পুরুলিয়া, 16 জুলাই: ইদানিং বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন প্রেমিকা । কিন্তু তাতে রাজি ছিল না তাপস বাউড়ি । শুক্রবার ফের বিয়ের কথা তোলেন প্রেমিকা । তারপরেই তাঁকে শ্বাসরোধ করে খুন করে তাপস । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় (Purulia woman murdered by her lover) ৷
জানা গিয়েছে, মানবাজার থানা এলাকার অক্ষয়পুর গ্রামের বাসিন্দা রোহিণী বাউড়ির (19) সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল গ্রামেরই যুবক তাপস বাউড়ির । ইদানিং বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন রোহিণী । কিন্তু বিয়েতে রাজি ছিল না তাপস । তাই তাঁকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে ।
গত সোমবার সকালে বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন ওই যুবতী । তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি । পরদিন থানায় অভিযোগ জানানো হয় পরিবারের তরফ । এরপর পুলিশ একাধিক জায়গায় খোঁজ করলেও রোহিণীর হদিশ মেলেনি । শুক্রবার রোহিনীর পরিবার পুলিশকে জানায়, তাঁদের মেয়ের সঙ্গে গ্রামেরই যুবক তাপসের সম্পর্কের কথা । এরপরেই পুলিশ ওই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতেই সে খুনের কথা স্বীকার করে নেয় ।
আরও পড়ুন: মাত্র 2 মাস হয়েছে বিয়ে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী
পুলিশকে অভিযুক্ত জানায়, গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলেছে প্রেমিকাকে । তাঁর দেহ জঙ্গলে রয়েছে । এরপর পুলিশ ওই যুবককে সঙ্গে নিয়ে তুরাং পলাশ জঙ্গলে গেলে সেখানেই রোহিনীর পচাগলা দেহ মেলে । তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।