তারকেশ্বর, 26 জুলাই : ব্যবহৃত PPE কিট পড়ে থাকায় আতঙ্ক ছড়ালো হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ডে ।
বাস স্ট্যান্ডের একটি দোকানের সামনে পড়েছিল ওই PPE কিটটি । সকালে দোকান খোলার সময় ব্যবসায়ীদের নজরে পড়ে । আতঙ্ক ছাড়ায় বাসস্ট্যান্ড চত্বরে । তারকেশ্বরের পৌরপ্রসাশক স্বপন সামন্ত এবং 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ নইমকে খবর দেন তাঁরা । খবর পেয়ে বাসস্ট্যান্ডে যান প্রাক্তন কাউন্সিলর এবং পৌরপ্রসাশক । কিন্ত রবিবার । ছুটির দিন থাকায় সঙ্গে সঙ্গে পৌরকর্মীদের পাওয়া যায়নি । খবর দেওয়া হলে পৌরকর্মীরা এসে ব্যবহৃত ওই PPE কিটটি সরিয়ে নিয়ে যায় । পাশাপাশি পুরো এলাকাকে জীবাণুমুক্ত করা হয় । ব্যবহৃত PPE কিটটিকে পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে নষ্ট করে দেওয়া হয় ।
স্থানীয় ব্যবসায়ী মহম্মদ খুরশিদ জানান, ব্যবহৃত PPE কিটটি বাস স্ট্যান্ডে পড়ে থাকতে দেখে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । পৌরসভায় খবর দেওয়া হলে পৌরকর্মীরা সেটি সরিয়ে নিয়ে যায় ।
পৌরপ্রসাশক স্বপন সামন্ত বলেন, "যারা মানুষের মধ্যে আতঙ্ক ছাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"
উল্লেখ্য কিছু দিন আগেও তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ব্যবহৃত PPE কিট পরে থাকতে দেখা গিয়েছিল ।