ETV Bharat / state

পাচারের আগে 80 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 2 - Marijuana smuggling

পাচারের জন্য দু'টি গাড়িতে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে তারা ।

Marijuana seized
Marijuana seized
author img

By

Published : Aug 19, 2020, 6:13 PM IST

কোচবিহার, 19 অগাস্ট : গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল কোচবিহার জেলা পুলিশ । আজ 80 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে তারা । এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আজ ভোরে কোচবিহারের শীতলকুচি ব্লকের পঞ্চারহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 80 কেজি গাঁজা-সহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । দু'টি গাড়িও আটক করা হয় ৷

ধৃত দু'জনের নাম সন্তোষ দাস ও শম্ভু সেন । দু'জনেরই বাড়ি কলকাতায় ৷ পাচারের জন্য দু'টি গাড়িতে এই পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ।

শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ মাদক পাচারের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের অভিযান চলবে বলেও জানানো হয়েছে ৷

কোচবিহার, 19 অগাস্ট : গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল কোচবিহার জেলা পুলিশ । আজ 80 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে তারা । এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আজ ভোরে কোচবিহারের শীতলকুচি ব্লকের পঞ্চারহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 80 কেজি গাঁজা-সহ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । দু'টি গাড়িও আটক করা হয় ৷

ধৃত দু'জনের নাম সন্তোষ দাস ও শম্ভু সেন । দু'জনেরই বাড়ি কলকাতায় ৷ পাচারের জন্য দু'টি গাড়িতে এই পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ।

শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে ৷ মাদক পাচারের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশের অভিযান চলবে বলেও জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.