ETV Bharat / state

Purulia Dead Body Recover: পুরুলিয়ায় দেহ উদ্ধার ঘিরে রাজনীতি তুঙ্গে, টুইট যুদ্ধে জড়ালেন কুণাল-শুভেন্দু

বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ নিহত বঙ্কিম হাঁসদা নামে ওই ব্যক্তি 102 নম্বর বুথের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন বলে পদ্ম শিবিরের দাবি ।

Etv Bharat
বিজেপি কর্মীর দেহ উদ্ধার পুরুলিয়ায়
author img

By

Published : Jul 3, 2023, 11:04 PM IST

পুরুলিয়া, 3 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি ৷ তার মধ্যে ফের মৃত্যুর ঘটনা ৷ এবার বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল পুরুলিয়ায় ৷ আর এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুরুলিয়ায় তাঁদের দলের এক কর্মীকে খুন করা হয়েছে ৷ নিহতের নাম বঙ্কিম হাঁসদা। যদিও শুভেন্দুর সেই অভিযোগ নস্য়াৎ করে দিয়েছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের দাবি, স্থানীয় কোনও ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর ৷

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে গত 23 দিনে এই নিয়ে মোট 14 জনের মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের ৷ যদিও বিরোধীদের এই মৃত্যুর ছবির কথা স্বীকার করতে নারাজ তৃণমূল ৷ তবে রাজ্যের শাসকদল যাই বলুক, নির্বাচনের সময়ে মৃত্যুর ঘটনা একের পর এক সামনে আনতেই ব্যস্ত বিরোধীরা ৷ এদিনও রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে জানান, পুরুলিয়ায় তাঁদের দলেরই কর্মীর মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মানবাজারের বোরো থানা এলাকার কেন্দডি গ্রামের বাসিন্দা এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ৷ বিজেপির অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছেন। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা টুইট করে জানান, স্থানীয় কোনও ঘটনার জেরেই এই মৃত্যু ৷ বিরোধী দলনেতা ভুল তথ্য দিচ্ছেন ৷

বিজেপির দাবি, বঙ্কিম হাঁসদা নামে ওই ব্যক্তি 102 নম্বর বুথের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার সকালে নির্বাচনী প্রচারেও বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷ এদিন সকালে কেন্দডি থেকে ঝরিয়াড়ি যাওয়ার রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্ত্রী সুন্দরী হাঁসদার দাবি তাঁর স্বামী বিজেপি করতেন। ওইদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি । এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁর নাক থেকে রক্ত বের হচ্ছিল ৷ পিঠের চামড়াও উঠে গিয়েছিল বলে দাবি করেছেন মৃতের স্ত্রী । স্বামীর মৃত্যুর কারণ জানতে চেয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

  • Another mysterious death of a @BJP4Bengal Karyakarta in Purulia district. The Regional TMC Party has established "Jungle Raj" in WB. Even the Janjatiyas and people belonging to the SC, ST & OBC communities are not being spared.

    Shri Bankim Hansda, a member of the ST Community,… pic.twitter.com/kBgQ5yobYW

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সকেট বোমা-সহ শীতলকুচিতে ধৃত বিজেপি নেতা

বিজেপির বান্দোয়ানের তিন নম্বর মণ্ডলের সভাপতি কৃত্তিবাস মাহাতো জানান, বঙ্কিম হাঁসদা দীর্ঘদিন ধরে বিজেপি করেন ৷ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তিনি খুন হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও করেন তিনি। অন্যদিকে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "একটি দেহ উদ্ধার হয়েছে ৷ ভিডিয়োগ্রাফি করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নতদন্তের রিপোর্টে চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসাবে হার্টের রোগ বলে উল্লেখ করেছেন ৷" সুতরাং পুলিশ সুপারের দাবি অনুযায়ী হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে ৷

পুরুলিয়া, 3 জুলাই: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি ৷ তার মধ্যে ফের মৃত্যুর ঘটনা ৷ এবার বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল পুরুলিয়ায় ৷ আর এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুরুলিয়ায় তাঁদের দলের এক কর্মীকে খুন করা হয়েছে ৷ নিহতের নাম বঙ্কিম হাঁসদা। যদিও শুভেন্দুর সেই অভিযোগ নস্য়াৎ করে দিয়েছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের দাবি, স্থানীয় কোনও ঘটনার জেরেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর ৷

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে গত 23 দিনে এই নিয়ে মোট 14 জনের মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের ৷ যদিও বিরোধীদের এই মৃত্যুর ছবির কথা স্বীকার করতে নারাজ তৃণমূল ৷ তবে রাজ্যের শাসকদল যাই বলুক, নির্বাচনের সময়ে মৃত্যুর ঘটনা একের পর এক সামনে আনতেই ব্যস্ত বিরোধীরা ৷ এদিনও রাজ্যের বিরোধী দলনেতা টুইট করে জানান, পুরুলিয়ায় তাঁদের দলেরই কর্মীর মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মানবাজারের বোরো থানা এলাকার কেন্দডি গ্রামের বাসিন্দা এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ৷ বিজেপির অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছেন। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা টুইট করে জানান, স্থানীয় কোনও ঘটনার জেরেই এই মৃত্যু ৷ বিরোধী দলনেতা ভুল তথ্য দিচ্ছেন ৷

বিজেপির দাবি, বঙ্কিম হাঁসদা নামে ওই ব্যক্তি 102 নম্বর বুথের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। রবিবার সকালে নির্বাচনী প্রচারেও বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷ এদিন সকালে কেন্দডি থেকে ঝরিয়াড়ি যাওয়ার রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্ত্রী সুন্দরী হাঁসদার দাবি তাঁর স্বামী বিজেপি করতেন। ওইদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি । এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁর নাক থেকে রক্ত বের হচ্ছিল ৷ পিঠের চামড়াও উঠে গিয়েছিল বলে দাবি করেছেন মৃতের স্ত্রী । স্বামীর মৃত্যুর কারণ জানতে চেয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

  • Another mysterious death of a @BJP4Bengal Karyakarta in Purulia district. The Regional TMC Party has established "Jungle Raj" in WB. Even the Janjatiyas and people belonging to the SC, ST & OBC communities are not being spared.

    Shri Bankim Hansda, a member of the ST Community,… pic.twitter.com/kBgQ5yobYW

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সকেট বোমা-সহ শীতলকুচিতে ধৃত বিজেপি নেতা

বিজেপির বান্দোয়ানের তিন নম্বর মণ্ডলের সভাপতি কৃত্তিবাস মাহাতো জানান, বঙ্কিম হাঁসদা দীর্ঘদিন ধরে বিজেপি করেন ৷ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তিনি খুন হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও করেন তিনি। অন্যদিকে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "একটি দেহ উদ্ধার হয়েছে ৷ ভিডিয়োগ্রাফি করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নতদন্তের রিপোর্টে চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসাবে হার্টের রোগ বলে উল্লেখ করেছেন ৷" সুতরাং পুলিশ সুপারের দাবি অনুযায়ী হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.