ETV Bharat / state

সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে পালিত বৃক্ষবন্দনা উৎসব

কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে হয় এই কর্মসূচি ।

purulia
purulia
author img

By

Published : Jul 16, 2020, 7:29 AM IST

পুরুলিয়া, 16 জুলাই : পরিবেশকে সবুজ করে তোলার বার্তা দিয়ে বনবিভাগ ও পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে যৌথ উদ্যোগে পালিত হল বৃক্ষবন্দনা ও বন মহোৎসব । বিশ্ববিদ্যালয় চত্বরে গাছ লাগিয়ে দিনটি পালিত হয় । সামাজিক দূরত্ব মেনে গাছ লাগান উপস্থিত ব্যক্তিরা ।

তবে কোরোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকতে পারেনি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, বনাধিকারিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা-সহ অন্যরা ।

purulia
চলছে গাছ লাগানো...

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পরিবেশকে সবুজ করা আমাদের কর্তব্য । গাছ লাগানো শুধু নয়, নিয়মিত গাছের পরিচর্যাও করতে হবে । প্রত্যেক মানুষেরই উচিত গাছ লাগানো এবং পরিচর্যা করা । পরিবেশ সবুজ থাকলে আমরাও সুস্থ থাকব । তাই জেলাজুড়ে 10 জুলাই থেকে সপ্তাহব্যাপী বনসৃজন সপ্তাহ পালন করা হচ্ছে । জেলার বন্ধ্যা জমিগুলোতে, রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় গাছ লাগানো হবে ।

পুরুলিয়া, 16 জুলাই : পরিবেশকে সবুজ করে তোলার বার্তা দিয়ে বনবিভাগ ও পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে যৌথ উদ্যোগে পালিত হল বৃক্ষবন্দনা ও বন মহোৎসব । বিশ্ববিদ্যালয় চত্বরে গাছ লাগিয়ে দিনটি পালিত হয় । সামাজিক দূরত্ব মেনে গাছ লাগান উপস্থিত ব্যক্তিরা ।

তবে কোরোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকতে পারেনি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, বনাধিকারিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা-সহ অন্যরা ।

purulia
চলছে গাছ লাগানো...

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পরিবেশকে সবুজ করা আমাদের কর্তব্য । গাছ লাগানো শুধু নয়, নিয়মিত গাছের পরিচর্যাও করতে হবে । প্রত্যেক মানুষেরই উচিত গাছ লাগানো এবং পরিচর্যা করা । পরিবেশ সবুজ থাকলে আমরাও সুস্থ থাকব । তাই জেলাজুড়ে 10 জুলাই থেকে সপ্তাহব্যাপী বনসৃজন সপ্তাহ পালন করা হচ্ছে । জেলার বন্ধ্যা জমিগুলোতে, রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় গাছ লাগানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.