ETV Bharat / state

কোরোনা আবহের মধ্যেই পুরুলিয়া জেলা পুলিশে রদবদল - পুরুলিয়া জেলা পুলিশ

লকডাউন পরিস্থিতির মাঝেই বড়সড় রদবদল পুরুলিয়া জেলা পুলিশে ৷ কে কোথায় বদলি হলেন জানুন বিস্তারিত ৷

Purulia district police
পুরুলিয়া জেলা পুলিশ
author img

By

Published : Jun 8, 2020, 10:24 PM IST

পুরুলিয়া, 8জুন : চলছে কোরোনার প্রকোপ ৷ তার মাঝেই বড়সড় রদবদল হয়ে গেল পুরুলিয়া জেলা পুলিশে ৷ বেশ কয়েকটি থানার পুলিশ আধিকারিকদের বদলি করা হল আজ ৷ জেলা পুলিশ সূত্রে খবর, এটি জেলা পুলিশের রুটিন বদলি l

কোটশিলা থানার OC অমিত মাসন্ত হলেন কাশিপুর থানার OC, কাশিপুর থানার OC শ্রীকান্ত মুলা হলেন কোটশিলা থানার OC ৷ পুঞ্চা থানার OC বিশ্বজিৎ মন্ডল হলেন হুড়া থানার OC, হুড়া থানার OC তারাপদ মন্ডলকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানার SI হিসেবে ৷

পুরুলিয়া সদর মহিলা থানার OC পারমিতা সমাদ্দার হলেন পুঞ্চা থানার OC ৷ রঘুনাথপুর থানার SI তাপস মিশ্র হলেন কেন্দা থানার OC, কেন্দা থানার OC গোপীকা সুন্দর দত্তকে স্থানান্তর করা হল পুরুলিয়া মফস্বল থানার SI হিসেবে ৷ ঝালদা থানার SI অর্পিতা দাস হলেন পুরুলিয়া সদর মহিলা থানার OC ৷

পুরুলিয়া সদর থানার SI সুবল গোস্বামীকে স্থানান্তর করা হল ঝালদা থানার SI হিসেবে, পুরুলিয়া মফস্বল থানার SI সুভাষ মালিককে স্থানান্তর করা হল রঘুনাথপুর থানার SI হিসেবে, পুরুলিয়া সদর থানার SI রামু গুরুংকে স্থানান্তর করা হল কোটশিলা থানার SI হিসেবে, কেন্দা থানার SI বাপন মন্ডলকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানার SI হিসেবে, কোটশিলা থানার SI শুভেন্দু শেখর বেরাকে স্থানান্তর করা হল কেন্দা থানার SI হিসেবে ৷

পুরুলিয়া, 8জুন : চলছে কোরোনার প্রকোপ ৷ তার মাঝেই বড়সড় রদবদল হয়ে গেল পুরুলিয়া জেলা পুলিশে ৷ বেশ কয়েকটি থানার পুলিশ আধিকারিকদের বদলি করা হল আজ ৷ জেলা পুলিশ সূত্রে খবর, এটি জেলা পুলিশের রুটিন বদলি l

কোটশিলা থানার OC অমিত মাসন্ত হলেন কাশিপুর থানার OC, কাশিপুর থানার OC শ্রীকান্ত মুলা হলেন কোটশিলা থানার OC ৷ পুঞ্চা থানার OC বিশ্বজিৎ মন্ডল হলেন হুড়া থানার OC, হুড়া থানার OC তারাপদ মন্ডলকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানার SI হিসেবে ৷

পুরুলিয়া সদর মহিলা থানার OC পারমিতা সমাদ্দার হলেন পুঞ্চা থানার OC ৷ রঘুনাথপুর থানার SI তাপস মিশ্র হলেন কেন্দা থানার OC, কেন্দা থানার OC গোপীকা সুন্দর দত্তকে স্থানান্তর করা হল পুরুলিয়া মফস্বল থানার SI হিসেবে ৷ ঝালদা থানার SI অর্পিতা দাস হলেন পুরুলিয়া সদর মহিলা থানার OC ৷

পুরুলিয়া সদর থানার SI সুবল গোস্বামীকে স্থানান্তর করা হল ঝালদা থানার SI হিসেবে, পুরুলিয়া মফস্বল থানার SI সুভাষ মালিককে স্থানান্তর করা হল রঘুনাথপুর থানার SI হিসেবে, পুরুলিয়া সদর থানার SI রামু গুরুংকে স্থানান্তর করা হল কোটশিলা থানার SI হিসেবে, কেন্দা থানার SI বাপন মন্ডলকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর থানার SI হিসেবে, কোটশিলা থানার SI শুভেন্দু শেখর বেরাকে স্থানান্তর করা হল কেন্দা থানার SI হিসেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.