ETV Bharat / state

পুরুলিয়া জেলা আদালত চত্বরে নেই শৌচালয়, সমস্যায় সাধারণ থেকে আইনজীবী - No toilet

পুরুলিয়া জেলা আদালত চত্বরে নেই কোনও শৌচালয় ৷ বাধ্য হয়ে যত্রতত্র শৌচকর্ম সারতে হচ্ছে ৷ অনেকবার অভিযোগ করেও কিছু হয়নি ৷ ফের এ বিষয়ে দাবি জানাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা ৷

পুরুলিয়া জেলা আদালত
পুরুলিয়া জেলা আদালত
author img

By

Published : Feb 15, 2020, 3:27 PM IST

পুরুলিয়া, 15 ফেব্রুয়ারি : নির্মল ও স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে একদিকে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন অভিযান ৷ কিন্তু, অন্য ছবি উঠে এল পুরুলিয়া জেলা আদালত চত্বরে ৷ প্রচার যেন শুধু লিফলেট আর পোস্টারেই বন্দী ৷ আদালত চত্বরে কোনও শৌচালয় নেই ৷ বাধ্য হয়ে চত্বরের বিভিন্ন জায়গায় প্রস্রাব করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী ৷

পুরুলিয়া জেলা আদালতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ৷ কিন্তু, চত্বরে শৌচালয় না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সকলকে ৷ আইনজীবী থেকে বিচারাধীন ব্যক্তি, সাধারণ মানুষ সকলেই শৌচকর্ম সারছেন আদালত চত্বরের যত্রতত্র ৷ শৌচালয়ের জন্য বারবার আন্দোলন করেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ ৷

জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুলচন্দ্র গোস্বামী ও আইনজীবী নির্মল মুখোপাধ্যায় জানান, "জেলা আদালত চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও শৌচালয়ের ব্যবস্থা নেই ৷ এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মহিলাদের ৷ আদালতে এসে শৌচকর্মের জন্য অন্যত্র যেতে হয় তাদের ৷ এরফলে চারিদিকে দুর্গন্ধও ছড়ায় ৷ দূষিত হচ্ছে আদালত চত্বর ৷ এ বিষয়ে বার বার জেলাশাসক দপ্তরে আবেদন জানালেও কোন লাভ হয়নি ৷"

শৌচালয় না থাকায় যত্রতত্রই শৌচকর্ম সারছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী

আদালতে এসে শৌচালয় না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষও ৷ জানান, "জেলা আদালত গুরুত্বপূর্ণ জায়গা ৷ প্রায়শই এখানে যাতায়াত থাকে আমাদের ৷ কিন্তু এখানে কোনও শৌচালয়ের ব্যবস্থা নেই ৷ তাই বাধ্য হয়ে যত্রতত্র শৌচকর্ম সারতে হচ্ছে ৷"

পুরুলিয়া, 15 ফেব্রুয়ারি : নির্মল ও স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে একদিকে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন অভিযান ৷ কিন্তু, অন্য ছবি উঠে এল পুরুলিয়া জেলা আদালত চত্বরে ৷ প্রচার যেন শুধু লিফলেট আর পোস্টারেই বন্দী ৷ আদালত চত্বরে কোনও শৌচালয় নেই ৷ বাধ্য হয়ে চত্বরের বিভিন্ন জায়গায় প্রস্রাব করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী ৷

পুরুলিয়া জেলা আদালতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ৷ কিন্তু, চত্বরে শৌচালয় না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সকলকে ৷ আইনজীবী থেকে বিচারাধীন ব্যক্তি, সাধারণ মানুষ সকলেই শৌচকর্ম সারছেন আদালত চত্বরের যত্রতত্র ৷ শৌচালয়ের জন্য বারবার আন্দোলন করেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ ৷

জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অতুলচন্দ্র গোস্বামী ও আইনজীবী নির্মল মুখোপাধ্যায় জানান, "জেলা আদালত চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও শৌচালয়ের ব্যবস্থা নেই ৷ এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মহিলাদের ৷ আদালতে এসে শৌচকর্মের জন্য অন্যত্র যেতে হয় তাদের ৷ এরফলে চারিদিকে দুর্গন্ধও ছড়ায় ৷ দূষিত হচ্ছে আদালত চত্বর ৷ এ বিষয়ে বার বার জেলাশাসক দপ্তরে আবেদন জানালেও কোন লাভ হয়নি ৷"

শৌচালয় না থাকায় যত্রতত্রই শৌচকর্ম সারছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী

আদালতে এসে শৌচালয় না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষও ৷ জানান, "জেলা আদালত গুরুত্বপূর্ণ জায়গা ৷ প্রায়শই এখানে যাতায়াত থাকে আমাদের ৷ কিন্তু এখানে কোনও শৌচালয়ের ব্যবস্থা নেই ৷ তাই বাধ্য হয়ে যত্রতত্র শৌচকর্ম সারতে হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.