ETV Bharat / state

পিকনিক সেরে ফিরছিলেন, বোলেরোর ধাক্কায় মৃত্যু ব্যক্তির - man died in purulia

পিকনিক থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন । পুরুলিয়ার রঘুনাথপুরের কাছে বোলেরোর ধাক্কায় মৃ্ত্যু হল ব্যক্তির । মৃতের নাম দেবাশিস মুকুটি ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 24, 2020, 12:42 PM IST

পুরুলিয়া, 24 জানুয়ারি : পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বোলেরোর ধাক্কায় মৃত্যু হল ব্যক্তির । মৃতের নাম দেবাশিস মুকুটি (45) । দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন । গতরাতে বাইকে চেপে মুকুটমণিপুর থেকে পুরুলিয়া ফিরছিলেন তাঁরা । রঘুনাথপুর সংলগ্ন এলাকায় একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটিকে ।

গতকাল মুকুটমণিপুরে পিকনিক করতে গেছিল রঘুনাথপুর কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা । সেখানে রান্নার কাজ করতে গেছিলেন দেবাশিস মুকুটি ও তার সহকর্মী আকুল বাউড়ি । রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা । সেইসময় উলটো দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি বোলেরো । রঘুনাথপুর এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে বোলেরো । কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে বাইক । তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । কিছুক্ষণ পরই দেবাশিসকে মৃত বলে ঘোষণা চিকিৎসকরা । তাঁর সহকর্মী আপাতত চিকিৎসাধীন ।

চালক পলাতক । তবে, ঘাতক গাড়িকে আটক করেছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

পুরুলিয়া, 24 জানুয়ারি : পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বোলেরোর ধাক্কায় মৃত্যু হল ব্যক্তির । মৃতের নাম দেবাশিস মুকুটি (45) । দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন । গতরাতে বাইকে চেপে মুকুটমণিপুর থেকে পুরুলিয়া ফিরছিলেন তাঁরা । রঘুনাথপুর সংলগ্ন এলাকায় একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটিকে ।

গতকাল মুকুটমণিপুরে পিকনিক করতে গেছিল রঘুনাথপুর কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা । সেখানে রান্নার কাজ করতে গেছিলেন দেবাশিস মুকুটি ও তার সহকর্মী আকুল বাউড়ি । রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা । সেইসময় উলটো দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি বোলেরো । রঘুনাথপুর এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে বোলেরো । কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে বাইক । তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । কিছুক্ষণ পরই দেবাশিসকে মৃত বলে ঘোষণা চিকিৎসকরা । তাঁর সহকর্মী আপাতত চিকিৎসাধীন ।

চালক পলাতক । তবে, ঘাতক গাড়িকে আটক করেছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

Intro:পুরুলিয়া : পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বোলেরোর ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহীর l ঘটনায় আহত আরও এক l বৃহস্পতিবার রাত 10 টা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর লাগোয়া এলাকায় l মৃত ওই ব্যক্তির নাম দেবাশীষ মুকুটি (45) l বাড়ি ওই থানা এলাকারই সাঁকড়া গ্রামে l আহত ব্যক্তির চিকিৎসা চলছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে l ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক lBody:জানা যায়, রঘুনাথপুর কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা গতকাল মুকুটমণিপুরে পিকনিক করতে যান l আর তাদের পিকনিকে রান্নার কাজ সারতে গিয়েছিলেন দেবাশীষ মুকুটি ও তার এক সহকর্মী l পিকনিক শেষে রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বোলেরো ধাক্কা মারে তাদের l স্থানীয়রা তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা l বর্তমানে তার সহকর্মী চিকিৎসাধীন l এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ l তবে চালক পলাতক l তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ l মৃতের দেহ আজ পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.