পুরুলিয়া, 24 জানুয়ারি : পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বোলেরোর ধাক্কায় মৃত্যু হল ব্যক্তির । মৃতের নাম দেবাশিস মুকুটি (45) । দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন । গতরাতে বাইকে চেপে মুকুটমণিপুর থেকে পুরুলিয়া ফিরছিলেন তাঁরা । রঘুনাথপুর সংলগ্ন এলাকায় একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটিকে ।
গতকাল মুকুটমণিপুরে পিকনিক করতে গেছিল রঘুনাথপুর কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা । সেখানে রান্নার কাজ করতে গেছিলেন দেবাশিস মুকুটি ও তার সহকর্মী আকুল বাউড়ি । রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা । সেইসময় উলটো দিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি বোলেরো । রঘুনাথপুর এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে বোলেরো । কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে বাইক । তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । কিছুক্ষণ পরই দেবাশিসকে মৃত বলে ঘোষণা চিকিৎসকরা । তাঁর সহকর্মী আপাতত চিকিৎসাধীন ।
চালক পলাতক । তবে, ঘাতক গাড়িকে আটক করেছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।