ETV Bharat / state

ঠাকুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত এক - পথদুর্ঘটনায় মৃত্যু

ঠাকুরবাড়ি যাওয়ার পথে গাড়ি উলটে মৃত্যু হল এক প্রবীণার ।

ঠাকুরনগরে গাড়ি উলটে মৃত 1, আশঙ্কাজনক অবস্থায় 4
ঠাকুরনগরে গাড়ি উলটে মৃত 1, আশঙ্কাজনক অবস্থায় 4
author img

By

Published : Feb 18, 2021, 8:09 PM IST

গাইঘাটা, 18 ফেব্রুয়ারি : ঠাকুরনগরের ঠাকুরবাড়ি যাওয়ার পথে গাড়ি উলটে মৃত্যু হল এক প্রবীণার । জখম আরও 19 জন । আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কলাসীমা এলাকায় । মৃতের নাম মণিমালা পাল(62) ।

আরও পড়ুন : ডাম্পারের ধাক্কায় মৃত একই পরিবারের তিনজন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়ার রাওতারা পঞ্চায়েতের বালুইগাছি পালপাড়া এলাকা থেকে 40 জনের একটি গাড়ি ঠাকুরবাড়ি যাচ্ছিল । পথে গাইঘাটা থানার কলাসীমা-গোপালপুর সংলগ্ন এলাকায় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় । রাস্তার পাশে উলটে যায় ।

খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থানে আসে । দুর্ঘটনায় গাড়িতে থাকা 20 জন গুরুতর আহত হন । স্থানীয় বাসিন্দারা আহতদের তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর গুরুতর জখম 11 জনকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানকার চিকিৎসকরা মণিমালা পালকে মৃত বলে ঘোষণা করেন ।

গাইঘাটা, 18 ফেব্রুয়ারি : ঠাকুরনগরের ঠাকুরবাড়ি যাওয়ার পথে গাড়ি উলটে মৃত্যু হল এক প্রবীণার । জখম আরও 19 জন । আজ দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কলাসীমা এলাকায় । মৃতের নাম মণিমালা পাল(62) ।

আরও পড়ুন : ডাম্পারের ধাক্কায় মৃত একই পরিবারের তিনজন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়ার রাওতারা পঞ্চায়েতের বালুইগাছি পালপাড়া এলাকা থেকে 40 জনের একটি গাড়ি ঠাকুরবাড়ি যাচ্ছিল । পথে গাইঘাটা থানার কলাসীমা-গোপালপুর সংলগ্ন এলাকায় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় । রাস্তার পাশে উলটে যায় ।

খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থানে আসে । দুর্ঘটনায় গাড়িতে থাকা 20 জন গুরুতর আহত হন । স্থানীয় বাসিন্দারা আহতদের তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর গুরুতর জখম 11 জনকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানকার চিকিৎসকরা মণিমালা পালকে মৃত বলে ঘোষণা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.