ETV Bharat / state

5 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত - youth arrest for sexually abusing girl child

পুরুলিয়ায় 5 বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক ৷

purulia
purulia
author img

By

Published : Jun 29, 2021, 11:00 PM IST

পুরুলিয়া, 29 জুন : 5 বছর বয়সী এক শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । পুরুলিয়ার ঝালদা থানার এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য । অভিযুক্তের নাম অম্বির মাহাতো (22) । সে ওই এলাকারই বাসিন্দা । অভিযুক্তর বিরুদ্ধে পকসো 6 ধারায় মামলা রুজু করেছে পুলিশ । আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ।

গত 22 তারিখ সন্ধ্যায় 5 বছরের ওই শিশুকন্যা বাড়িতে একা খেলছিল ৷ সেইসময় লুডো খেলার বাহানায় শিশুটির উপর যৌন নির্যাতন করে এলাকারই যুবক অম্বির মাহাতো । এরপর থেকেই শিশুটি কান্নাকাটি করতে থাকে ৷ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় । পরিবারের লোকজন গত 25 তারিখ ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে নিয়ে যায় । তারপরই আসল ঘটনা সামনে আসে ।

আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানি ! পুরোহিতের গলায় প্ল্যাকার্ড বেঁধে ঘোরানো হল গ্রাম

হাসপাতাল থেকে শিশুকন্যা ও তার বাবাকে ঝালদা থানায় পাঠানো হয় । সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যার বাবা । অভিযোগের ভিত্তিতে 28 তারিখ বিকেলে অভিযুক্ত অম্বির মাহাতোকে ঝালদা থানার পুলিশ গ্রেফতার করে । আজ অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । অভিযুক্তর বিরুদ্ধে পকসো 6 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

পুরুলিয়া, 29 জুন : 5 বছর বয়সী এক শিশুকন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । পুরুলিয়ার ঝালদা থানার এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য । অভিযুক্তের নাম অম্বির মাহাতো (22) । সে ওই এলাকারই বাসিন্দা । অভিযুক্তর বিরুদ্ধে পকসো 6 ধারায় মামলা রুজু করেছে পুলিশ । আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ।

গত 22 তারিখ সন্ধ্যায় 5 বছরের ওই শিশুকন্যা বাড়িতে একা খেলছিল ৷ সেইসময় লুডো খেলার বাহানায় শিশুটির উপর যৌন নির্যাতন করে এলাকারই যুবক অম্বির মাহাতো । এরপর থেকেই শিশুটি কান্নাকাটি করতে থাকে ৷ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় । পরিবারের লোকজন গত 25 তারিখ ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শিশুটিকে নিয়ে যায় । তারপরই আসল ঘটনা সামনে আসে ।

আরও পড়ুন : নাবালিকার শ্লীলতাহানি ! পুরোহিতের গলায় প্ল্যাকার্ড বেঁধে ঘোরানো হল গ্রাম

হাসপাতাল থেকে শিশুকন্যা ও তার বাবাকে ঝালদা থানায় পাঠানো হয় । সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যার বাবা । অভিযোগের ভিত্তিতে 28 তারিখ বিকেলে অভিযুক্ত অম্বির মাহাতোকে ঝালদা থানার পুলিশ গ্রেফতার করে । আজ অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । অভিযুক্তর বিরুদ্ধে পকসো 6 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.