ETV Bharat / state

Young Boy Dead: পুরুলিয়ায় যুবকের দেহ মিলল পুকুরে - Dead

পরিবার সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়েছিল, সদ্য তার একটি পুত্র সন্তান হয়েছে ৷ যার বয়স 21 দিন মাত্র ৷ ভাল ছেলে হিসেবে গ্রামে ঘলটুর সুনাম ছিল ৷

Young Boy Dead
পুরুলিয়ায় যুবকের দেহ মিলল পুকুরে
author img

By

Published : Sep 13, 2021, 10:40 PM IST

পুরুলিয়া, 13 সেপ্টেম্বর : রবিবার বিকাল 5টা সময় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি পুরুলিয়া মফস্বল থানার চিরকা গ্রামের যুবক ঘলটু মাহাতো (26) ৷ বাড়ির লোকজন বারবার ফোন করলেও ফোন বেজে যায় ৷ কিন্তু ফোন তোলেনি কেউ ৷ তারপর আজ সকালে গ্রামের মানুষ স্থানীয় বুড়া বাঁধে স্নান করতে গেলে, সেখানে একজনকে জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ৷

পুলিশ আসার পর জল থেকে দেহটি তোলা হলে গ্রামের মানুষ শনাক্ত করেন, সেটি গ্রামেরই যুবক ঘলটু ৷ খবর পেয়ে বাড়ির লোকজন পুকুর পাড়ে আসেন ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ৷ তাঁর বোন বলেন, "আমরা সকালে গ্রামের লোকের মুখে শুনে পুকুরে গিয়ে দেখি সেটি আমার ভাইয়ের ৷ কী করে এমনটা হল, কিছু বুঝতে পারছি না ৷ বাড়িতে কোনও অশান্তিও হয়নি ৷ এমনকি ওকে কেউ বকাঝকাও করেনি ৷" পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দিক, একই কথা বলেছেন গ্রামেরই পঞ্চায়েত সদস্য অষ্টমী মাহাতো ৷ গ্রামেরই এমন নিরীহ যুবকের করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউ ৷

আরও পড়ুন : পুরুলিয়ার থানায় শিশুদের জন্য ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’

ঘলটুর পরিবার সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়েছিল, সদ্য তার একটি পুত্র সন্তান হয়েছে ৷ যার বয়স 21 দিন মাত্র ৷ ভাল ছেলে হিসেবে গ্রামে ঘলটুর সুনাম ছিল ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ যদিও ঘলটুর মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি ৷ তাঁর পরিবার জানিয়েছে, ফোনটি এখনও সমানে বেজে চলেছে ৷

পুরুলিয়া, 13 সেপ্টেম্বর : রবিবার বিকাল 5টা সময় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি পুরুলিয়া মফস্বল থানার চিরকা গ্রামের যুবক ঘলটু মাহাতো (26) ৷ বাড়ির লোকজন বারবার ফোন করলেও ফোন বেজে যায় ৷ কিন্তু ফোন তোলেনি কেউ ৷ তারপর আজ সকালে গ্রামের মানুষ স্থানীয় বুড়া বাঁধে স্নান করতে গেলে, সেখানে একজনকে জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় ৷

পুলিশ আসার পর জল থেকে দেহটি তোলা হলে গ্রামের মানুষ শনাক্ত করেন, সেটি গ্রামেরই যুবক ঘলটু ৷ খবর পেয়ে বাড়ির লোকজন পুকুর পাড়ে আসেন ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ৷ তাঁর বোন বলেন, "আমরা সকালে গ্রামের লোকের মুখে শুনে পুকুরে গিয়ে দেখি সেটি আমার ভাইয়ের ৷ কী করে এমনটা হল, কিছু বুঝতে পারছি না ৷ বাড়িতে কোনও অশান্তিও হয়নি ৷ এমনকি ওকে কেউ বকাঝকাও করেনি ৷" পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দিক, একই কথা বলেছেন গ্রামেরই পঞ্চায়েত সদস্য অষ্টমী মাহাতো ৷ গ্রামেরই এমন নিরীহ যুবকের করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউ ৷

আরও পড়ুন : পুরুলিয়ার থানায় শিশুদের জন্য ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’

ঘলটুর পরিবার সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়েছিল, সদ্য তার একটি পুত্র সন্তান হয়েছে ৷ যার বয়স 21 দিন মাত্র ৷ ভাল ছেলে হিসেবে গ্রামে ঘলটুর সুনাম ছিল ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ যদিও ঘলটুর মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি ৷ তাঁর পরিবার জানিয়েছে, ফোনটি এখনও সমানে বেজে চলেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.