেশনে দুর্নীতির অভিযোগ ও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে বুধবার পথে নেমে বিক্ষোভ দেখাল যুব মোর্চা ।

barasat agitation bjp
barasat agitation bjp
author img

By

Published : May 6, 2020, 7:48 PM IST

বারাসত, 6 মে: লকডাউনে কোনওরকম জমায়েত সম্পূর্ণ নিষেধ । তা সত্ত্বেও রেড জ়োন হিসেবে চিহ্নিত বারাসতে পথে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল যুব মোর্চার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে । পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয় ।

রেশনে দুর্নীতির অভিযোগে ও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে আজ দুপুরে বারাসতে বিক্ষোভ দেখায় যুব মোর্চা । রেড জ়োন হওয়া সত্ত্বেও বারাসতের কলোনি মোড়ে জমায়েত করে তারা। পোস্টার হাতে বিক্ষোভের সময় পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দেয় । সেই সময় দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিও বেধে যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

যুব মোর্চার কর্মীদের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে তরজা । BJP রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেও তা মানতে চায়নি তৃণমূল । BJP-র অভিযোগ, "যুব মোর্চার কর্মীরা সুষ্ঠুভাবে বিক্ষোভ দেখাচ্ছিল । সেই সময় শাসকদলের নির্দেশে পুলিশ গায়ের জোরে যুব মোর্চার কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে । পুলিশের এই আচরণ অমানবিক ।" তাদের অভিযোগ অস্বীকার করে শাসকদলের বক্তব্য, "রেশন ও কোরোনা নিয়ে নাটক করতে BJP রাস্তায় নেমেছে । এই সময় তারা রাজনীতি করতে ব্যস্ত । পুলিশ পুলিশের কাজ করেছে । এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই ।"

আইন ভাঙার অপরাধে গ্রেপ্তার 10 জন কর্মী
গ্রেপ্তার 10 যুব মোর্চার সদস্য
BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ আইন ভাঙার কথা বলছে । আর সেই আইন প্রতিনিয়ত লকডাউনের মধ্যে ভাঙছেন তৃণমূলের ছোটো, বড় ও মাঝারি মাপের নেতারা । দলের যুব মোর্চার কর্মীরা কোনও আইন ভাঙেনি । তারা রেশন ও কোরোনা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আন্দোলন করছিল । সেখানে পুলিশ এসে জবরদস্তি টানতে টানতে তাদের জিপে তোলে ।" বারাসত শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "রেশন ও কোরোনা নিয়ে CPI(M),কংগ্রেস ও BJP একই অভিযোগ করছে । সব এখন মিলেমিশে একাকার হয়েছে । অভিযোগ করা ছাড়া এদের কোনও কাজ নেই । মিথ্যা ও নোংরা রাজনীতিই ভরসা ওদের ।"

বারাসত, 6 মে: লকডাউনে কোনওরকম জমায়েত সম্পূর্ণ নিষেধ । তা সত্ত্বেও রেড জ়োন হিসেবে চিহ্নিত বারাসতে পথে নেমে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল যুব মোর্চার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । আর এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে । পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন দেওয়া হয় ।

রেশনে দুর্নীতির অভিযোগে ও বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে আজ দুপুরে বারাসতে বিক্ষোভ দেখায় যুব মোর্চা । রেড জ়োন হওয়া সত্ত্বেও বারাসতের কলোনি মোড়ে জমায়েত করে তারা। পোস্টার হাতে বিক্ষোভের সময় পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দেয় । সেই সময় দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তিও বেধে যায় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

যুব মোর্চার কর্মীদের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়েছে তরজা । BJP রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুললেও তা মানতে চায়নি তৃণমূল । BJP-র অভিযোগ, "যুব মোর্চার কর্মীরা সুষ্ঠুভাবে বিক্ষোভ দেখাচ্ছিল । সেই সময় শাসকদলের নির্দেশে পুলিশ গায়ের জোরে যুব মোর্চার কর্মীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে । পুলিশের এই আচরণ অমানবিক ।" তাদের অভিযোগ অস্বীকার করে শাসকদলের বক্তব্য, "রেশন ও কোরোনা নিয়ে নাটক করতে BJP রাস্তায় নেমেছে । এই সময় তারা রাজনীতি করতে ব্যস্ত । পুলিশ পুলিশের কাজ করেছে । এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই ।"

আইন ভাঙার অপরাধে গ্রেপ্তার 10 জন কর্মী
গ্রেপ্তার 10 যুব মোর্চার সদস্য
BJP-র বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ আইন ভাঙার কথা বলছে । আর সেই আইন প্রতিনিয়ত লকডাউনের মধ্যে ভাঙছেন তৃণমূলের ছোটো, বড় ও মাঝারি মাপের নেতারা । দলের যুব মোর্চার কর্মীরা কোনও আইন ভাঙেনি । তারা রেশন ও কোরোনা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আন্দোলন করছিল । সেখানে পুলিশ এসে জবরদস্তি টানতে টানতে তাদের জিপে তোলে ।" বারাসত শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "রেশন ও কোরোনা নিয়ে CPI(M),কংগ্রেস ও BJP একই অভিযোগ করছে । সব এখন মিলেমিশে একাকার হয়েছে । অভিযোগ করা ছাড়া এদের কোনও কাজ নেই । মিথ্যা ও নোংরা রাজনীতিই ভরসা ওদের ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.