পুরুলিয়া, 29 জুলাই : বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা । কাজ বন্ধ করে শহরের গাড়িখানা মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ করেন পৌরসভার প্রায় 450 জন অস্থায়ী কর্মী । যদিও তাঁদের নিয়মিত বেতন দেওয়া হয় বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক শামিম দাদ খান ।
বিক্ষোভকারীদের বক্তব্য, বর্তমানে কোরোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে । এই পরিস্থিতিতে দু'মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা । পরিবারে অভাব দেখা দিয়েছে । পৌরসভার পক্ষ থেকে সুরক্ষার জন্য PPE কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ারও দেওয়া হয়নি । তবুও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন ।
অভিযোগ, বকেয়া বেতন দেওয়ার জন্য পৌরসভার প্রশাসকের কাছে বারবার জানানো হয়েছে । এমনকী PPE কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়ার কথা বলা হয়েছে বহুবার । তাতেও সুরাহা হয়নি ।
এবিষয়ে শামিম দাদ খান বলেন, “প্রতি মাসে সকলের বেতন দিয়ে দেওয়া হয় । গত মাসেও পুরো বেতন দেওয়া হয়েছে । এই মাসের বেতনও ছেড়ে দেওয়া হয়েছে । কিন্তু কিছু কারণে সেই বেতনটা পেতে তাদের একটু দেরি হচ্ছে । এই মাসের বেতনও তাঁরা পেয়ে যাবেন ।”
তাঁর কথায়, "এভাবে কর্মবিরতির ডাক দেওয়া উচিত হয়নি । বর্তমান কোরোনা পরিস্থিতিতে প্রত্যেককেই প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত । পৌরসভাকেও সহযোগিতা করা উচিত । এভাবেই কর্মবিরতির ডাক দিয়ে পৌরসভার সাফাইয়ের কাজ এবং অন্যান্য কাজ বন্ধ করে দেওয়া তাঁদের উচিত হয়নি । এতে বাসিন্দাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে ।"