ETV Bharat / state

পুরুলিয়ায় তৃণমূল ছাড়লেন বহু কর্মী, আত্মপ্রকাশ BJP কর্মচারী সংগঠনের

পুরুলিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করলেন BJP-তে l নতুন কর্মীদের হাত ধরে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।

BJP-তে যোগদান
author img

By

Published : Jun 16, 2019, 7:29 PM IST

পুরুলিয়া , 16 জুন : যোগদান বাড়ছে পুরুলিয়ার পদ্ম শিবিরে । আজ পুরুলিয়া শহরের সরকারি বাসস্ট্যান্ডে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।

লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে BJP-র জ্যোতির্ময় সিং মাহাত জেতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী, সমর্থকরা BJP-তে যোগ দিচ্ছেন । আজ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করেন BJP-তে l শহরের একটি ধর্মশালায় কর্মিসভার মধ্য দিয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া শহর সভাপতি সত‍্যজিৎ অধিকারী ।

সদ্য BJP-তে যোগদানকারীদের দাবি, "শাসকদলের প্রভাবশালী নেতার অঙ্গুলিহেলনে শহরের বাসস্ট্যান্ডে দুর্নীতি চলছে । তাই বাসট‍্যান্ডে BJP পরিচালিত সংগঠন প্রতিষ্ঠিত হলে সেই দুর্নীতি বন্ধ করা যাবে ।"

জেলার BJP নেতৃত্বের দাবি, "বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মচারী শাসকদলের দুর্নীতি ও জুলুমে বিরক্ত হয়ে BJP-তে যোগ দিয়েছেন । আজ বাসস্ট্যান্ডে নতুন এক সংগঠন তৈরি হল l এছাড়াও পুরুলিয়া শহরে BJP-র সংগঠন মজবুত হল । দলীয় অনুশাসন মেনে কাজ করলে তাদের সমস্ত রকম রাজনৈতিক সহযোগিতা করবে ভারতীয় জনতা পার্টি ।"

পুরুলিয়া , 16 জুন : যোগদান বাড়ছে পুরুলিয়ার পদ্ম শিবিরে । আজ পুরুলিয়া শহরের সরকারি বাসস্ট্যান্ডে আত্মপ্রকাশ করল BJP-র কর্মচারী সংগঠন ।

লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে BJP-র জ্যোতির্ময় সিং মাহাত জেতার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মী, সমর্থকরা BJP-তে যোগ দিচ্ছেন । আজ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারী যোগদান করেন BJP-তে l শহরের একটি ধর্মশালায় কর্মিসভার মধ্য দিয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া শহর সভাপতি সত‍্যজিৎ অধিকারী ।

সদ্য BJP-তে যোগদানকারীদের দাবি, "শাসকদলের প্রভাবশালী নেতার অঙ্গুলিহেলনে শহরের বাসস্ট্যান্ডে দুর্নীতি চলছে । তাই বাসট‍্যান্ডে BJP পরিচালিত সংগঠন প্রতিষ্ঠিত হলে সেই দুর্নীতি বন্ধ করা যাবে ।"

জেলার BJP নেতৃত্বের দাবি, "বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মচারী শাসকদলের দুর্নীতি ও জুলুমে বিরক্ত হয়ে BJP-তে যোগ দিয়েছেন । আজ বাসস্ট্যান্ডে নতুন এক সংগঠন তৈরি হল l এছাড়াও পুরুলিয়া শহরে BJP-র সংগঠন মজবুত হল । দলীয় অনুশাসন মেনে কাজ করলে তাদের সমস্ত রকম রাজনৈতিক সহযোগিতা করবে ভারতীয় জনতা পার্টি ।"

Intro:পুরুলিয়া : তৃণমূল, সিপিআইএম ও বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাস কর্মচারি যোগদান করলো বিজেপিতে l ফলে এই প্রথম পুরুলিয়া বাসস্ট্যান্ডে বাসকর্মচারীদের নতুন সংগঠন গঠন করলো বিজেপি l রবিবার পুরুলিয়া শহরের একটি ধর্মশালায় একটি কর্মীসভার মধ্য দিয়ে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা সাধারন সম্পাদক বিবেক রাঙ্গা, শহর সভাপতি সত‍্যজিৎ অধিকারি, বিজেপির সক্রিয় বিনোদ তেওয়াড়ী সহ অন্যান্যরা l Body:যোগদানকারীদের দাবি, "শাষক দলের প্রভাবশালী নেতার জুলুম বাজীর জন‍্য শহরের বাসস্ট্যান্ডকে ঘিরে বহু দুর্নীতি চলছে l তাই বিজেপি পরিচালিত সংগঠন বাসট‍্যান্ডে প্রতিষ্ঠিত হলে সেই জুলুম বাজিকে বন্ধ করা যাবে l" বিজেপির দাবি, "তৃণমূল, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত শতাধিক বাসস্ট্যান্ড কর্মচারী তৃণমূলের জুলুমবাজিতে তিতিবিরক্ত হয়ে এবং বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করলো l এদিনের এই যোগদানে বাসস্ট্যান্ডে নতুন এক সংগঠন গঠন হল l এছাড়াও তাদের শহর সংগঠন মজবুত হল বলে দাবি l দলের অনুশাষন মেনে কাজ করলে তারা সমস্ত রকম রাজনৈতিক ভাবে সহযোগিতা পাবে বলে জানান বিজেপি নেতৃত্ব l"Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.