ETV Bharat / state

বাঁশগাছে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের - family alleges murder

দিনকয়েক আগে এক গাড়ি মালিকের সঙ্গে বচসা হয় সুরজিতের । তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ । এরপরই নিখোঁজ হয়ে যান তিনি ।

death
death
author img

By

Published : Aug 23, 2020, 8:12 AM IST

তমলুক, 22 অগাস্ট : তিনদিন নিখোঁজ থাকার পর পাশের গ্রামের বাঁশবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল বছর 25-এর এক যুবকের । পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সুরজিত সাঁতরা । বাড়ি তমলুক থানার কুলবেড়িয়া গ্রামে । যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ছিলেন সুরজিত । কয়েকদিন আগে এক গাড়ি মালিকের সঙ্গে তাঁর বচসা হয় । অভিযোগ, তাঁকে ব্যাপক মারধর করে ওই মালিক । কিছুদিন পরেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারের সদস্যদের দাবি, এরপর তাঁর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি । এরপর আজ সকালে পাশের গ্রামের বাঁশবাগানে একটি বাঁশগাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা । তমলুক থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।

মৃতের দাদা রাজু সাঁতরা বলেন, “গত তিনদিন ধরেই ভাই নিখোঁজ ছিল । এরপর আজ সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । আমাদের অনুমান ভাইকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে । আমরা চাই, পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক ।” তমলুক থানার OC জলেশ্বর তিওয়ারি বলেন, “মৃতদেহ উদ্ধারের পর তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।”

তমলুক, 22 অগাস্ট : তিনদিন নিখোঁজ থাকার পর পাশের গ্রামের বাঁশবাগানে ঝুলন্ত দেহ উদ্ধার হল বছর 25-এর এক যুবকের । পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সুরজিত সাঁতরা । বাড়ি তমলুক থানার কুলবেড়িয়া গ্রামে । যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক ছিলেন সুরজিত । কয়েকদিন আগে এক গাড়ি মালিকের সঙ্গে তাঁর বচসা হয় । অভিযোগ, তাঁকে ব্যাপক মারধর করে ওই মালিক । কিছুদিন পরেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি । পরিবারের সদস্যদের দাবি, এরপর তাঁর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি । এরপর আজ সকালে পাশের গ্রামের বাঁশবাগানে একটি বাঁশগাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা । তমলুক থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।

মৃতের দাদা রাজু সাঁতরা বলেন, “গত তিনদিন ধরেই ভাই নিখোঁজ ছিল । এরপর আজ সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । আমাদের অনুমান ভাইকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে । আমরা চাই, পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক ।” তমলুক থানার OC জলেশ্বর তিওয়ারি বলেন, “মৃতদেহ উদ্ধারের পর তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.