ETV Bharat / state

Purulia Chhau Artist: দুর্যোগের কালো মেঘ কাটিয়ে 'করোনাসুর বধ' পালায় মেতে পুরুলিয়ার ছৌ শিল্পীরা - Durga Puja

দুর্গাপুজোয় নজর কাড়তে ছৌ নাচের মধ্যে 'করোনাসুর বধ' পালার প্রশিক্ষণ করছেন শিল্পীরা (Purulia Chhau Artist) ৷ করোনাকাল (COVID) কাটিয়ে এবার তাঁরা বেশি পালার বরাদ পাবে বলে আশা করছেন ৷ ইতিমধ্যে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং রাজ্য থেকে ডাক পাচ্ছেন ছৌ শিল্পীরা ।

Purulia Chhau Artist practicing for their upcoming shows
Purulia Chhau Artist
author img

By

Published : Sep 1, 2022, 7:15 PM IST

পুরুলিয়া, 1 সেপ্টেম্বর: বিগত দু'বছরটা ছৌ শিল্পীদের (Purulia Chhau Artist) কাছে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল ৷ করোনা মহামারী হয়ে নেমে এসেছিল তাঁদের জীবনে । প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ছৌ নাচের অনুষ্ঠানের আসর ৷ অর্থ সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছে শিল্পীদের । তবুও নিজেদের ঐতিহ্য, ছৌ শিল্পকে আঁকড়ে আশার আলোর অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা । বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে পুরুলিয়ার ছৌ শিল্পীদের জীবন ।

Purulia Chhau Artist practicing for their upcoming shows
ছৌ নাচের 'করোনাসুর বধ' পালার প্রশিক্ষণ করছেন শিল্পীরা

করোনার কালো ছায়া পেরিয়ে এবার শরতের নীল আকাশের দেখা মিলেছে ছৌ শিল্পীদের জীবনেও । চলতি বছরে দুর্গা পুজোর (Durga Puja) আগে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্যেও ছৌ নাচের বরাত পাচ্ছেন শিল্পীরা । সময়ের আগেও অগ্রিম বুকিংয়ের মোটা টাকাও আসছে তাঁদের পকেটে । মুখে হাঁসি ফুটছে ছৌ শিল্পীদের । আশার আলো দেখছেন তাঁরা ।

Purulia Chhau Artist practicing for their upcoming shows
জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং রাজ্য থেকে ডাক পাচ্ছেন ছৌ শিল্পীরা

এবার সাধারণ মানুষের নজর কাড়তে করোনার ভয়াবহতা তুলে ধরবে ছৌ নৃত্যের নতুন পালা 'করোনাসুর বধ' ৷ পালার নাচের প্রশিক্ষণ শুরু করেছেন ছৌ শিল্পীরা । দুর্গা পুজোর আগে সেই ছৌ নাচেরই জোরকদমে প্রস্তুতি চলছে পুরুলিয়ার ঝালদার পিলোই গ্রামে । চারিদিকে কাশফুলে ঘেরা, খোলা নীল আকাশের নিচে নিত্যদিন 'করোনাসুর বধ' পালার প্রশিক্ষণ শুরু করেছেন শিল্পীরা (Chhau Artist practicing for their upcoming shows) । তাঁদের আশা 'করনাসুর বধ' ছৌ নাচের পালা মানুষের নজর কাড়বে ।

দুর্যোগের কালো মেঘ কাটিয়ে 'করোনাসুর বধ'

আরও পড়ুন: 6 বছরেও নির্মাণ হল না সেতু, ভেলাতেই চলছে কংসাবতী পারাপার

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, "বর্তমানে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং রাজ্য থেকে ডাক পাচ্ছেন ছৌ শিল্পীরা । তার সঙ্গে অন্যান্য শিল্পীরাও ডাক পাচ্ছেন । এটা শিল্পীদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং জেলার গর্বের বিষয় ।"

পুরুলিয়া, 1 সেপ্টেম্বর: বিগত দু'বছরটা ছৌ শিল্পীদের (Purulia Chhau Artist) কাছে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল ৷ করোনা মহামারী হয়ে নেমে এসেছিল তাঁদের জীবনে । প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ছৌ নাচের অনুষ্ঠানের আসর ৷ অর্থ সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছে শিল্পীদের । তবুও নিজেদের ঐতিহ্য, ছৌ শিল্পকে আঁকড়ে আশার আলোর অপেক্ষায় দিন গুনছিলেন তাঁরা । বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে পুরুলিয়ার ছৌ শিল্পীদের জীবন ।

Purulia Chhau Artist practicing for their upcoming shows
ছৌ নাচের 'করোনাসুর বধ' পালার প্রশিক্ষণ করছেন শিল্পীরা

করোনার কালো ছায়া পেরিয়ে এবার শরতের নীল আকাশের দেখা মিলেছে ছৌ শিল্পীদের জীবনেও । চলতি বছরে দুর্গা পুজোর (Durga Puja) আগে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্যেও ছৌ নাচের বরাত পাচ্ছেন শিল্পীরা । সময়ের আগেও অগ্রিম বুকিংয়ের মোটা টাকাও আসছে তাঁদের পকেটে । মুখে হাঁসি ফুটছে ছৌ শিল্পীদের । আশার আলো দেখছেন তাঁরা ।

Purulia Chhau Artist practicing for their upcoming shows
জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং রাজ্য থেকে ডাক পাচ্ছেন ছৌ শিল্পীরা

এবার সাধারণ মানুষের নজর কাড়তে করোনার ভয়াবহতা তুলে ধরবে ছৌ নৃত্যের নতুন পালা 'করোনাসুর বধ' ৷ পালার নাচের প্রশিক্ষণ শুরু করেছেন ছৌ শিল্পীরা । দুর্গা পুজোর আগে সেই ছৌ নাচেরই জোরকদমে প্রস্তুতি চলছে পুরুলিয়ার ঝালদার পিলোই গ্রামে । চারিদিকে কাশফুলে ঘেরা, খোলা নীল আকাশের নিচে নিত্যদিন 'করোনাসুর বধ' পালার প্রশিক্ষণ শুরু করেছেন শিল্পীরা (Chhau Artist practicing for their upcoming shows) । তাঁদের আশা 'করনাসুর বধ' ছৌ নাচের পালা মানুষের নজর কাড়বে ।

দুর্যোগের কালো মেঘ কাটিয়ে 'করোনাসুর বধ'

আরও পড়ুন: 6 বছরেও নির্মাণ হল না সেতু, ভেলাতেই চলছে কংসাবতী পারাপার

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, "বর্তমানে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং রাজ্য থেকে ডাক পাচ্ছেন ছৌ শিল্পীরা । তার সঙ্গে অন্যান্য শিল্পীরাও ডাক পাচ্ছেন । এটা শিল্পীদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং জেলার গর্বের বিষয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.