পুরুলিয়া, 20 জুন : COVID পরিস্থিতিতে বিজ্ঞান চর্চার পাঠ নিয়মিত রাখতে উদ্যোগ নিল ভারত তথা এশিয়ার প্রথম বিজ্ঞান কেন্দ্র "পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র" । বর্তমানে কোরোনা আবহে বন্ধ রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র । কিন্তু ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি উৎসাহ জোগাতে অনলাইনে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা শুরু করা হয়েছে । শুধু তাই নয়, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে অনলাইনেই । বিষয়টি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ছাত্র-ছাত্রীদের মধ্যেও ।
জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী ছাত্র-ছাত্রীরা অনলাইনের বিজ্ঞান চর্চায় অংশগ্রহণ করছেন । আগামীকাল হতে চলা বলয়গ্রাস সূর্যগ্রহণ অনলাইনে ছাত্রছাত্রীদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা । আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনলাইনেই ।
এই বিষয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, "বিজ্ঞান থেমে থাকার বিষয় নয় । বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞানের দরকার আরও বেশি । এই কারণে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছি । কারণ আমরা প্রচুর ছাত্র-ছাত্রীর কাছ থেকে ফোন পাচ্ছিলাম । ছাত্র-ছাত্রীদের আগ্রহ যাতে দমে না যায় তার জন্য এখন প্রত্যেকটি অনুষ্ঠানই অনলাইন করছি । আন্তর্জাতিক যোগা দিবস অনলাইনের মাধ্যমে পালিত হবে । ছাত্র-ছাত্রীরা অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন । যাঁরা যোগ ব্যায়াম প্রদর্শন করবেন তাঁরা তা রেকর্ড করে আমাদের পাঠিয়ে দেবেন । আমরা তাঁদের সেইভাবে পুরস্কৃত করব । সেদিনই একটি প্রবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনলাইনে । প্রতিদিনই আমরা ছাত্র-ছাত্রীদের থেকে যে উৎসাহ পাচ্ছি তা আমাদের উদ্বুদ্ধ করছে । দেশের বিভিন্ন অংশ থেকেও অনেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছেন । এই বিষয়গুলি আমাদের আরও অনুপ্রাণিত করছে । বিজ্ঞানের প্রয়োজনীয়তা দিন দিন মানুষ আরও বেশি করে অনুভব করছে । "