ETV Bharat / state

সমস্যায় রাজীব ; সময়ের ভুলচুকে আগাম জামিনের আবেদন খারিজ - police

আজ আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন রাজীব কুমার । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় পিটিশন খারিজ হয়ে যায় । পরে তাঁকে ফের পিটিশন দাখিল করতে বলেন বারাসত আদালতের বিচারক ।

রাজীব কুমার
author img

By

Published : May 24, 2019, 7:54 PM IST

Updated : May 24, 2019, 10:51 PM IST

বারাসত, 24 মে : সমস্যায় রাজীব কুমার । আজ আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন তিনি । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় পিটিশন খারিজ হয়ে যায় । পরে তাঁকে ফের পিটিশন দাখিল করতে বলেন বারাসত আদালতের বিচারক ।

সুপ্রিম কোর্ট আজই রক্ষাকবচ তুলেছে । অর্থাৎ, নির্দেশ অনুযায়ী, আজ পর্যন্ত গ্রেপ্তার করা যেত না রাজীব কুমারকে । সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, নিম্ন আদালতেই তাঁকে আগাম জামিনের আবেদন করতে হবে । সেই মোতাবেক আজ বিকেল 3টে 59 মিনিটে আগাম জামিনের পিটিশন দাখিল করেন তাঁর আইনজীবী । কিন্তু, আদালতের নিয়ম হচ্ছে, সকাল 11টার মধ্যে পিটিশন দাখিল করতে হবে । তাই, বিচারক কেশাং ডোমা ভুটিয়া পিটিশন খারিজ করে দেন । নির্দেশ দেন, নিয়ম মেনে আগাম জামিনের আবেদন করতে হবে । সেইসঙ্গে তাঁর এফিডেভিটেও কিছু পদ্ধতিগত ভুল ছিল । তা সংশোধন করে ফের হলফনামা জমা দিতে বলা হয় ।

অন্যদিকে, হাওড়া আদালতে পুলিশ-আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় ২৫ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেছে আইনজীবীরা । এর ফলে জেলার অন্য আদালতের মতোই বারাসত আদালতেও স্বাভাবিক কাজকর্ম আপাতত বন্ধ । এদিকে, আজ বারাসত আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের খবর ছড়িয়ে পড়তেই জেলা জজের এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা ।

বারাসত আদালতের আইনজীবী মিহির দে বলেন, "জেলা জজের এজলাসে আগাম জামিনের আবেদন করার সময় সকাল সাড়ে দশটায় । বিশেষ অনুমতি নিয়ে বেলা এগারোটা পর্যন্ত আবেদন করা যায় । বেশ কয়েক দিন ধরে জেলার অন্য আদালতের মতো বারাসত আদালতেও আইনজীবীদের কর্মবিরতি চলছে । এর মধ্যে বিকেলে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন করেছেন তাঁর এক আইনজীবী। এই আবেদন অনৈতিক ভাবে করা হয়েছে ।"

আগামী সোমবার থেকে আদালতের আইনজীবীদের কর্মবিরতি উঠে যাচ্ছে । ফলে সোমবার থেকেই শুরু হবে আদালতের স্বাভাবিক কাজকর্ম । আগামী সোমবার আগাম জামিনের আবেদন নতুন করে করতে পারেন রাজীব কুমার ।

বারাসত, 24 মে : সমস্যায় রাজীব কুমার । আজ আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন তিনি । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় পিটিশন খারিজ হয়ে যায় । পরে তাঁকে ফের পিটিশন দাখিল করতে বলেন বারাসত আদালতের বিচারক ।

সুপ্রিম কোর্ট আজই রক্ষাকবচ তুলেছে । অর্থাৎ, নির্দেশ অনুযায়ী, আজ পর্যন্ত গ্রেপ্তার করা যেত না রাজীব কুমারকে । সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, নিম্ন আদালতেই তাঁকে আগাম জামিনের আবেদন করতে হবে । সেই মোতাবেক আজ বিকেল 3টে 59 মিনিটে আগাম জামিনের পিটিশন দাখিল করেন তাঁর আইনজীবী । কিন্তু, আদালতের নিয়ম হচ্ছে, সকাল 11টার মধ্যে পিটিশন দাখিল করতে হবে । তাই, বিচারক কেশাং ডোমা ভুটিয়া পিটিশন খারিজ করে দেন । নির্দেশ দেন, নিয়ম মেনে আগাম জামিনের আবেদন করতে হবে । সেইসঙ্গে তাঁর এফিডেভিটেও কিছু পদ্ধতিগত ভুল ছিল । তা সংশোধন করে ফের হলফনামা জমা দিতে বলা হয় ।

অন্যদিকে, হাওড়া আদালতে পুলিশ-আইনজীবীদের সংঘর্ষের ঘটনায় ২৫ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেছে আইনজীবীরা । এর ফলে জেলার অন্য আদালতের মতোই বারাসত আদালতেও স্বাভাবিক কাজকর্ম আপাতত বন্ধ । এদিকে, আজ বারাসত আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের খবর ছড়িয়ে পড়তেই জেলা জজের এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা ।

বারাসত আদালতের আইনজীবী মিহির দে বলেন, "জেলা জজের এজলাসে আগাম জামিনের আবেদন করার সময় সকাল সাড়ে দশটায় । বিশেষ অনুমতি নিয়ে বেলা এগারোটা পর্যন্ত আবেদন করা যায় । বেশ কয়েক দিন ধরে জেলার অন্য আদালতের মতো বারাসত আদালতেও আইনজীবীদের কর্মবিরতি চলছে । এর মধ্যে বিকেলে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন করেছেন তাঁর এক আইনজীবী। এই আবেদন অনৈতিক ভাবে করা হয়েছে ।"

আগামী সোমবার থেকে আদালতের আইনজীবীদের কর্মবিরতি উঠে যাচ্ছে । ফলে সোমবার থেকেই শুরু হবে আদালতের স্বাভাবিক কাজকর্ম । আগামী সোমবার আগাম জামিনের আবেদন নতুন করে করতে পারেন রাজীব কুমার ।

sample description
Last Updated : May 24, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.