ETV Bharat / state

Road Accident in Purulia: হুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা-ছেলের, হাসপাতালে 8 বছরের কন্যা - পথ দুর্ঘটনা

সপ্তমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এবং তাঁর 10 বছরের ছেলের ৷ হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির 8 বছরের মেয়ে ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া সদরের হুড়ায় (Two People Died in A Road Accident in Purulia) ৷

Two People Dead in A Road Accident in Purulia
Two People Dead in A Road Accident in Purulia
author img

By

Published : Oct 3, 2022, 5:07 PM IST

হুড়া (পুরুলিয়া), 3 অক্টোবর: পুরুলিয়ার হুড়া থানার মধুবন গ্রামে পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ রবিবার রাতে ওই গ্রামের বাসিন্দা স্বার্থজিৎ রাজোয়াড় এবং তাঁর ছেলে বছর দশের সুমন রাজোয়াড়ের এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে (Two People Died in A Road Accident in Purulia) ৷ স্বার্থজিতের মেয়ে 8 বছরের বন্দনা রাজোয়াড় হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে একটি গাড়ি তাঁদের বাইকে সামনে থেকে ধাক্কা মারা এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, গ্রামে পুজো হয় না ৷ তাই বাইকে করে দুই সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে হুড়ায় গিয়েছিলেন মধুবন গ্রামের বাসিন্দা স্বার্থজিৎ রাজোয়াড় ৷ সপ্তমীর রাতে ঠাকুর দেখে ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বার্থজিৎ ৷ পথে পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে মঙ্গলপুরের কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের বাইকের ৷ সঙ্গে সঙ্গে সওয়ার প্রত্যেকেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৷ জানা গিয়েছে, স্বার্থজিতের ছেলে বাইকের সামনে এবং মেয়ে পিছনে বসেছিল ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5টি গাড়িকে ধাক্কা মারল পণ্যবাহী কন্টেনার, আহত একাধিক

পথ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন ৷ ভালো চিকিৎসার জন্য স্বার্থজিৎ এবং তাঁর মেয়েকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু রাস্তাতেই স্বার্থজিতের মৃত্যু হয় ৷ তাঁর মেয়ে বন্দনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷

হুড়া (পুরুলিয়া), 3 অক্টোবর: পুরুলিয়ার হুড়া থানার মধুবন গ্রামে পুজোর আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে ৷ রবিবার রাতে ওই গ্রামের বাসিন্দা স্বার্থজিৎ রাজোয়াড় এবং তাঁর ছেলে বছর দশের সুমন রাজোয়াড়ের এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে (Two People Died in A Road Accident in Purulia) ৷ স্বার্থজিতের মেয়ে 8 বছরের বন্দনা রাজোয়াড় হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে একটি গাড়ি তাঁদের বাইকে সামনে থেকে ধাক্কা মারা এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, গ্রামে পুজো হয় না ৷ তাই বাইকে করে দুই সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে হুড়ায় গিয়েছিলেন মধুবন গ্রামের বাসিন্দা স্বার্থজিৎ রাজোয়াড় ৷ সপ্তমীর রাতে ঠাকুর দেখে ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বার্থজিৎ ৷ পথে পুরুলিয়া-বাঁকুড়া 60এ জাতীয় সড়কে মঙ্গলপুরের কাছে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের বাইকের ৷ সঙ্গে সঙ্গে সওয়ার প্রত্যেকেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৷ জানা গিয়েছে, স্বার্থজিতের ছেলে বাইকের সামনে এবং মেয়ে পিছনে বসেছিল ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5টি গাড়িকে ধাক্কা মারল পণ্যবাহী কন্টেনার, আহত একাধিক

পথ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে হুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন ৷ ভালো চিকিৎসার জন্য স্বার্থজিৎ এবং তাঁর মেয়েকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু রাস্তাতেই স্বার্থজিতের মৃত্যু হয় ৷ তাঁর মেয়ে বন্দনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.