ETV Bharat / state

প্রেমিকার ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রিশ দাস মাহাত-র বোনের সঙ্গে সম্পর্ক ছিল শিবশঙ্করের ৷ তাতেই আপত্তি ছিল ছত্রিশের ৷ ঘটনার দিন শিবশঙ্কর ও ছত্রিশের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, এর পর কুড়ুলের আঘাতে শিবশঙ্করকে খুন করে ছত্রিশ ৷

s
s
author img

By

Published : Jul 6, 2021, 12:54 PM IST

ঝালদা (পুরুলিয়া), 6 জুলাই : প্রেমের জেরে প্রেমিকার ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের ৷ ঘটনা পুরুলিয়ার ঝালদার ৷ অভিযুক্ত প্রেমিকার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার ঝালদায় সুবর্ণরেখা নদীর তীর থেকে উদ্ধার হয় শিবশঙ্কর মাহাত-র (16) দেহ ৷ তার বাড়ি ঝালদা থানা এলাকার ঘুটিয়া গ্রামে ৷ সে স্থানীয় কলমা বান্দুলহর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রিশ দাস মাহাত-র বোনের সঙ্গে সম্পর্ক ছিল শিবশঙ্করের ৷ তাতেই আপত্তি ছিল ছত্রিশের ৷ ঘটনার দিন শিবশঙ্কর ও ছত্রিশের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, এর পর কুড়ুলের আঘাতে শিবশঙ্করকে খুন করে ছত্রিশ ৷ শনিবার শিবশঙ্করের দেহ উদ্ধারের পর রবিবার পুরুলিয়া সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন ৷ সেই ফোনের সূত্রে পুলিশের অনুমান, বোনের সঙ্গে প্রেমের জেরেই শিবশঙ্করকে খুন করেছে অভিযুক্ত ৷

আরও পড়ুন: অন্যের স্ত্রীকে নিয়ে ঘর বেঁধে খুন হতে হল যুবককে, ধৃত স্বামী

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে ছত্রিশ দাস মাহাতকে (19) গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

ঝালদা (পুরুলিয়া), 6 জুলাই : প্রেমের জেরে প্রেমিকার ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের ৷ ঘটনা পুরুলিয়ার ঝালদার ৷ অভিযুক্ত প্রেমিকার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার ঝালদায় সুবর্ণরেখা নদীর তীর থেকে উদ্ধার হয় শিবশঙ্কর মাহাত-র (16) দেহ ৷ তার বাড়ি ঝালদা থানা এলাকার ঘুটিয়া গ্রামে ৷ সে স্থানীয় কলমা বান্দুলহর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্রিশ দাস মাহাত-র বোনের সঙ্গে সম্পর্ক ছিল শিবশঙ্করের ৷ তাতেই আপত্তি ছিল ছত্রিশের ৷ ঘটনার দিন শিবশঙ্কর ও ছত্রিশের মধ্যে বচসা হয় ৷ অভিযোগ, এর পর কুড়ুলের আঘাতে শিবশঙ্করকে খুন করে ছত্রিশ ৷ শনিবার শিবশঙ্করের দেহ উদ্ধারের পর রবিবার পুরুলিয়া সদর হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন ৷ সেই ফোনের সূত্রে পুলিশের অনুমান, বোনের সঙ্গে প্রেমের জেরেই শিবশঙ্করকে খুন করেছে অভিযুক্ত ৷

আরও পড়ুন: অন্যের স্ত্রীকে নিয়ে ঘর বেঁধে খুন হতে হল যুবককে, ধৃত স্বামী

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে ছত্রিশ দাস মাহাতকে (19) গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.