পুরুলিয়া, 30 মার্চ : লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ । গৃহবন্দী সাধারণ মানুষ ৷ সমস্ত যান চলাচল বন্ধ । ফলে পুরুলিয়ায় আটকে পড়া বহু শ্রমিক চড়া রোদ মাথায় নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে 90 কিলোমিটার পথ পায়ে হেঁটেই রওনা দিলেন । ভোরবেলা পিঠে ঝোলা ও সামান্য জলখাবার নিয়েই জেলার আড়ষা থানা এলাকা থেকে দলবেঁধে বেরিয়ে পড়েন তাঁরা । রাত শেষে তাঁরা নিজেদের গ্রাম গড় পঞ্চকোটে পৌঁছাবেন ।
শ্রমিক মনেশ বাউড়ি ও গৌতম বাউড়ি বলেন , "প্রায় দু' সপ্তাহ আগে শ্রমিকের কাজ করতে গড় পঞ্চকোট থেকে আড়ষায় এসেছিলাম । তার এক সপ্তাহ পরই কেন্দ্র সরকার দেশজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি করে । ফলে বন্ধ হয়ে যায় কাজ । যান চলাচল বন্ধ থাকায় বাড়ি ফেরারও কোনও উপায় ছিল না । তাই কয়েকদিন আড়ষাতেই ছিলাম । সেখানকার গ্রামবাসীরাই দু'বেলা আমাদের খাবারের ব্যবস্থা করে দেন । কিন্তু দিন যত যায় অভাব তত বাড়তে থাকে । টাকা পয়সাও শেষ হওয়ার মুখে । বাড়ির লোকেরাও সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন । তাই এই পরিস্থিতিতে আড়ষা থেকে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হল । সারাদিন রাত চলার পর প্রায় 90 কিমি দূরে গড় পঞ্চকোটে নিজের গ্রামে পৌঁছাব ।"
আপাতত 14 দিন ওই গ্রামে কোয়ারান্টাইনে থাকবেন তাঁরা । এই পরিস্থিতিতে জেলা প্রশাসন যদি যাতায়াতের কোনও ব্যবস্থা করে দিত তাহলে খুবই উপকার হত বলে জানান শ্রমিকেরা ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, কোনও শ্রমিক যদি লকডাউনের জেরে আটকে পড়েন বা কোনও সমস্যায় পড়েন তাহলে তাঁর বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেওয়ার । কিন্তু পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের কাছে শ্রমিকদের অসহায় অবস্থার কোনও খবরই যে নেই তা স্পষ্ট । আর তাই পুলিশ প্রশাসনে ভরসা না রেখে চড়া রোদকে উপেক্ষা করে পায়ে হেঁটে 90 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন শ্রমিকরা ।