পুরুলিয়া, 1 মে : লকডাউনে রাজ্য সরকারের নির্দেশমতো বর্ধিত হারে রেশন সামগ্রী ঠিকঠাক পাচ্ছেন তো? সরেজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়ায় জেলাশাসক রাহুল মজুমদার ৷ আজ বরাবাজার, বান্দোয়ান, মানবাজার এই তিনটি ব্লকে পরিদর্শনে যান তিনি ৷ কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন ৷ কথা বলেন সাধারণ মানুষ এবং রেশন ডিলারদের সঙ্গে ৷ সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নাক-মুখ ঢেকে রেশন সামগ্রী সংগ্রহ করার পরামর্শ দেন তিনি ৷ সকলকে সমানভাবে রেশন সামগ্রী দেওয়ার জন্য রেশন ডিলারদের নির্দেশও দেন ৷ একইসঙ্গে যাঁদের রেশন কার্ড নেই তাঁদের কুপনও বিলি করেন তিনি ৷
কোরোনা মোকাবিলায় এক মাসের বেশি সময় ধরে দেশজুড়ে চলছে লকডাউন ৷ প্রায় প্রত্যেকেই গৃহবন্দী ৷ কাজও বন্ধ ৷ সমস্যায় পড়েছেন অনেকেই ৷ তাই মে থেকে জুলাই মাস পর্যন্ত সাধারণ মানুষকে বর্ধিত হারে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী AAY, PHH, SPHH রেশন কার্ডধারীরা পাবেন মাসে 13 কেজি চাল ও 850 গ্রাম আটা, RKSY-I রেশন কার্ড যাঁদের রয়েছে তাঁরা পাবেন কার্ড পিছু মাসে 8 কেজি চাল ও 850 গ্রাম আটা, RKSY-II রেশন কার্ডধারীরা পাবেন কার্ড পিছু মাসে 5 কেজি চাল ৷ আজ থেকে পুরুলিয়া জেলা জুড়ে এই নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন সামগ্রী দেওয়ার কাজ শুরু হল ৷ আর তাই সাধারণ মানুষ বর্ধিত হারে রেশন সামগ্রী পাচ্ছেন কি না সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক ।
রাহুল মজুমদার বলেন, " নতুন নিয়ম অনুযায়ী মানুষ ঠিক পরিমাণে রেশন সামগ্রী পাচ্ছে কি না তা খতিয়ে জেলার 3টি ব্লক এলাকা পরিদর্শন করা হল ৷ প্রতিটি এলাকাতেই দেখা গেল বর্ধিত হারে রেশন সামগ্রী পেয়ে মানুষ খুশি হয়েছে ৷ সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে রেশন সংগ্রহ করছেন এলাকার বাসিন্দারা ৷ রেশন ডিলারদের সঙ্গেও কথা বলা হয় ৷ কোনও অসুবিধা হলে ব্লক প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয় ৷ সাধারণ মানুষকেও নিজেদের প্রাপ্য অনুযায়ী রেশন সামগ্রী নেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ এছাড়া এখনও পর্যন্ত যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপন বিলি করা হয় ৷ ওই ফুড কুপন থেকে উপভোক্তারা স্থানীয় রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নিতে পারবেন ৷ আগামী দিনেও জেলা জুড়ে এই অভিযান জারি থাকবে ৷ "