ETV Bharat / state

Villagers Protest: হাতির তাণ্ডব গ্রামজুড়ে, বন কর্মীদের গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের - বন কর্মী

Elephant Attack Purulia: রাতভর হাতি তাণ্ডব চালিয়েছে গ্রামজুড়ে ৷ বনবিভাগে খবর দেওয়া হলেও আসেননি বনকর্মীরা ৷ সকালে তাঁরা এলে গ্রামবাসীরা গাছে বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

Villagers Protest
হাতির তাণ্ডব
author img

By

Published : Aug 6, 2023, 10:47 PM IST

বন কর্মীদের গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের

পুরুলিয়া, 6 অগস্ট: গ্রামে রাতভর বুনো হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা। স্থানীয় বনদফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানার ঘাটিয়ালি গ্রামের। রবিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে পুরুলিয়ার আড়ষা রেঞ্জের ঘাটিয়ালি গ্রামে বুনো হাতি প্রবেশ করে গ্রামে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বুনো হাতি রাতভর তাণ্ডব চালায় এলাকাজুড়ে। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় এলাকাবাসীদের। ঘাটিয়ালি গ্রামের বাসিন্দারা রাতেই স্থানীয় আড়ষা রেঞ্জের বন বিভাগে খবর দেয়। কিন্তু রাতভর স্থানীয় বন কর্মীরা ঘটনাস্থল ঘাটিয়ালি গ্রামে পৌঁছননি। তাই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ভোরের আলো ফুটতেই বুনো হাতি জঙ্গলে প্রবেশ করে। পরে, আজ সকালে বন কর্মীরা ওই গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে আক্রান্ত বনাধিকারিক, হাসপাতালে আরও দুই বন কর্মী

গ্রামবাসীদের অভিযোগ, রাতে বুনো হাতি গ্রামে প্রবেশ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বুনো হাতি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। তৎক্ষণাৎ স্থানীয় বন বিভাগে খবর দিলেও রাতে কোনও বন কর্মী গ্রামে পৌঁছয়নি। এই ঘটনায় প্রাণের ঝুঁকি ছিল তাঁদের। রবিবার সকালে হাতি জঙ্গলে চলে গেলে বন কর্মীরা পৌঁছয়। কিন্তু এতে মানুষের কী লাভ। তাই আজকে বিক্ষোভ দেখানো হয়েছে। গ্রামবাসীদের দাবি, হাতির তাণ্ডবে যাদের যাদের বাড়ি ভাঙচুর হয়েছে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে ৷

এছাড়াও তাঁরা দাবি করেন, এলাকায় বন কর্মীদের মাধ্যমে নজরদারি চালাতে হবে, রাতে এলাকায় পাহারা দিতে হবে। অবশেষে বন দফতরের রেঞ্জার এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের ক্ষতিপূরণের আশ্বাস দিলে এবং এলাকায় যাতে আর হাতির হানার ঘটনা না-ঘটে তার জন্য নজরদারি চালানোর আশ্বাস দিলে বন কর্মীদের বাঁধন খুলে দেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: তৃষ্ণার্ত চিতাবাঘকে জল খাওয়াচ্ছেন বন কর্মী ! দেখুন ভিডিয়ো

বন কর্মীদের গাছে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের

পুরুলিয়া, 6 অগস্ট: গ্রামে রাতভর বুনো হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা। স্থানীয় বনদফতরে খবর দিলে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানার ঘাটিয়ালি গ্রামের। রবিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে পুরুলিয়ার আড়ষা রেঞ্জের ঘাটিয়ালি গ্রামে বুনো হাতি প্রবেশ করে গ্রামে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। বুনো হাতি রাতভর তাণ্ডব চালায় এলাকাজুড়ে। আতঙ্কে রাতের ঘুম উড়ে যায় এলাকাবাসীদের। ঘাটিয়ালি গ্রামের বাসিন্দারা রাতেই স্থানীয় আড়ষা রেঞ্জের বন বিভাগে খবর দেয়। কিন্তু রাতভর স্থানীয় বন কর্মীরা ঘটনাস্থল ঘাটিয়ালি গ্রামে পৌঁছননি। তাই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ভোরের আলো ফুটতেই বুনো হাতি জঙ্গলে প্রবেশ করে। পরে, আজ সকালে বন কর্মীরা ওই গ্রামে পৌঁছলে বিক্ষুব্ধ জনতা চার বন কর্মীকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে আক্রান্ত বনাধিকারিক, হাসপাতালে আরও দুই বন কর্মী

গ্রামবাসীদের অভিযোগ, রাতে বুনো হাতি গ্রামে প্রবেশ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বুনো হাতি বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। তৎক্ষণাৎ স্থানীয় বন বিভাগে খবর দিলেও রাতে কোনও বন কর্মী গ্রামে পৌঁছয়নি। এই ঘটনায় প্রাণের ঝুঁকি ছিল তাঁদের। রবিবার সকালে হাতি জঙ্গলে চলে গেলে বন কর্মীরা পৌঁছয়। কিন্তু এতে মানুষের কী লাভ। তাই আজকে বিক্ষোভ দেখানো হয়েছে। গ্রামবাসীদের দাবি, হাতির তাণ্ডবে যাদের যাদের বাড়ি ভাঙচুর হয়েছে সকলকে ক্ষতিপূরণ দিতে হবে ৷

এছাড়াও তাঁরা দাবি করেন, এলাকায় বন কর্মীদের মাধ্যমে নজরদারি চালাতে হবে, রাতে এলাকায় পাহারা দিতে হবে। অবশেষে বন দফতরের রেঞ্জার এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের ক্ষতিপূরণের আশ্বাস দিলে এবং এলাকায় যাতে আর হাতির হানার ঘটনা না-ঘটে তার জন্য নজরদারি চালানোর আশ্বাস দিলে বন কর্মীদের বাঁধন খুলে দেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: তৃষ্ণার্ত চিতাবাঘকে জল খাওয়াচ্ছেন বন কর্মী ! দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.