ETV Bharat / state

Awas Yojana: ফের আবাস বিতর্ক ! পদত্যাগ প্রধান, উপপ্রধান সহ-8 তৃণমূল কর্মীর

পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ পদত্যাগ করেছেন 8 তৃণমূল কংগ্রেস কর্মী । মানবাজার 1 পঞ্চায়েত সমিতির ‌3 সদস্যও এদিন ইস্তফা দিয়েছেন । যার মধ্যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও বন কর্মাধ্যক্ষও রয়েছেন (Several TMC Workers left Party after Awas Yojana Misuse Creates Ripples) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 8:20 PM IST

Updated : Dec 30, 2022, 11:02 PM IST

আবাস যোজনা ইস্যুতে ফের পদত্যাগের ঘটনা

মানবাজার, 30 ডিসেম্বর: আবাস যোজনা ইস্যুতে ফের পদত্যাগের ঘটনা । এবার পুরুলিয়ার মানবাজার 1 পঞ্চায়েত সমিতির বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ 8 তৃণমূল কংগ্রেস কর্মী পদত্যাগ করেন । তাঁরা শুক্রবার বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন (Several TMC Workers left Party) ।

একইসঙ্গে মানবাজার 1 পঞ্চায়েত সমিতির ‌3 সদস্যও এদিন ইস্তফা দিয়েছেন । যার মধ্যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও বন কর্মাধ্যক্ষও রয়েছেন । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিত বেশরা বলেন, "কোনও কারণ ছাড়াই আমাদের পঞ্চায়েত এলাকার 128 জনের নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে । তাই আমাদের এই সিদ্ধান্ত ।"

আরও পড়ুন: আবাস যোজনায় বঞ্চিতদের নাম নথিভুক্ত করতে আসরে বিজেপি যুব মোর্চা

গত কয়েকদিন ধরেই আবাস যোজনা নিয়ে গোটা রাজ্যে তরজা অব্যাহত । আবাস যোজনা নিয়ে ক্ষোভের আঁচ যেন কিছুতেই থামছে না । প্রায় প্রতিদিনই একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে । তারমধ্যেই অন্যতম পুরুলিয়া । পুরুলিয়া জেলার একাধিক পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে দেন আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে বঞ্চিত থাকা মানুষ ।

দিনকয়েক আগেই বাঘমুন্ডি ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে টামনা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। অন্য দিকে, ওই ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে বাইরে বিক্ষোভ দেখান ওই এলাকায় আবাস যোজনা প্রকল্পে ঠাঁই না-পাওয়া স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, অনৈতিকভাবে যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে (Awas Yojana Misuse Creates Ripples) ।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান

অন্যদিকে, হাতে বাকি আর 2 দিন ৷ এর মধ্যে পঞ্চায়েতের পোর্টালে (Panchayat portal) আবাস যোজনার (Awas Yojana) 9 লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত করতে হবে ৷ এতেই বেকায়দায় পড়েছে নবান্ন ৷ যদিও আবাস যোজনা (Awas Yojana) নিয়ে আরও কড়া হয়েছে নবান্ন ৷ কোনও এলাকায় 15 শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই হবে আবার সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

আবাস যোজনা ইস্যুতে ফের পদত্যাগের ঘটনা

মানবাজার, 30 ডিসেম্বর: আবাস যোজনা ইস্যুতে ফের পদত্যাগের ঘটনা । এবার পুরুলিয়ার মানবাজার 1 পঞ্চায়েত সমিতির বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ 8 তৃণমূল কংগ্রেস কর্মী পদত্যাগ করেন । তাঁরা শুক্রবার বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন (Several TMC Workers left Party) ।

একইসঙ্গে মানবাজার 1 পঞ্চায়েত সমিতির ‌3 সদস্যও এদিন ইস্তফা দিয়েছেন । যার মধ্যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ও বন কর্মাধ্যক্ষও রয়েছেন । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিত বেশরা বলেন, "কোনও কারণ ছাড়াই আমাদের পঞ্চায়েত এলাকার 128 জনের নাম আবাস যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে । তাই আমাদের এই সিদ্ধান্ত ।"

আরও পড়ুন: আবাস যোজনায় বঞ্চিতদের নাম নথিভুক্ত করতে আসরে বিজেপি যুব মোর্চা

গত কয়েকদিন ধরেই আবাস যোজনা নিয়ে গোটা রাজ্যে তরজা অব্যাহত । আবাস যোজনা নিয়ে ক্ষোভের আঁচ যেন কিছুতেই থামছে না । প্রায় প্রতিদিনই একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে । তারমধ্যেই অন্যতম পুরুলিয়া । পুরুলিয়া জেলার একাধিক পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে দেন আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে বঞ্চিত থাকা মানুষ ।

দিনকয়েক আগেই বাঘমুন্ডি ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে টামনা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। অন্য দিকে, ওই ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান-সহ অন্যান্য কর্মীদের তালা বন্ধ করে বাইরে বিক্ষোভ দেখান ওই এলাকায় আবাস যোজনা প্রকল্পে ঠাঁই না-পাওয়া স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, অনৈতিকভাবে যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে (Awas Yojana Misuse Creates Ripples) ।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান

অন্যদিকে, হাতে বাকি আর 2 দিন ৷ এর মধ্যে পঞ্চায়েতের পোর্টালে (Panchayat portal) আবাস যোজনার (Awas Yojana) 9 লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত করতে হবে ৷ এতেই বেকায়দায় পড়েছে নবান্ন ৷ যদিও আবাস যোজনা (Awas Yojana) নিয়ে আরও কড়া হয়েছে নবান্ন ৷ কোনও এলাকায় 15 শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই হবে আবার সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

Last Updated : Dec 30, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.