ETV Bharat / state

লকডাউনে সাড়া পুরুলিয়ার জনতার - covid-19 precautions

পুরুলিয়ায় লকডাউনে সাড়া দিয়েছে সাধারণ মানুষ । বন্ধ রয়েছে বাজারঘাট, দোকানপাট, ছোটো যানবাহন চলাচল ।

lockdown the district purulia
লকডাউনে সাড়া দিয়েছে পুরুলিয়ার সাধারণ জনতা
author img

By

Published : Mar 25, 2020, 3:33 PM IST

পুরুলিয়া, 25 মার্চ : লকডাউনে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপকভাবে প্রভাব পড়েছে । জেলার অধিকাংশ মানুষ সচেতন হয়েছেন । বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না । এসবের মধ্যে বন্ধ রয়েছে দোকানপাট, টোটো-অটোর মতো যানবাহন ৷

জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষকে সচেতন করা হচ্ছে । কোরোনা সচেতনতায় চালানো হচ্ছে ট্যাবলো প্রচার । তবুও সমাজের একশ্রেণির মানুষ সরকারি নির্দেশিকাকে অগ্রাহ্য করে ঘরের বাইরে অযথা বেরোচ্ছেন । বিভিন্ন স্থানে ভিড় করছেন । কোরোনা সংক্রমণকে রুখতে পুলিশ তৎপর হয়ে উঠেছে ।

lockdown the district purulia
বন্ধ দোকানপাট, যানবাহন চলাচল

সাধারণ মানুষের একাংশের অভিযোগ, অসচেতন মানুষদের চিহ্নিত করে পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার । না হলে কোরোনা ঠেকানো সম্ভব নয় । চিকিৎসকরাও একই মত জানান ।

পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শুধাংশু মাহালি বলেন, "লকডাউনের নির্দেশিকা কার্যকরী হয়েছে জেলা জুড়ে । বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তার বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ । সাধারণ মানুষের প্রতি আমাদের আবেদন অযথা যাতে বাইরে না বেরোন, অযথা আড্ডা না জমান ।"

এই বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দা রবীন দত্ত বলেন, "প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাইরে বেরোতে হয়েছে । আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশিকাকে সাধুবাদ জানাচ্ছি । সকল মানুষকে এগিয়ে আসতে হবে কোরোনা সংক্রমণ রোধে ।"

পুরুলিয়া, 25 মার্চ : লকডাউনে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপকভাবে প্রভাব পড়েছে । জেলার অধিকাংশ মানুষ সচেতন হয়েছেন । বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না । এসবের মধ্যে বন্ধ রয়েছে দোকানপাট, টোটো-অটোর মতো যানবাহন ৷

জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষকে সচেতন করা হচ্ছে । কোরোনা সচেতনতায় চালানো হচ্ছে ট্যাবলো প্রচার । তবুও সমাজের একশ্রেণির মানুষ সরকারি নির্দেশিকাকে অগ্রাহ্য করে ঘরের বাইরে অযথা বেরোচ্ছেন । বিভিন্ন স্থানে ভিড় করছেন । কোরোনা সংক্রমণকে রুখতে পুলিশ তৎপর হয়ে উঠেছে ।

lockdown the district purulia
বন্ধ দোকানপাট, যানবাহন চলাচল

সাধারণ মানুষের একাংশের অভিযোগ, অসচেতন মানুষদের চিহ্নিত করে পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার । না হলে কোরোনা ঠেকানো সম্ভব নয় । চিকিৎসকরাও একই মত জানান ।

পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শুধাংশু মাহালি বলেন, "লকডাউনের নির্দেশিকা কার্যকরী হয়েছে জেলা জুড়ে । বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তার বাইরে বেরোচ্ছেন না সাধারণ মানুষ । সাধারণ মানুষের প্রতি আমাদের আবেদন অযথা যাতে বাইরে না বেরোন, অযথা আড্ডা না জমান ।"

এই বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দা রবীন দত্ত বলেন, "প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাইরে বেরোতে হয়েছে । আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশিকাকে সাধুবাদ জানাচ্ছি । সকল মানুষকে এগিয়ে আসতে হবে কোরোনা সংক্রমণ রোধে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.