ETV Bharat / state

School Bus: স্কুলবাস উলটে আহত 25 পড়ুয়া - স্কুলবাস উলটে আহত 25 পড়ুয়া

মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত 25 জন পড়ুয়া ৷ বন্দোয়ান থেকে কুচিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বেসরকারি স্কুলবাসটি (Students Injured in a Road Accident) ৷

Student Injured in a Road Accident
ETV Bharat
author img

By

Published : Nov 23, 2022, 8:12 PM IST

পুরুলিয়া, 23 নভেম্বর: পথ দুর্ঘটনার কবলে স্কুল বাস ৷ বুধবার বান্দোয়ান থেকে কুচিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি স্কুল বাস (Several Student injured in a Road Accident in Purulia)৷ এই ঘটনায় জখম হয়েছে 25 জন পড়ুয়া ৷ যার মধ্যে গুরুতর আহত 6 পড়ুয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

সূত্রের খবর, এদিন বান্দোয়ান এলাকার ভালোপাহাড় নামক একটি স্কুলে যাচ্ছিল বেসকারি স্কুলের বাসটি ৷ বাসটিতে 35 জন পড়ুয়া ছিল ৷ কপড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই স্কুল বাসটি উলটে যায় ৷ জখম হয় 25 জন পড়ুয়া ৷ আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রথামিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 6 পড়ুয়ারে অন্যত্র স্থানান্তরিত করেন ৷ বেশকয়েকজন পড়ুয়াকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয়বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান ৷

আরও পড়ুন: 71 জন ছাত্রছাত্রী নিয়ে উলটে গেল স্কুলবাস, আহত 15 পড়ুয়া

দুর্ঘটনার পড়েই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগান ৷ পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই ৷ এলাকাবাসীর কথায় বাসটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে ৷

পুরুলিয়া, 23 নভেম্বর: পথ দুর্ঘটনার কবলে স্কুল বাস ৷ বুধবার বান্দোয়ান থেকে কুচিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি স্কুল বাস (Several Student injured in a Road Accident in Purulia)৷ এই ঘটনায় জখম হয়েছে 25 জন পড়ুয়া ৷ যার মধ্যে গুরুতর আহত 6 পড়ুয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

সূত্রের খবর, এদিন বান্দোয়ান এলাকার ভালোপাহাড় নামক একটি স্কুলে যাচ্ছিল বেসকারি স্কুলের বাসটি ৷ বাসটিতে 35 জন পড়ুয়া ছিল ৷ কপড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই স্কুল বাসটি উলটে যায় ৷ জখম হয় 25 জন পড়ুয়া ৷ আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রথামিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 6 পড়ুয়ারে অন্যত্র স্থানান্তরিত করেন ৷ বেশকয়েকজন পড়ুয়াকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয়বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান ৷

আরও পড়ুন: 71 জন ছাত্রছাত্রী নিয়ে উলটে গেল স্কুলবাস, আহত 15 পড়ুয়া

দুর্ঘটনার পড়েই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগান ৷ পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরাই ৷ এলাকাবাসীর কথায় বাসটির গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.