ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : পুরুলিয়া পৌরসভায় তৃণমূল-বিজেপির লড়াই তুঙ্গে - Temperature rising in Purulia Municipality Election

পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে জোর লড়াই হতে চলেছে ৷ তবে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি (Bengal Civic Polls 2022) ।

Purulia Civic Polls 2022
পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এবার জোর লড়াই তৃণমূল-বিজেপির
author img

By

Published : Feb 23, 2022, 2:31 PM IST

পুরুলিয়া, 23 ফেব্রুয়ারি: সেয়ানে-সেয়ানে জোর লড়াই এবার পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে (Purulia Municipality Election 2022) । জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি যে আসনে লড়াই হবে সেটি হল এই 16 নম্বর ওয়ার্ডে । এই আসনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন নবেন্দু মাহালি। যিনি কিছুদিন আগেই পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন । সেই সময় "দুয়ারে পৌর প্রশাসক" কর্মসূচি-সহ পুরুলিয়া শহরে যানজট নিরসনে প্রয়াসী হয়েছেন । যার ফলে পৌরভোটের আগে অনেকটাই ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি ।

অন্যদিকে এই ওয়ার্ডে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সুদীপ মুখোপাধ্যায় । যিনি পুরুলিয়ার বিজেপি বিধায়ক। দু'দিন আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মাংস বিলি করে ভোটারদের প্রভাবিত করার । যদিও অভিযোগ অস্বীকার করে সুদীপ মুখোপাধ্যায় বলেন, " আমি নিজের কাজের মাধ্যমেই ভোটারদের মন জয় করতে চাই ।"

পুরুলিয়া পৌরসভায় 16 নম্বর ওয়ার্ডে এবার শাসক-বিরোধী লড়াই তুঙ্গে

আরও পড়ুন: রঘুনাথপুর পৌরবোর্ড দখল করবে বিজেপি, আশাবাদী দিলীপ ঘোষ

যদিও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবেন্দু মাহালি । আজ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বিজেপি প্রার্থী তো বহিরাগত । স্থানীয়া বাসিন্দারা কাজের মানুষ, পাশের মানুষকেই চান । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রেখে মানুষজন তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন ।"

পুরুলিয়া, 23 ফেব্রুয়ারি: সেয়ানে-সেয়ানে জোর লড়াই এবার পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে (Purulia Municipality Election 2022) । জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবার পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি যে আসনে লড়াই হবে সেটি হল এই 16 নম্বর ওয়ার্ডে । এই আসনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন নবেন্দু মাহালি। যিনি কিছুদিন আগেই পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন । সেই সময় "দুয়ারে পৌর প্রশাসক" কর্মসূচি-সহ পুরুলিয়া শহরে যানজট নিরসনে প্রয়াসী হয়েছেন । যার ফলে পৌরভোটের আগে অনেকটাই ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি ।

অন্যদিকে এই ওয়ার্ডে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সুদীপ মুখোপাধ্যায় । যিনি পুরুলিয়ার বিজেপি বিধায়ক। দু'দিন আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মাংস বিলি করে ভোটারদের প্রভাবিত করার । যদিও অভিযোগ অস্বীকার করে সুদীপ মুখোপাধ্যায় বলেন, " আমি নিজের কাজের মাধ্যমেই ভোটারদের মন জয় করতে চাই ।"

পুরুলিয়া পৌরসভায় 16 নম্বর ওয়ার্ডে এবার শাসক-বিরোধী লড়াই তুঙ্গে

আরও পড়ুন: রঘুনাথপুর পৌরবোর্ড দখল করবে বিজেপি, আশাবাদী দিলীপ ঘোষ

যদিও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবেন্দু মাহালি । আজ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বিজেপি প্রার্থী তো বহিরাগত । স্থানীয়া বাসিন্দারা কাজের মানুষ, পাশের মানুষকেই চান । একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রেখে মানুষজন তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.