ETV Bharat / state

ডেন্টাল কলেজের হস্টেলে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি । তবে মৃত্যুর সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ।

Hanging body of doctor recovered, Dr R Ahmed Dental College and Hospital
Hanging body of doctor recovered, Dr R Ahmed Dental College and Hospital
author img

By

Published : Jul 23, 2020, 6:47 PM IST

Updated : Jul 23, 2020, 9:59 PM IST

কলকাতা, 23 জুলাই : বৃহস্পতিবার দুপুরে হস্টেলে নিজের রুমে আত্মঘাতী চিকিৎসক । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবতি । পুরুলিয়ার বাসিন্দা ওই চিকিৎসক ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন ।

ডেন্টাল কলেজ ও হাসপাতালের তরফে জানা গেছে, মৃত এই চিকিৎসকের নাম মানসী মণ্ডল (27) । ডেন্টালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন উত্তরবঙ্গ থেকে । এরপর তিনি ওরাল সার্জারি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে । এখানে বর্তমানে তিনি সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার ছিলেন । ডেন্টাল কলেজ ও হাসপাতালের হস্টেলে থাকতেন । লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরতে পারেননি । এদিকে লকডাউন শুরু হওয়ার আগেই তাঁর বিয়ে হয়েছিল । স্বামী বেঙ্গালুরুতে কর্মরত বলে জানা গিয়েছে ।

তাঁর রুমে অন্য আরও এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার থাকেন । জানা গিয়েছে, তাঁর ওই রুমমেট ওরাল প্যাথলজি বিভাগের ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার । আজ রুমমেট কলেজে গেলেও মানসী যাননি । জানা গিয়েছে, মানসী তাঁর রুমমেটকে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন । রুমমেট চলে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছিলেন । মানসীর পরিজনরা বৃহস্পতিবার তাঁকে অনেকবার ফোন করেও পাননি । ফোন বেজে গিয়েছে । পরে তাঁর সহপাঠীদের ফোন করেন পরিবারের সদস্যরা । মানসীর সহপাঠীরাও ফোন করে দেখেন, ফোন বেজে চলেছে । এরপর দুপুর একটা নাগাদ তাঁরা হস্টেলে মানসীর রুমের দরজায় ধাক্কাধাক্কি করেন । হোস্টেলের অন্য আবাসিকরাও ডাকাডাকি করেন । কিন্তু কোনও সাড়া না পেয়ে শেষমেশ পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে হস্টেলের রুমের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে । প্রত্যক্ষদর্শীরা জানান, হস্টেল রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলেছিল মানসী দেহ । মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

জানা গিয়েছে, মৃত চিকিৎসকের মধ্যে সেভাবে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি তাঁর রুমমেট বা সহপাঠীরা । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন । তবে, কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । তাঁর পরিজনদের কাছে খবর পাঠানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতার উদ্দেশে তাঁরা রওনা দিয়েছেন ।

কলকাতা, 23 জুলাই : বৃহস্পতিবার দুপুরে হস্টেলে নিজের রুমে আত্মঘাতী চিকিৎসক । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন ওই যুবতি । পুরুলিয়ার বাসিন্দা ওই চিকিৎসক ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন ।

ডেন্টাল কলেজ ও হাসপাতালের তরফে জানা গেছে, মৃত এই চিকিৎসকের নাম মানসী মণ্ডল (27) । ডেন্টালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন উত্তরবঙ্গ থেকে । এরপর তিনি ওরাল সার্জারি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে । এখানে বর্তমানে তিনি সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার ছিলেন । ডেন্টাল কলেজ ও হাসপাতালের হস্টেলে থাকতেন । লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি আর বাড়ি ফিরতে পারেননি । এদিকে লকডাউন শুরু হওয়ার আগেই তাঁর বিয়ে হয়েছিল । স্বামী বেঙ্গালুরুতে কর্মরত বলে জানা গিয়েছে ।

তাঁর রুমে অন্য আরও এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার থাকেন । জানা গিয়েছে, তাঁর ওই রুমমেট ওরাল প্যাথলজি বিভাগের ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার । আজ রুমমেট কলেজে গেলেও মানসী যাননি । জানা গিয়েছে, মানসী তাঁর রুমমেটকে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন । রুমমেট চলে যাওয়ার পরে দরজা বন্ধ করে দিয়েছিলেন । মানসীর পরিজনরা বৃহস্পতিবার তাঁকে অনেকবার ফোন করেও পাননি । ফোন বেজে গিয়েছে । পরে তাঁর সহপাঠীদের ফোন করেন পরিবারের সদস্যরা । মানসীর সহপাঠীরাও ফোন করে দেখেন, ফোন বেজে চলেছে । এরপর দুপুর একটা নাগাদ তাঁরা হস্টেলে মানসীর রুমের দরজায় ধাক্কাধাক্কি করেন । হোস্টেলের অন্য আবাসিকরাও ডাকাডাকি করেন । কিন্তু কোনও সাড়া না পেয়ে শেষমেশ পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে হস্টেলের রুমের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে । প্রত্যক্ষদর্শীরা জানান, হস্টেল রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলেছিল মানসী দেহ । মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

জানা গিয়েছে, মৃত চিকিৎসকের মধ্যে সেভাবে কোনও অস্বাভাবিকতা দেখতে পাননি তাঁর রুমমেট বা সহপাঠীরা । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন । তবে, কী কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । তাঁর পরিজনদের কাছে খবর পাঠানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতার উদ্দেশে তাঁরা রওনা দিয়েছেন ।

Last Updated : Jul 23, 2020, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.