ETV Bharat / state

ঘরছাড়া BJP কর্মী-সমর্থকদের ঘরে ফেরাতে উদ্যোগ জিতেন্দ্র তিওয়ারির - bjp worker

জিতেন্দ্রর এই উদ্যোগে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছে স্থানীয় BJP নেতৃত্ব ।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : May 25, 2019, 7:03 AM IST

Updated : May 25, 2019, 9:26 AM IST

দুর্গাপুর, 25 মে : গত লোকসভা নির্বাচনের আগে থেকেই আসানসোলের পাণ্ডবেশ্বর এলাকায় ঘরছাড়া হয় কয়েকটি BJP কর্মী-সমর্থকের পরিবার । তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ।

আসানসোল কেন্দ্র থেকে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছেন । তবুও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন BJP কর্মী সমর্থকরা । গতকাল দলীয় সমর্থকদের সাথে নিয়ে ঘরছাড়াদের বাড়ি ঘুরে দেখেন জিতেন্দ্র তিওয়ারি । ঘরছাড়া লোকজনের সাথে দেখা করেন তিনি । আশ্বাস দেন সাহায্যের । পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ দেন । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যে বা যারা ঘর ছাড়া তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছি । গণতন্ত্রে বিরোধিতা থাকবেই । তবে বিরোধীদের ঘৃণা করে নয় তাদের ভালোওবাসতে হবে ।"

এপ্রসঙ্গে স্থানীয় BJP নেতা জিতেন চ্যাটার্জ্জি বলেন, "জিতেন্দ্র তিওয়ারি এতদিন কোথায় ছিলেন ? আজ পায়ের তলা থেকে মাটি সরে গেছে দেখেই বিরোধীদের কাছে টানার কৌশল নিয়েছেন ।"

দুর্গাপুর, 25 মে : গত লোকসভা নির্বাচনের আগে থেকেই আসানসোলের পাণ্ডবেশ্বর এলাকায় ঘরছাড়া হয় কয়েকটি BJP কর্মী-সমর্থকের পরিবার । তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিলেন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ।

আসানসোল কেন্দ্র থেকে BJP প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছেন । তবুও বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন BJP কর্মী সমর্থকরা । গতকাল দলীয় সমর্থকদের সাথে নিয়ে ঘরছাড়াদের বাড়ি ঘুরে দেখেন জিতেন্দ্র তিওয়ারি । ঘরছাড়া লোকজনের সাথে দেখা করেন তিনি । আশ্বাস দেন সাহায্যের । পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ দেন । এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যে বা যারা ঘর ছাড়া তাদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছি । গণতন্ত্রে বিরোধিতা থাকবেই । তবে বিরোধীদের ঘৃণা করে নয় তাদের ভালোওবাসতে হবে ।"

এপ্রসঙ্গে স্থানীয় BJP নেতা জিতেন চ্যাটার্জ্জি বলেন, "জিতেন্দ্র তিওয়ারি এতদিন কোথায় ছিলেন ? আজ পায়ের তলা থেকে মাটি সরে গেছে দেখেই বিরোধীদের কাছে টানার কৌশল নিয়েছেন ।"

Intro:Durrgapur: গত লোকসভা নির্বাচনের আগে থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা বেশকিছু বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া হয়ে যায়। গতকাল ভোটের ফলাফলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ এর পরেও তারা কিন্তু তাদের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। আজ সেই সমস্ত ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঘুরলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ঘরছাড়াদের পরিবারবর্গের সাথে তিনি দেখা করলেন। দলীয় সমর্থকদের কে সাথে নিয়ে জিতেন্দ্র তিওয়ারি ঘরছাড়া পরিবারগুলিকে পূর্ণ আশ্বাস দিলেন যে আপনাদের সন্তান দের বাড়িতে ডাকুন, তাদের সুরক্ষার পূর্ণ দায়িত্ব আমরা নিলাম এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ কেও জিতেন্দ্র তিওয়ারি আবেদন জানান যে, তারা যেন পুলিশের পক্ষ থেকে এই পরিবারগুলির সুরক্ষার জন্য নজর দেন। এর পরেই জিতেন্দ্র তিওয়ারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ""যে বা যারাই ঘর ছাড়া আছে আমার বিধানসভা এলাকায় তাদেরকে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছি আমি। কারণ গণতন্ত্রে বিরোধিতা থাকবেই আর আমরা এটাই শিখেছি যে বিরোধীদের কেওচপূর্ণ মর্যাদা দিতে, ঘৃণা করা না। ""তবে জিতেন্দ্র তিওয়ারি ঘরছাড়াদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে প্রথমেই বলেন আমি কোন রাজনৈতিক উদ্দেশ্যে আজ আপনাদের কাছে আসিনি। তৃণমূল কংগ্রেসের এই লোকসভা নির্বাচনে বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যে কটি কারণ তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিরোধীশূন্য রাজনীতি করার যে প্রচেষ্টা চালিয়েছে সেই প্রচেষ্টা চালাতে গিয়েই তৃণমূল কংগ্রেসের এমন ফল। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা ওতপ্রোতভাবে দীর্ঘকাল জড়িত। তারাই বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে আসা এবং এসেই নেতা হয়ে যাওয়াদের দাপটের কাছে বশ্যতা স্বীকার না করে তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এছাড়াও এর আগে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে যে কায়দায় বিরোধীশূন্য রাজনীতি করার একটা অপচেষ্টার অভিযোগ তোলা হয় শাসকদলের বিরুদ্ধে, তার ফল হাতেনাতে এবার লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে বহু মানুষের অভিমত। আর সেই কারণেই কি জিতেন্দ্র তিওয়ারি আজ বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত যারা। শাসকদলের রক্ত চক্ষুর ভয়ে যারা ঘরছাড়া ছিল, তাদেরকে ফের ঘরে ফেরাতে আগ্রহী হলেন?আগামী ২০২১ র বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে এটা কি নতুন স্ট্র‍্যাটেজি রাজ্যের শাসকদলের? এমন প্রশ্ন তুললেন বিজেপি নেতা জীতেন চ্যাটার্জ্জী।তিনি আরো বলেন "" গতকাল রাজ্যের সাথে সাথে দেশের মানুষ দেখেছেন জোড়াফুল শিবিরের এরাজ্যে পায়ের তলা থেকে মাটি সরেছে।তাই জিতেন্দ্র তিওয়ারি এতদিন কোথায় ছিলেন? আজ মাটি সরেছে দেখেই কি বিরোধীদের কে কাছে টানার এই নয়া কৌশল।রাজ্যে বিরোধীশুন্য পরিস্থিতি তৈরি করতে যারা সিদ্ধহস্ত তাদের এই চেহারা দেখেও ভালো লাগছে।""জীতেন্দ্র তিওয়ারি জানান আজ আমি সন্ধ্যায় পাঠশাওড়া গ্রামে আক্রান্ত টিএমসি কর্মীদের পরিবারের কাছে যাব।Body:কপিConclusion:কপি
Last Updated : May 25, 2019, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.