ETV Bharat / state

অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ - দেগঙ্গা

অস্থায়ী কর্মীকে কাজে পুনর্বহালের আশ্বাস পাওয়ার পরই স্বাভাবিক হয় পরিস্থিতি।

agitation of customers
agitation of customers
author img

By

Published : Nov 11, 2020, 10:12 PM IST

দেগঙ্গা, 11 নভেম্বর : অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে দেগঙ্গার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। আজ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পদ্মপুকুর বাজারে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। ব্যাহত হয় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম। পরে, ওই অস্থায়ী কর্মীকে কাজে পুর্নবহাল করার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন গ্রাহকেরা।


দেগঙ্গার পদ্মপুকুর বাজারের কাছে 2 নম্বর পঞ্চায়েত অফিসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখা রয়েছে। সেই ব্যাঙ্কেই কয়েক বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। তাঁর বাড়ি কাঁকড়া মির্জানগর এলাকায়। অভিযোগ, সম্প্রতি ওই যুবককে ছাঁটাই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পারেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকেরা। আর তাতেই বাধে বিপত্তি। ওই কর্মীর ছাঁটাইয়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে আজ সকালে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের সদর গেটে। যার জেরে ব্যাহত হয়ে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম। ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারীদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু, গ্রাহকেরা পরিষ্কার জানিয়ে দেন যতক্ষণ না ওই যুবককে কাজে পুনর্বহাল করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয় পুলিশের। ওই কর্মীর পুর্নবহালের প্রতিশ্রুতি মেলার পর আন্দোলন তুলে নেন গ্রাহকেরা।

এবিষয়ে আন্দোলনকারী মৃত্যুঞ্জয় কর্মকার বলেন, "ও(সুকান্ত) খুব গরিব ঘরের ছেলে। দীর্ঘ ছয় বছর ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করছে। কাজের ক্ষেত্রেও কোনও খামতি নেই। তা সত্ত্বেও বিনা কারণে ওকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। তার বিরুদ্ধে আজ ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়।"

দেগঙ্গা, 11 নভেম্বর : অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে দেগঙ্গার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। আজ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পদ্মপুকুর বাজারে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। ব্যাহত হয় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম। পরে, ওই অস্থায়ী কর্মীকে কাজে পুর্নবহাল করার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন গ্রাহকেরা।


দেগঙ্গার পদ্মপুকুর বাজারের কাছে 2 নম্বর পঞ্চায়েত অফিসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখা রয়েছে। সেই ব্যাঙ্কেই কয়েক বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক। তাঁর বাড়ি কাঁকড়া মির্জানগর এলাকায়। অভিযোগ, সম্প্রতি ওই যুবককে ছাঁটাই করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পারেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকেরা। আর তাতেই বাধে বিপত্তি। ওই কর্মীর ছাঁটাইয়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে আজ সকালে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের সদর গেটে। যার জেরে ব্যাহত হয়ে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম। ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারীদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু, গ্রাহকেরা পরিষ্কার জানিয়ে দেন যতক্ষণ না ওই যুবককে কাজে পুনর্বহাল করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয় পুলিশের। ওই কর্মীর পুর্নবহালের প্রতিশ্রুতি মেলার পর আন্দোলন তুলে নেন গ্রাহকেরা।

এবিষয়ে আন্দোলনকারী মৃত্যুঞ্জয় কর্মকার বলেন, "ও(সুকান্ত) খুব গরিব ঘরের ছেলে। দীর্ঘ ছয় বছর ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করছে। কাজের ক্ষেত্রেও কোনও খামতি নেই। তা সত্ত্বেও বিনা কারণে ওকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। তার বিরুদ্ধে আজ ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.