ETV Bharat / state

পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পুরুলিয়া জেলা BJP-র - পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

জেলাশাসক রেশন দোকান পরিদর্শনে গিয়েছিলেন । অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আলোচনা করে এই পাঁচজনের প্রতিনিধি দল ।স্মারকলিপি জমা দেয় l  উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী,  জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা,  BJP নেতা নরহরি মাহাতো সহ অন্যান্যরা l

Purulia BJP
পুরুলিয়া জেলা BJP
author img

By

Published : May 2, 2020, 8:02 AM IST

পুরুলিয়া, 1 মে : পাঁচ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পুরুলিয়া জেলা BJP l পাঁচজনের একটি প্রতিনিধি দল সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে জেলাশাসকের দপ্তরে আসেন । পুরুলিয়াবাসীর জন্য তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি জানান প্রতিনিধিরা । কৃষকদের মাসিক 2000 টাকা করে তিন মাস আর্থিক সাহায্য এবং ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর আবেদনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তাঁরা । কিন্তু, জেলাশাসক রেশন দোকান পরিদর্শনে গিয়েছিলেন । তাই অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আলোচনা করে এই পাঁচজনের প্রতিনিধি দল । স্মারকলিপি জমা দেয় l উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা, BJP নেতা নরহরি মাহাত সহ অন্যান্যরা l

গ্রিন জ়োন পুরুলিয়ায় 3 তারিখের পর বাস চলাচল স্বাভাবিক হবে l কিন্তু এই সময়ে অন্যান্য জেলা থেকে এবং পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে l ফলে জেলায় কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে l এই পরিস্থিতিতে জেলায় প্রবেশকারীদের উপর বিশেষ নজর রাখা এবং স্বাস্থ্য পরীক্ষার পর যাতে তাঁদের জেলায় প্রবেশ করানো হয় সেদিকে জেলা প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছে BJP l

লকডাউনের এই সময়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সাধারণ মানুষকে রেশন সামগ্রী দিতে হবে l কৃষকদের মে থেকে জুলাই তিন মাস 2000 টাকা করে সাহায্য করতে হবে বলে স্মারকলিপিতে জানায় BJP । জেলা BJP সভাপতি বলেন, "জেলাশাসক রাহুল মজুমদার বিশেষ কাজে বাইরে থাকায় অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় l"

পুরুলিয়া, 1 মে : পাঁচ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পুরুলিয়া জেলা BJP l পাঁচজনের একটি প্রতিনিধি দল সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে জেলাশাসকের দপ্তরে আসেন । পুরুলিয়াবাসীর জন্য তিন মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবি জানান প্রতিনিধিরা । কৃষকদের মাসিক 2000 টাকা করে তিন মাস আর্থিক সাহায্য এবং ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর আবেদনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তাঁরা । কিন্তু, জেলাশাসক রেশন দোকান পরিদর্শনে গিয়েছিলেন । তাই অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আলোচনা করে এই পাঁচজনের প্রতিনিধি দল । স্মারকলিপি জমা দেয় l উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা, BJP নেতা নরহরি মাহাত সহ অন্যান্যরা l

গ্রিন জ়োন পুরুলিয়ায় 3 তারিখের পর বাস চলাচল স্বাভাবিক হবে l কিন্তু এই সময়ে অন্যান্য জেলা থেকে এবং পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে l ফলে জেলায় কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে l এই পরিস্থিতিতে জেলায় প্রবেশকারীদের উপর বিশেষ নজর রাখা এবং স্বাস্থ্য পরীক্ষার পর যাতে তাঁদের জেলায় প্রবেশ করানো হয় সেদিকে জেলা প্রশাসনকে নজর দেওয়ার দাবি জানিয়েছে BJP l

লকডাউনের এই সময়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সাধারণ মানুষকে রেশন সামগ্রী দিতে হবে l কৃষকদের মে থেকে জুলাই তিন মাস 2000 টাকা করে সাহায্য করতে হবে বলে স্মারকলিপিতে জানায় BJP । জেলা BJP সভাপতি বলেন, "জেলাশাসক রাহুল মজুমদার বিশেষ কাজে বাইরে থাকায় অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় l"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.