ETV Bharat / state

Court Verdict: পুরুলিয়ায় গাঁজা মামলায় শিক্ষক শুভজিৎকে বেকসুর খালাস আদালতের - purulia

তিনবছর পর গাঁজা মামলায় অভিযুক্ত শিক্ষক শুভজিৎ মাহাতোকে বেকসুর খালাস করে দিল পুরুলিয়া জেলা আদালত ৷ 2017 সালের 29 নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয় ৷

Court Verdict
পুরুলিয়ায় গাঁজা মামলায় বেকসুর খালাস শিক্ষক শুভজিতের
author img

By

Published : Sep 21, 2021, 11:06 PM IST

পুরুলিয়া, 21 সেপ্টেম্বর : অবশেষে 3 বছর পর গাঁজা মামলায় অভিযুক্ত শিক্ষক শুভজিৎ মাহাতোকে নির্দোষ হিসেবে বেকসুর খালাস করে দিল পুরুলিয়া জেলা আদালত ৷ উল্লেখ্য, 2017 সালের 29 নভেম্বর গাঁজা পাচার মামলায় পুরুলিয়ার চাস রোডের বাসিন্দা প্রাথমিক শিক্ষক শুভজিৎ মাহাতোকে পুলিশ বাড়ি থেকে স্কুলে চাল চুরি গিয়েছে বলে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷ তার পরিবারের দাবি, কিন্তু পুলিশ জানায় সৈনিক স্কুলের কাছে থেকে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ এই ঘটনায় তোলপাড় হয় গোটা পুরুলিয়া জেলা ৷

জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় ৷ শুভজিতের মুক্তির দাবিতে পথে নামে জনতা ৷ চলে রাজনৈতিক চাপানউতোর, শুভজিতের দাদা সুরজিৎ তখন বিজেপিতে থাকা মুকুল রায়ের আপ্ত সহায়ক থাকায় তৃণমূল মিথ্যা মামলা দিয়েছে বলে তোপ দাগেন খোদ মুকুল রায় সহ বিজেপির অন্যান্য নেতারা ৷ যদিও শুভজিতের বাবা-মা প্রথম থেকেই বলে আসছিলেন তাঁদের ছেলে নির্দোষ ৷ বিধানসভা নির্বাচনের পর ঘটে মুকুল রায়ের দল পরিবর্তন ৷ স্বাভাবিকভাবেই শুভজিতের দাদা সুরজিতের অবস্থান বদল ঘটে ৷

আরও পড়ুন: পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

এদিন শুভজিতের বাড়ি গিয়ে দেখা যায় তাঁর বাবা-মা সকলেই জেলা আদালতে গিয়েছেন ৷ পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "সত্যের জয় হয়েছে ৷ শুভজিৎ নির্দোষ ছিল তা আমরা জানতাম ৷ আজ তা ঘোষণা করা হল ৷" অন্যদিকে শুভজিতের বাবা সুবোধ মাহাতো বলেন, "আদালতের উপর আমাদের ভরসা ছিল ৷"

পুরুলিয়া, 21 সেপ্টেম্বর : অবশেষে 3 বছর পর গাঁজা মামলায় অভিযুক্ত শিক্ষক শুভজিৎ মাহাতোকে নির্দোষ হিসেবে বেকসুর খালাস করে দিল পুরুলিয়া জেলা আদালত ৷ উল্লেখ্য, 2017 সালের 29 নভেম্বর গাঁজা পাচার মামলায় পুরুলিয়ার চাস রোডের বাসিন্দা প্রাথমিক শিক্ষক শুভজিৎ মাহাতোকে পুলিশ বাড়ি থেকে স্কুলে চাল চুরি গিয়েছে বলে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ ৷ তার পরিবারের দাবি, কিন্তু পুলিশ জানায় সৈনিক স্কুলের কাছে থেকে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ এই ঘটনায় তোলপাড় হয় গোটা পুরুলিয়া জেলা ৷

জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয় ৷ শুভজিতের মুক্তির দাবিতে পথে নামে জনতা ৷ চলে রাজনৈতিক চাপানউতোর, শুভজিতের দাদা সুরজিৎ তখন বিজেপিতে থাকা মুকুল রায়ের আপ্ত সহায়ক থাকায় তৃণমূল মিথ্যা মামলা দিয়েছে বলে তোপ দাগেন খোদ মুকুল রায় সহ বিজেপির অন্যান্য নেতারা ৷ যদিও শুভজিতের বাবা-মা প্রথম থেকেই বলে আসছিলেন তাঁদের ছেলে নির্দোষ ৷ বিধানসভা নির্বাচনের পর ঘটে মুকুল রায়ের দল পরিবর্তন ৷ স্বাভাবিকভাবেই শুভজিতের দাদা সুরজিতের অবস্থান বদল ঘটে ৷

আরও পড়ুন: পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

এদিন শুভজিতের বাড়ি গিয়ে দেখা যায় তাঁর বাবা-মা সকলেই জেলা আদালতে গিয়েছেন ৷ পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "সত্যের জয় হয়েছে ৷ শুভজিৎ নির্দোষ ছিল তা আমরা জানতাম ৷ আজ তা ঘোষণা করা হল ৷" অন্যদিকে শুভজিতের বাবা সুবোধ মাহাতো বলেন, "আদালতের উপর আমাদের ভরসা ছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.