ETV Bharat / state

মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার বৃদ্ধ - বনগাঁয় ধর্ষণ কাণ্ড

মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে ৷ POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

1 sixty year old arrested for rape case at bongaon
মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণ
author img

By

Published : Aug 26, 2020, 4:36 PM IST

বনগাঁ, 26 অগাস্ট : বছর 14-র মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বনগাঁয় ৷ 60 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ গতকাল অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

ধৃতের নাম দিলীপ ঘোষ ৷ পরিবার সূত্রে জানা গেছে, 6 অগাস্ট মানসিক ভারসাম্যহীন নাবালিকা রাস্তায় ঘুরছিল ৷ প্রতিবেশী ওই অভিযুক্ত সেই সময় নাবালিকাকে জোর করে তার ঘরে নিয়ে যায় ৷ এবং তাকে ধর্ষণ করে ৷

আরও জানা যায়, পরে ওই নির্যাতিতা পরিবারকে জানায় ৷ পরে নির্যাতিতার কাছ থেকে বিষয়টি জানতে পেরে নির্যাতিতার বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রপ্তার করে পুলিশ ৷

পুলিশ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে ৷ বিচারক ধৃতকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

বনগাঁ, 26 অগাস্ট : বছর 14-র মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বনগাঁয় ৷ 60 বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ গতকাল অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে ৷ ধৃতের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷

ধৃতের নাম দিলীপ ঘোষ ৷ পরিবার সূত্রে জানা গেছে, 6 অগাস্ট মানসিক ভারসাম্যহীন নাবালিকা রাস্তায় ঘুরছিল ৷ প্রতিবেশী ওই অভিযুক্ত সেই সময় নাবালিকাকে জোর করে তার ঘরে নিয়ে যায় ৷ এবং তাকে ধর্ষণ করে ৷

আরও জানা যায়, পরে ওই নির্যাতিতা পরিবারকে জানায় ৷ পরে নির্যাতিতার কাছ থেকে বিষয়টি জানতে পেরে নির্যাতিতার বাবা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রপ্তার করে পুলিশ ৷

পুলিশ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে ৷ বিচারক ধৃতকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.